আপনি আমার জীবনে উপরে উঠার সিঁড়ির রিলিং
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৩ অক্টোবর, ২০১৬, ১১:৩৩:১৪ সকাল
সত্যিই অসাধারন।
আমরা সবাই একই আত্তার বৃন্তে ফোটা একটা গোলাপের সকল পাপড়ি।
২০০৯ সালে ইসলামী দাওয়াতি কাজের উত্তম মাধ্যম মনে করে এই নেট জগতে প্রবেশ করি।আমার লিখা/স্ট্যেটাস নিয়ে নানান সমালোচনা ঝড় ঝাপটা ছড়াই উৎরায়ে আল্লাহর দ্বীনি দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত রাখি। দোল দোল স্বপ্নিল মনটা দৃঢ় ভাবে অনেক সময় রাখতে পারি আবার অনেক সময় ধরাশায়ী হয়ে যায়। তখন মনে হয় ভুল ,সবই কি আমার ভুল ,আমি শুধুই ভুল করে যাচ্ছি?যার যা মন চায় সব করার অধিকার ফেবু দিয়েছে ।কিন্তু আমি কেন নিজেকে নিয়ে লিখি, কেন সামাজিকতা নিয়ে লিখি , কেন অনলাইনে থাকি ,কেন রাত জাগি ,কেন এটাতে লাইক দিলাম, ওটাতে কেন এই কমেন্টস করলাম ইত্যাদি ইত্যাদি কেন কেন আর কেন
আমি জানি না প্রশান্ত মহাসাগরের অতলে কি কি রহস্য লুকানো আছে।তেমনি আমি বিশ্ব ব্যাপী এই ইন্টারনেট জগতের গভীর থেকে গভীরের ক্ষুদ্রতম রহস্য জানি না।আপনজন আত্নীয় স্বজন প্রিয়জন চেনা অচেনা অনেক মুমিন মুমেনার এক বিশ্বমিলন মেলা মনে হয়।যাদের কে কাছে পাওয়া কথা বলার মাধ্যমে শিক্ষা নেওয়ার এক সুবর্ন সুযোগ মনে হয়। শিক্ষক দাদার শিক্ষা না পেলে জীবনটা শুন্যই থেকে যেত।আজকের আমি অন্ধকারের সেই আমিই থেকে যেতাম।
হাতের আঙ্গুল সব সমান না।কিন্তু আপনার স্বার্থ উদ্ধারের জন্য আপনি তা বেকাতেড়া করে হলেও মিলিয়ে জীবন চালান। নেটে আমার কারা বন্ধু আমি তা সামান্যও জানি না।তাদের কি ফেইক আইডি না আসল আইডি তাও ভাবি না।কারন নিশ্চয় উনি জন্ত জানোয়ার বা দানব নয় ।অবশ্যই কোন ভাই/বোন/ছেলে/মেয়ে হবে।হয়ত আমি তাঁর থেকে ভাল কিছু পাব না হয় ভাল কিছু দেব। তাই থাকনা আমার ফ্রেন্ড লিস্টে/ ফলোয়ার হয়ে। আমার তাদের লাইক কমেন্ডস/ বাহবা কি দরকার? আমি তো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আমার এক্টিভিটি করে যাব।তাতে ভাল/মন্দ সমালোচনা থাকতেই পারে। তাতে আমি হারিয়ে যাব না ইনশাল্লাহ।
আমি আল্লাহর পাপী বান্দি।আমার উপর মালিকের সিসি ক্যমরা পিট করা।তাই আমি ২-৫জন ছাড়া অন্য কারো সাথে ফেতনায় জড়ানোড় ভয়ে চ্যাট/মেসেজের জবাব দেই না।আমি অনলাইনে সব সময় থাকলে উকিলের সংসারে এতো দিন ঠিকতাম না। পিসি/ল্যাবটব/মোবাইল ওয়াইফাই তাই অন করাই থাকে। কারন আমি বার বার লগ ইন/লগ আউট হই না।আর আমি আমার অভিজ্ঞতা রেখে যেতে চাই।তাই আপনার ভাল লাগতেও পারে আবার নাও লাগতে পারে।সেই অজ্ঞতার জন্য আমি ক্ষমাপার্থী।
আমি বলব,দয়া করে এই সামাজিক মিলন মেলাকে আপনারা কাদা ছিটাছিটি করে নোংরা করবেন না।এখানে আপনারা সবাই সন্মানিত ও উচ্চশিক্ষিত জ্ঞানী গুনী।ইসলামী মন/চিন্তা/চেতনায় বিশ্বাসীরা ইসলামের জন্য নিজেদের মাঝে সাম্য ঐক্য একতা গড়ে তুলুন।
ইসলাম শান্তি সহনশিল ও নম্রতা ভদ্রতা শিক্ষা দেয়।আর আপনি কোন ধরনের সভ্যতা ও সংস্কৃতির ধারক বাহক তা বহন করে আপনার এক্টিভিটিতে।গনতান্ত্রিক মননশীলদের জন্য এই জগত খুব সুন্দর । কারন আপনি আমার জীবনে উপরে উঠার সিঁড়ির রিলিং।না হলে আমি শয়তানের থাক্কার ভয়ে নিরাপত্তা হীনতায় ভুগতাম।তাই আমরা সকলেই থাকব সকলের তরে ,প্রত্যেকেই বাচব পরের তরে। যেমন গাভীর দুধ গাভী নাহি খায় ,দিয়ে দেয় আপনার তরে। কে কোথায় ছিলাম ? সত্যিই অসাধারন। এখন মনে হচ্ছে , আমরা সবাই একই আত্তার বৃন্তে ফোটা একটা গোলাপের সকল পাপড়ি।
আল্লাহ আমাদের সাহায্য করুন ও সকল ক্ষেত্রে সবর দান করুন।
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, দোয়া করি, জাযাকিল্লাহ..
যথার্থ বলেছেন, সহমত, আমিও তাই করি!
এক্সচেললেনট
মন্তব্য করতে লগইন করুন