তোমারেই আমি পেয়েছি হৃদয়পাতে
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৮ জুলাই, ২০১৬, ১১:৪১:০৩ রাত
তোমারেই আমি পেয়েছি হৃদয়পাতে
পারভীন সুলতানা
১৮/৭/২০১৬
তোমাকেই আমি জেনেছি
প্রভু তোমারেই আমি চিনেছি
ওগো প্রেমময় রহমান
তুমি থাকো তব সৃষ্টির মাঝে
ওগো দয়ালুদের দয়াবান ।।
তোমারেই আমি কাছে চেয়েছি শেষরাতে
তোমারেই অনুভবে দেখেছি সুপ্রভাতে
তোমারেই আমি পেয়েছি হৃদয়পাতে
ওগো মোর অন্তরের অন্তরযামী।।
আকাশে বাতাসে পাতিয়া কান
দ্যুলোক-ভ্যুলোক সর্বত্র শুনেছি
তব পবিত্রতম প্রশংসার গান
তাইতো তোমারেই সঁপেছি প্রান।।
যৌবন ভ্রমে হারানো শেষে
হায় বার্ধক্যে এসেছি অবশেষে
প্রভু!মোরে ঠাই দাও তব পাশে
সুন্দর ভুবন ছেড়ে যাব নিরুদ্দেশে।।
দু’জাহানে আর যদি কিছু নাহি পাই
পরজনমে আমি শুধু তোমারেই চাই
তব ক্ষমা আমি যেন পেয়ে যাই
এই জনমে মোর আপন বলে কেহ নাই
তুমি আছো মোর মাঝে তাই দুঃখ নাই।।
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন