পেয়েছি এক গুচ্ছ জান্নাতী ফুল
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১১ এপ্রিল, ২০১৬, ০৪:১০:৫৬ বিকাল
পেয়েছি এক গুচ্ছ জান্নাতী ফুল
পারভীন সুলতানা
১১/৪/২০১৬
আমি যে মা হারা ও মেয়ে শুন্য সাহারা মরু হৃদয় ,
তাই তোমাদের মামনি ডেকে ভিজাই তৃষ্ণার্থ হৃদয়।
আমি প্রান উজাড় করা ভালবাসা দিয়ে ডাকব মামনি।
তোমরা ডাকবে অজ্ঞতায় পরিপূর্ন একটা খালামনি।
তোমাদের পেয়ে পেয়েছি এক গুচ্ছ জান্নাতী ফুল,
তাও যদি আমি করে ফেলি অজ্ঞতায় কোন ভুল।
ক্ষমা করে দিও এই ভেবে ,এটা নিশ্চয় কোন ফুল।
না হলে প্রভু আমায় দিবে পরকালে ভুলের মাশুল।
তোমাদের মত যোগ্য মামনিদের আছে কদর
চালাও দ্বীন কায়েমের চেষ্টা প্রভু করবে সমাদর।
আমরা জন্মিতে নাম লিখেছি মরনের খাতায়,
প্রভু খুশি হয়ে মোদের নাম লিখো শহিদীপাতায়।।
আসুক না পাহাড় সম বাঁধার প্রাচীর
আমাকে রেখো প্রভু সামনের সারির।
তাগুতের শক্তি দেখে পিছপা না হয় মন
কাফেরের মোকাবিলায় রেখো সন্মান।
ঈমানের জযবা দাও সুমাইয়ার মতন,
তাকওয়ার পূর্নতা দাও খাদিজার সমান,
রাসুলের প্রতি প্রেমদাও জয়নবের মতন,
কোরানসুন্নাহর জ্ঞান দাও আয়েশার সমান।।
বিষয়: বিবিধ
১৫৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন