মোর হিয়া কাঁপে থর থর
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ জুন, ২০১৬, ০৮:০২:৫৮ সকাল
মোর হিয়া কাঁপে থর থর
পারভীন সুলতানা
২৩/৬/২০১৬
জীবন চলার আঁকে বাঁকে
মরন বার বার পিছু ডাকে।
কি নিয়ে যাব মাটির ফাঁকে?
পরকাল নয়ন জলে ছবি আঁকে।।
আমার হত না হিসাব নিকাশ
আমি যদি হতাম পাখি/গাছপালা
আমার মন হত না নিরাশ
ভারি হত যদি নেকের পাল্লা।।
ঈমানের শক্তি দাও নেকআমলের
সুস্থ্যতা দাও সফলতা অর্জনের
স্বচ্ছলতা দাও খাদিজার মত দানের
স্বচরিত্রতা দাও মুত্তাকিন হবার তরে।।
প্রভু ,তব ভয়ে মোর হিয়া কাঁপে থর থর
প্রভু গুনাগারের সকল পাপ ক্ষমা কর,
তব ক্ষমতার ভয়ে এই ধরা কাঁপে থর থর
দূর্বল চরনে পিছে পড়লে প্রভু রহম দিয়ে ধরো।।
এই ভুবনে চাইনা গাড়িবাড়ি মনিমুত্তার জান্নাত
য়ামি চাই প্রভু শুধুই রহমত মাগফিরাত নাজাত
দিবারাত ক্ষমা পেয়ে কত গুনাগার হচ্ছে জান্নাতী
ক্ষমা করতে ভালবাস তাই ক্ষমা করে কর নাজাতী।।
বিষয়: বিবিধ
১৬৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন