হৃদয়ে পায় তব প্রেমের তৃষে।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০১ ডিসেম্বর, ২০১৬, ১০:২৪:১২ রাত



আমার ভালবাসা কে যারা ভুলিছে প্রভু

তাদের ক্ষমা করো,ভূল বুঝনা কভু,

তারা যে কষ্ট পেলে মন করে নিভু নিভু,

তুমি আমায় ওদের মত ছেড়ে যেওনা প্রভু,

তুমি ছাড়া কেউ মোরে ভালবাসবে না কভু ,

সবাইকে ভালবাসি তোমায় পাবো বলে প্রভু।।

প্রভু তোমারে যেন রাখি স্মরনে ,

নুরের মুকুট মাথায় থাকে পরনে

প্রভু! তুমি কারো নয় শুধুই আমার

সর্বত্র খুজে পাই অস্তিত্ত তোমার।।

তুমিতো সৃষ্টির মাঝেই রয়েছ মিশে,

দিবানিশি হৃদয়ে পায় তব প্রেমের তৃষে।

তাইতো তব বানীতে খুজি জীবনের দিশে,

তোমায় পাব কি জান্নাতুল ফেরদাউসে?

যমদূত যখন টেনে প্রাণটা নিবে ছিড়ে,

তুমি পাশে থেকো মরণ প্রেমের ভিড়ে,

পালকি দুলায়ে দুলায়ে নিবে স্থায়ী নিড়ে,

জান্নাতী তরীতে তুলে নিও ওপারের তীরে।।

পারভীণ সুলতানা

১/১২/২০১৬

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380368
০২ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:৫৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File