এক মহান গুরু

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ ডিসেম্বর, ২০১৬, ১১:১১:০০ রাত



নেটে দেখি আমিই শুধু গরু,

ঘাস পাতা পেলেই জাবর কাটা শুরু।

গরুর কানটা টেনে ধরল এক মহান গুরু,

পড়ালেখা শিখায়ে মানুষ বানানো শুরু ।।

ঘসে মেঝে বললো হাতে কলমটা তুলে ধর,

গুরু, কিছুই জানিনা মোর মাথা ভরা গৌবর।

ওস্তাদ বলল,"আদেশ নিষেধ শুধুই পালন কর,

কষ্ট হলেও সবর করে টুকটাক লেখা শুরু কর"।।

কি পড়ছি কি লিখছি অজ্ঞ আমি কিছুই জানি না,

বিদ্যা বুদ্ধি মোটেও নাই তাতো মোর গুরু মানে না।

গুরুর অক্লান্ত শ্রম ঠেলে দিলেন মোর হাতে খড়ি,

ভয়ে ভয়ে লিখতে থাকি পিঠে পড়ে নাকি গুরুর ছড়ি।।

আজ জীবনে পদেপদে মোর কঠিন পরীক্ষা হলো শুরু,

হারিকেনে খুজে দেখি কোথায়ও নেই মোর প্রানের গুরু।

অন্ধকার জীবনে কত শিক্ষা ছিল মোর গুরুর থেকে বাকী,

অজ্ঞ গরুটারে দরিয়ার মাঝে ফেলে গুরু দিল মোরে ফাকি।।

পিতাসম সন্মানিত মাথার মুকুট মোর প্রানের গুরুজী

তালিমের কোর্স শেষ না করে কিভাবে হারালো ওস্তাদজী।

কালহাশরে প্রভু জিজ্ঞাসিবে গুরুর ছাত্রের নেই কেন এলেম ?

বলেন তো গুরু,কি জবাব দিবেন হে মোর সন্মানিত আলেম?

পারভীন সুলতানা

১২/১২/২০১৬

বিষয়: বিবিধ

১৭৭৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380633
১২ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৫০
১৩ ডিসেম্বর ২০১৬ রাত ১২:২৯
314962
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ক সবুজ ভাই কেন হাসছেন ? কারন টা জানতে চাই ।
১৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২১
314980
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Crying Crying Crying
১৪ ডিসেম্বর ২০১৬ সকাল ০৭:৫৬
314999
সত্যলিখন লিখেছেন : আর কান্নার দরকার নেই । আমার নাতি গরুর ভুনা আনতেছে ।
380683
১৪ ডিসেম্বর ২০১৬ সকাল ০৬:৫৩
দ্য স্লেভ লিখেছেন : কালের পরিক্রমায় আপনিও এক গুরু
সত্যের লিখন করেছেন শুরু
জান্নাতে আছে ভুনা গরু
১৪ ডিসেম্বর ২০১৬ সকাল ০৭:৫৫
314998
সত্যলিখন লিখেছেন : এ কি শুনালে মোর প্রানের নাতি,
আমার জন্য থাকে যেন এক বাটি।
প্রভু কবুল কর কথা মোর নাতির,
কাড়াকাড়ি করেনা যেন ভুনা বাটির।
১৫ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:১৩
315026
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
380692
১৪ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:১৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভয়ে ভয়ে লিখতে থাকি পিঠে পড়ে নাকি গুরুর ছড়ি।।
Thumbs Up Rose
১৪ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৪৭
315019
সত্যলিখন লিখেছেন :



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File