"আম্মা ,আপনে কি কি জানি মুহে দেন? হের লাইগা কিনুম?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১০:০৬ রাত

"আম্মা ,আপনে কি কি জানি মুহে দেন?

হের লাইগা কিনুম?"নজরুলের উক্ত



এটা আমার কাছে ৫ বছর বয়স থেকে লালিত পালিত আমার ম্যানাজার নজরুলের পেরেশান হওয়া প্রশ্ন। এই বার ঈদে ১৫ বছরের নজরুল দেশে গিয়ে হেরে পায়। নাম স্বাক্ষর করা শিখানো নজরুলের হে হল লিপি নামের ক্লাস সেভেনে পড়া মেয়ে। লিপি কে রেখে আসতে বার বার জিজ্ঞাসা করেছে কি লাগবে ? ফোন দিয়ে মনে রাখতে আর সুন্দর হবার কসমেটিক আনতে বলেছে। নজরুলের মনের কথা আমার সাথে বলার সুযোগ থাকাতে লিপির কথা গুলো নজরুল আমার সাথে বলে । লিপির কে বিয়ে করার আগে নজরুল কিছু শর্ত দেন ।তা মানতে পারলে নজরুল বিয়ে করবে।

আমি অনেক কষ্টে নাম স্বাক্ষর করানো শিক্ষিত নজরুলের দেওয়া শর্তগুলো শুনে অবাক হলাম।যা অনেক উচ্চ শিক্ষিত নজরুলরাও ভাবতে পারে না।

১। সরকারের দেওয়া বয়স সীমারেখা পর্যন্ত পড়া চালিয়ে যেতে পারবে।যদি বোরকা পরে পর্দা করার মাঝে স্কুলে যায়।

২।আর অন্য কোণ ছেলেদের সাথে কথা বলা /পস্টিনস্টি করা চলবে না।চুপচাপ অপেক্ষা করতে হবে নজরুল নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত।

৩।পড়া লিখার সাথে সাথে রান্না , সেলাই ,আদব কায়দা শিখতে হবে।

৪। বিয়ের পরে ৫ বছর শ্বশুড় শ্বশুড়ির পাশে থেকে সেবাযত্ন করবে।

৫।স্বামী যা আয় করবে তাঁর মাঝেই হিসাব মত চলতে হবে।অতিরিক্ত বায়না ধরা যাবে না।কথায় কথায় ঝগড়া করা যাবে না । বাবার বাড়ির অহংকার করে স্বামীকে হেয় করা যাবে না । সুখে দুঃখে ভালবাসা একই মানের থাকতে হবে।

আমি অবাক হলাম আজকাল বিয়ের আগে এই পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েরা কিভাবে এতো দূর চিন্তা ভাবনা করে । আর বিয়ের আগেই মেয়ের পিছনে খরচ করে ফতুর হওয়া শুরু করে।ছেলেদের বোকামী মেয়েরা বুঝে ফেলে ।তাই নজরুল আমাকে জিজ্ঞাসা করে "আম্মা ,আপনে কি কি জানি মুহে দেন? হের লাইগা কিনুম?"আমি এই কিছুই মুখে জীবনে দেই নি আর কোনটা কোথায় কিভাবে দেয় তাও জানি না ।

এই সব অশ্লীল মিডিয়ার ফলাফল।এই ভাবে দেশ ও দশের ক্ষতি হবে । আল্লাহ আমাদের রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378105
৩০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৬:৫২
মনসুর আহামেদ লিখেছেন :
378108
৩০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:২৬
মাটিরলাঠি লিখেছেন : বিয়ের পরে ৫ বছর শ্বশুড় শ্বশুড়ির পাশে থেকে সেবাযত্ন করবে। কেন?
378112
৩০ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৩০
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসসালামু আলাইকুম।

কেমন আছেন আপা?

পোস্টের জন্য ধন্যবাদ।
378124
৩০ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই প্রভাব সেই গ্রামের কিশোরি তেকে শহরের ধনি কন্যা সবার উপরই।
378219
০৩ অক্টোবর ২০১৬ দুপুর ০১:১০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম। দাদী কেমন আছেন?

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ জানবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File