তনুর জন্য ভালোবাসা

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ মার্চ, ২০১৬, ১২:২৪:২৬ রাত



তনু ছিল বাবা মায়ের শতও আদরের মেয়ে

সে তো বড় হচ্ছিল সকলের ভালবাসা নিয়ে।

তারও তো দু'চোখ অনেক স্বপ্ন ঘেরা ছিল

অভাবের সংসারেও পড়া লিখা শিখতে চেয়েছিল।।

বাবা মায়ের লতানো আদরে ছিল তনু জীবন

সেনানিবাসের চার দেওয়ালে কাটত তার জীবন।

কখন তনু লতা হলোি এতো সবার বোঝা হয়ে

পর্দানশীল তনুমনি জীবন দিল সব অপমান সয়ে।।

ইসলামী শিক্ষা হিজাজ মেয়েদের মুক্তি দিল মুক্তি ।

মেয়েদের ধর্ষনের সেঞ্চুরীতে সোনার ছেলের মুক্তি।

মতিঝিল মডেলে ছাত্রী শিক্ষিকার হিজাব খুলে নিল,

হিজাব পরে তনুমনি্কে রক্ষকে্রা ভক্ষন করে নিল।।

তনু ছিল বাবামায়ের আগামীর খুশি আর আশা

দুই ভাইয়ের বোনের উপর ছিল সাধ আর অভিলাষা

আর কোন মেয়েদের প্রতিভা অংকুরে দিওনা মিশিয়ে,

ভয় না দেখায়ে সব তনুদের নিয়ে যাও এগিয়ে

তনু লাল বেনারশি গায়ে না জড়িয়ে

অভিমানে হারান জীবনে গেলে হা্রিয়ে

কি অপরাধে তনু কে আলতা লাগালে

আমাদের দুই চোখে জল পড়ে গালে

মা কে দেওয়া শর্ত তুমি ভুলেই গেলে

নতুন জামাটা আনিস মা,কেন বলে গেলে

জাতির সব স্বপ্ন মাড়িয়ে চলে গেলে

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363453
২৪ মার্চ ২০১৬ রাত ০৩:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
363463
২৪ মার্চ ২০১৬ সকাল ০৬:০৪
শেখের পোলা লিখেছেন : তনু তোঃমার কাছে আমরা লজ্জিত৷ আমাদের মাফ করো৷ অভয়ারণ্য না হলেও যে টুকু নিরাপত্তা ছিল তাও আমরা ধরে রাখতে পারিনি৷ এমনই অপদার্থ আমরা৷
363472
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File