মোর হিয়া কাঁপে থর থর

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ জুন, ২০১৬, ০৮:০২:৫৮ সকাল

মোর হিয়া কাঁপে থর থর

পারভীন সুলতানা

২৩/৬/২০১৬



জীবন চলার আঁকে বাঁকে

মরন বার বার পিছু ডাকে।

কি নিয়ে যাব মাটির ফাঁকে?

পরকাল নয়ন জলে ছবি আঁকে।।

আমার হত না হিসাব নিকাশ

আমি যদি হতাম পাখি/গাছপালা

আমার মন হত না নিরাশ

ভারি হত যদি নেকের পাল্লা।।

ঈমানের শক্তি দাও নেকআমলের

সুস্থ্যতা দাও সফলতা অর্জনের

স্বচ্ছলতা দাও খাদিজার মত দানের

স্বচরিত্রতা দাও মুত্তাকিন হবার তরে।।

প্রভু ,তব ভয়ে মোর হিয়া কাঁপে থর থর

প্রভু গুনাগারের সকল পাপ ক্ষমা কর,

তব ক্ষমতার ভয়ে এই ধরা কাঁপে থর থর

দূর্বল চরনে পিছে পড়লে প্রভু রহম দিয়ে ধরো।।

এই ভুবনে চাইনা গাড়িবাড়ি মনিমুত্তার জান্নাত

য়ামি চাই প্রভু শুধুই রহমত মাগফিরাত নাজাত

দিবারাত ক্ষমা পেয়ে কত গুনাগার হচ্ছে জান্নাতী

ক্ষমা করতে ভালবাস তাই ক্ষমা করে কর নাজাতী।।

বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372906
২৩ জুন ২০১৬ সকাল ১১:০৩
নাবিক লিখেছেন :
আমি যদি হতাম পাখি/গাছপালা
আমার মন হত না নিরাশ
হুমমম, আমিও মাঝে মাঝে ভাবি, যদি পাখি গাছপালা হতাম তবে কতই না ভালো হতো। কবিতা ভালো লাগলো।। Rose
372915
২৩ জুন ২০১৬ দুপুর ১২:২৪
দ্য স্লেভ লিখেছেন : মাশাআল্লাহ দারুন। আচ্ছা হিয়া মানে কি?
২৪ জুন ২০১৬ সকাল ০৭:৪২
309680
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।মুন্না, হিয়া মানে হৃদপিন্ড/হৃদয়
২৫ জুন ২০১৬ সকাল ১০:৪৫
309721
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হিয়ার অর্থ জানেন না! পুঁটির মা জানলে খবর আছে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ জুন ২০১৬ সকাল ০৭:২০
309781
সত্যলিখন লিখেছেন : পুটির মার হিয়া জয় করেও হিয়া চিনেন না ।আমার অবস্থ্যা এমন হয়েছিল । ঢাকা ইউনিভার্সিটির দীর্ঘ ৫/৬ শেষ করে রেজাল্টের দিন সব ক্লাসমিটরা মিলে অপরাজয় বাংলার পাশে দাঁড়ায়ে একটা ছবি তুলবে । আমি সাথে সাথে না করে বললাম , না এতো দূরে গিয়ে ছবি তুললে আমার স্বামীর আমার উপর বিশ্বাস নষ্ট হয়ে যাবে ।আমি যাব না" তখন কিন্তু আমরা কলা ভবনের সামনের বটতলার নীচে দাঁড়ানো। আমার সাথের লাভলী বলল, ভাবী তুমি ওতো দূরে যেতে হবে না ।তুমি চল দুই পা ফেলে এই তিনটা মুর্তির সামনে দাঁড়ায়ে ছবিটা তুলে নি।আর এই টাই অপরাজয় বাংলা।"Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ জুন ২০১৬ সকাল ০৮:২৭
309782
দ্য স্লেভ লিখেছেন : পুটির মায়ের হিয়া নেই
372928
২৩ জুন ২০১৬ দুপুর ০৩:৫৭
373066
২৫ জুন ২০১৬ সকাল ১০:৪৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File