কবে আমি খুকি ছিলাম?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ আগস্ট, ২০১৬, ০৯:২৩:৫১ রাত
কবে আমি খুকি ছিলাম?
পারভীন সুলতানা
১৫/৮/২০১৬
খুকিরা,আজ তোমরা এ বয়সে খেলছ কত খেলা,
আমাকে সেই বয়সে বিয়েতে বসায়ে করল অবহেলা।
তোমরা এখন মিছেমিছি রান্নাবান্না নিয়ে কর কত খেলা,
সেই সময় সত্যিকারের রান্নার ধুঁয়ায় কেঁদেছি কত বেলা।।
তোমরা সখীদের নিয়ে মনের আনন্দে দাও পুতুলের বিয়ে,
আমি তখন কত যে ব্যস্ত যৌথ সংসার ,স্বামী -সন্তান নিয়ে।
তোমরা যখন হাসো খেলো বাবা মায়ের কোলে শুয়ে শুয়ে,
আমি তখন বাবা মার আদর ভালবাসা হারায়ে কাঁদি লুকায়ে।।
তোমরা যেই বয়সে কাশবনে সাথীরা খেল লুকোচুরি খেলা,
আমি,মা সে বয়সে সন্তান নিয়ে খেলতাম লুকোচুরি খেলা।
তোমরা বিদ্যালয় থেকে এসে খাও গরম গরম মজার খাবার,
আমি ভোর থেকে রান্না করে মা ছেলে এসে করতাম আহার।।
আজ তোমাদের মেধা প্রজ্ঞা দেখে শিক্ষক ডাকে মেধাবী
আমার শিক্ষক কেঁদেছিল,ইস মেয়েটি হতে পারতো মেধাবী।
তোমরা যে বয়সে করছো তোমাদের নানান প্রতিভা বিকশিত
আমার প্র্তিভারা আর কিছুই করলো না আমি আজ শায়িত।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তখন বাবা মার আদর ভালবাসা হারায়ে কাঁদি লুকায়ে। অনেক ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন