আদর্শবান মায়ের মেয়েরাই আদর্শ স্ত্রীরূপ ধারন করতে পারে
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৮ মে, ২০১৬, ০৯:১৬:২০ রাত
আদর্শবান মায়ের মেয়েরাই আদর্শ স্ত্রীরূপ ধারন করতে পারে।
বাবার রাজকন্যা আর মায়ের আদরের দুলালীদের সব চাহিদামাত্র পূর্ণতা প্রদান করে। কিন্তু এমন এক চাহিদা নয় আমি বলব শুন্যতা অপুণ্যতা পুরন করার জন্য রাজকুমারী কেও রাজা বিয়ের মাধ্যমে পরের হাতে রাজকন্যাকে দান করে। যার ফলে আদম আ; জান্নাত পেয়ে জীবন সঙিনী চেয়ে সেই জান্নাতি সুখের পুর্নতা আনেন।
সত্যিই সুন্দর সুখি দাম্পত্যজীবন কি যে জান্নাতি সুখ তা হাড়ে হাড়ে টের যখন চোখের আড়ালকারী হয় স্বামীজান। কিন্তু আমি অভাক হয়ে যাই কিছু বাউকুল দাম্পত্যজীবন দেখে। পশুপাখির দাম্পত্যজীবন আরো মধুময় হয়। নতুন নতুন দিন চারেক আহামরি আকাশ ছোঁয়া ভালবাসা। এর পর না তিতা না মিটা। শেষ পরিনতি চোষা আমের আটি।
কাল অসুস্থতা নিয়েই আলহামদুলিল্লাহ প্রবাসী ডক্টরেট করা ডাক্তার মায়ের(বড় বউ) বাসায় ছিলাম। প্রবাসিনী মায়ের এক মাত্র দুলালী ও প্রবাসী প্রফেসর বাবার সহৃদয় রাজকন্যা কে বিয়ের আগে কোন চুলা জ্বালান শিখান নাই। কিন্তু বিয়ের সময় মা এর কড়া হুকুম রান্নাবাড়া তোমার শ্বাশুড়ী থেকে পাশে থেকে শিখে নিবে। বিয়ের তৃতীয় দিনে রান্নাবান্নায় আমার সাথে কেন ছিল না। তার জন্য মেয়ে কে কি গরম।আমি বেয়াইন কে বললাম,"মা তো গিয়েছিল।আমি তো আমার ছেলেকে সময় দিয়ে সুখি কর,তাতেই আমি তোমার উপর খুশি।' তাতে কি মায়ের দায়িত্ব পালন হল না।"
কাল দেখি মায়ের আদেশে আমার মা মাসাল্লাহ রান্না অনেক বড় অভিজ্ঞতা সম্পন্ন রান্নাশিল্পী। আমার স্বপ্ন ছিল আমি তো অযোগ্যতা সম্পন্ন এমনকি রান্নাও জানি না ।কিন্তু আমার উচ্চ শিক্ষিতা মায়েরা( ছেলেদের বউরা )হবে অনেক ভাল রাধুনী। সত্যি আমার মা কি মজাদার অনেক আইটেম করল। ভোজন রসিকতাপূর্ণ শ্বশুর তৃপ্তিকর ডেকুর গিল্লেন।আলহামদুলিল্লাহ।আল্লাহ আমার স্বপ্ন বাস্তবায়ন করলেন।আলহামদুলিল্লাহ।
মা কে বলি, মা তোমাকে এত ক্লান্ত লাগছে কেন। ছেলে বলে, আম্মু আপনাদের জন্য সারা রাত জেগে একা একা সব রান্না করেছে। আমি না করেছি। আরো আমাকে শুনায়ে দিল,আমার শ্বশুরালয় এর জন্য মেহমানদারি আমার মন পুত পছন্দ মত রান্না করতে দাও। মা উত্তম রান্নাবান্না শুধু নয় উত্তম আচরনে আমাদের হৃদয় শীতল করে দিল।পরে বেহাই বেহাইন এর সাথে কথা বলে ভাবলাম আমার মা বহু জ্ঞানীগুণী গিন্নী হয়েছে মায়ের গুনে। মা শ্বশুরালয় কে যে সন্মান ও ভালবাসা দিতে শিখেছে তা আমার বেহাই বেহাইনের আদর্শ শিক্ষার কপিপেস্ট। মা আদর্শবান হলে তার ফটোকপি হয় তার স্বামীভক্ত সংসারী মেয়ে।আমি আমার মাদের সেবা চাই না।সেবা করতে চাই।কারন সে আমার ছেলেকে জান্নাতি সুখ দিচ্ছে। তাতেই আমি সুখি। তা আমার জন্য ফরজ নয়।আমার ছেলে সেবা আমার জন্য ফরজ।যা না করলে তারা আল্লাহর কাছে জবাবদিহি হবে।
আমার বেহাইন অনেক গুণাবলীসম্পন্ন গুণবতী আদর্শ মা।যা একজন মায়ের থাকলে তার মেয়ে অনায়াসে স্বামীর সংসারে সুখি হতে পারে।
# মেয়ে স্বামীর যখন যেমন অবস্থ্যা থাকবে তার সাথে খাপ খেয়ে চলবে।# বাবার বাড়ির কোন অহংকার স্বামীর বাড়িতে দেখাবে না। # শ্বশুড়-শ্বাশুড়িকে সব সময় সন্মান ভালবাসা দিবে। # স্বামী ও শ্বশুরালয়ের কোন বদলাম বাবার বাড়িতে করা যাবে না। # স্বামীর সংসার কে কিভাবে সুন্দর করে চালাবে তা বের করে নিবে। ঈদে আনন্দ করবে শ্বশুরালয় কে নিয়ে।# মেয়েকে সুপরামর্শ দিবেন। যাতে শ্বশুরালয়ে মেয়ের মর্যাদাবান হয়।আরো মায়ের জামাইকে নিজের মেয়ের থেকেও বেশি আদর মমতাময়ী কল্যাণী ও মাতৃস্নেহময় ভালবাসা দিয়ে সন্মান করেন। যা দেখে আমার মনে হয় আমি মারা গেলেও আল্লাহ এই ভালবাসা আমার ছেলের জন্য সারা জীবন রাখলে সে আমার শুন্যতা কষ্টকর হবে না।ইনশাল্লাহ।
ছেলের মা বাবাকে এত সন্মান দিয়ে মেয়ের আপনজনদের কাছে তুলে রেখেছেন। আমার কাছে মনে আমার বড় ভাই বোন উনারা বেহাই বেহাইন না।আমার অসুখে মেয়েকে আমার পাশে পাঠায়ে দিয়েছন। তার সাথে প্রবাস থেকে হাজার কাজের মাঝেও খবর রেখেছেন।
বাংলার প্রতিটি ঘরে এমন আদর্শবান মেয়ের পক্ষের অভিভাবক থাকলে। তাদের মেয়েরা স্বামীগৃহ আলোকিত করে রাখত। মেয়েও মা বাবার আদর্শগত দিক গুলো এমন ভাবে তুলে রাখে তাতে মা বাবার পরিচয় আর কেউ জিজ্ঞাসা করতে হয় না। আমার সব সময় মনে হয় আমার ছেলেরা জান্নাতি মেহমান মাদের উপযুক্ত নয়। তাই সব সময় স্ত্রীর প্রতি উত্তম আচরনের আদেশ দিতেই থাকি। আমার মেয়ে শুন্য সাহারা মরুভূমি মাদের জন্য মরুউদ্যান। আমার মাদের কে ও তাদের জান্নাতী মা বাবা কে নেকহায়াত ও জান্নাতি সুখ দান করুন।
বিষয়: বিবিধ
২৪০১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিরোনামেই তো সব বলে ফেলেছেন!
তবুও পূরোটা পড়লাম!!
মন্তব্য করতে লগইন করুন