আমার দিশেহারা এই মন

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৩ মার্চ, ২০১৬, ১২:৩৩:৪২ রাত

আমার দিশেহারা এই মন

পারভীন সুলতানা

৩/৩/২০১৬

হে প্রভু! আমার দিশেহারা এই মন

ক্ষনে ক্ষনে তব রহম খুজে সারাক্ষন,

আঁকাবাঁকা পথে একা একা কত চলি,

তোমার সনে একা একা কত কথা বলি ।।

কাউ কে শুনাই না মনের গোপন কথা

তোমার সাথে শেয়ার করি সকল ব্যাথা।

জীবনে আসছে আসুক যত কালবৈশাখী,

তব নামে জিকির করে চেয়ে চেয়ে দেখি।।

তোমার দ্বীন কায়েমে তাগুতের বাধা আসে কত শত,

কলেমার পতাকা তোলার শক্তি দাও সাহাবাদের মতো ।

নাস্তিকের পাহাড়সম শক্তি থাকে তোমার রহমতের নীচে ,

সব মুনাফিকের স্থান হবে জানি আখিরাতে জাহান্নামের নীচে।।

ঝাকঝমক এই দুনিয়া ছেড়ে চলে যাব খালি হস্তে তাতো জানি,

তোমার রহম ছাড়া পার পাবনা এই গুনাগারবান্দি তা মানি।।

এমন ঈমান আমোল এলেম দিও যেন জান্নাত টা সাজাতে পারি,

তব দীদার না পেলে,কেমনে দেব হাশর মিজান পুলসিরাত পাড়ি।

ভরসার ভেলা ভাসালাম গাফুরুর রহিম নামের মহৎ দরিয়াতে ,

হে প্রভু! খালাস করে দিও সেইদিন তোমার বিচারের কাঠগড়াতে।।

বিষয়: বিবিধ

১৪৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361190
০৩ মার্চ ২০১৬ রাত ০৪:১২
শেখের পোলা লিখেছেন : ভরসার ভেলা ভাসালাম গাফুরুর রহিম নামের মহৎ দরিয়াতে ,

হে প্রভু! খালাস করে দিও সেইদিন তোমার বিচারের কাঠগড়াতে।।
আসসালামু আলায়কুম৷ আপনার সাথে ভেলায় আমিও শামিল হলাম৷ আমিন৷
361224
০৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:০৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগলো।
361286
০৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File