মায়ের প্রথম অনুভূতি

লিখেছেন লিখেছেন সত্যলিখন ৩১ মার্চ, ২০১৬, ১১:৩৬:৩২ সকাল

২৯/৩/২০১৬

তুমি কিশোরী মায়ের প্রথম অনুভূতি,

খেলাবয়সে হবুমায়ের কিযে আনন্দতৃপ্তি।

যৌথসংসারের হাজার কাজের মাঝে

মায়ের মনে কিযে খুশির সানাই বাজে।।

দশমাস দশদিনের কথা আজ নাই বলি,

সাতদিনের প্রসবযন্ত্রনা তোকে দেখে ভুলি।

ধার্মিক নারী স্বপ্নে দিল তোর নাম হাবীব,

ভাঙ্গাগড়া জীবনে মায়ের তুমিই হলে হাবীব।।

জীবনে শীত তাপ ঝড়ঝাপটা মা গেলাম সয়ে,

মা দু’জাহানের জান্নাতী স্বপন দেখি তোদের লয়ে।

তোদের বুকে নিয়ে সাঁতারালাম বহু জীবন সিন্ধু,

নেক্কারদের মা হিসাবে হাশরে ডাক দিবেন প্রভুবন্ধু।।

অন্ধকার গর্ভকোষ থেকে পৃথিবী দেখেই কেঁদেছ তুমি,

কোলে নিয়ে বুকচেপে শালদুধে সেই কান্না থামাই আমি।

কোরআন সুন্নাহ মতে আলোকিত জীবন গড়বে বাবা তুমি।

অন্ধকারে আলো ছড়ালে পৃথিবী জুড়ে হবেই তোমার সুনাম।

সন্তানের সফলতায় স্বার্থক হবে মায়ের দেহ শ্রমে ঝরা ঘাম,

সদগায়ে জারিয়া দিয়ে মায়ের কবর করবে নয়নাভিরাম।।

(বড় ছেলের জন্য মায়ের উপহার)

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364244
৩১ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩২
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
364286
৩১ মার্চ ২০১৬ রাত ১০:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ِআমীন, ছুম্মা আমীন
364312
০১ এপ্রিল ২০১৬ রাত ০৪:০৪
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সত্যলিখন সত্যিই সত্য কথা বলেছেন । আল্লাহ আপনাকে ভালো রাখুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File