সত্যের কলমের খোঁচা বুলেটের আঘাতের চেয়েও মারাত্নক।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৫০:২৮ সন্ধ্যা
সত্যের কলমের খোঁচা বুলেটের আঘাতের চেয়েও মারাত্নক।
আমি সমাজের সত্য চিত্র তুলে ধরে /প্রতিকুল অবস্থ্যায় সংগ্রাম করা মানুষের জীবন /নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা লিখার মাধ্যমে সমাজের অন্যদের মাঝে আমি তুলে ধরি।আমার একটাই উদ্দ্যেশ্য একই ভুলের মাশুল আর কাউকে যেন দিতে না হয়।আমার লিখার মাধ্যমে সমাজের একটু খানি যেন পরিবর্তন /পরিবর্ধন আসে।
আমরা সৃষ্টিকর্তার সেরাজাতি মানুষ ।শয়তান/নফস আমাদের ভুল পথে নিলে আমরা যেন জ্ঞানের মাধ্যমে ইউটার্ন করে সঠিক পথে দৃঢ় পদে দাঁড়াতে পারি।দুঃখ ব্যাথা বেদনার মাঝেও বিচলিত নাহয়ে মুত্তাকিনের মত সব সামলে নিয়ে লক্ষস্থল জান্নাতুল ফেরদাউসে যেতে পারি।আল্লাহ যখন যেভাবে রাখেন, যা নিয়ামত আমাকে দিয়েছেন , তা কম হোক আর বেশী হোক তাতেই সবর করে আমি যেন খুশি মনে চলতে পারি।
আমার সত্যের কলম ইনশাল্লাহ হতাশা নিরাশা অন্ধকারে শেষে এক সত্যোজ্জল সোনালী ঊষা দ্রুত উদিত করবে।বাতিলের অন্ধকারাচ্ছন্ন কুটির গুলোতে আলোর জোনাকীরা আলোর মোশাল হাতে দল বেধে যাবে আলোর প্রভা সৃষ্টি করতে।
বাতিলের পাল্লায় পড়ে জীবনের সুখ না খুজে সত্য কায়েমে সুখের সন্ধান করব।শাহাদাতের তামান্নায় জান্নাতের সুখ খুজব, তফসির দানায় জান্নাত কিছুই নেই।
দ্বীণ কায়েমের পথ আমাকেই তৈরী করে নিতে হবে,অন্যরা হয়ত আল্লাহর হুকুমে মুসা আঃ জন্য তৈরী নীল নদের রাস্তার মত সেই পথের পথিক হবে, সেই পথ আমাকেই হেটে যেতে হবে।কারন সেই পথের শেষ মঞ্জিলে জান্নাতের ঠিকানা ।
আমার সন্মানিত ও প্রানপ্রিয় শিক্ষক দাদা বলেছেন , "তুই আজীবন লিখে যাবি । কখন কলম থামাবি না ।তোর লেখাই একদিন ইতিহাস হয়ে থাকবে । তাতেই সমাজের কল্যান হলে পাবি আখিরাতের মুক্তি "।
তাই আমি না লিখে পারি না।অসুস্থ্যতা ,ব্যস্ততা,ক্লান্ত পরিশ্রান্ত যেমনই থাকি তাতেও লিখে যাই।কারন সবার জীবনেই কষ্ট আছে, কিন্তু কেউ কেঁদে জলীয় বাস্প করে দেয়,আবার কেউ তা মৃদু হেসে বাতাসে উড়িয়ে দেয়।কারন সবার প্রকাশের ভঙ্গি এক রকম নয়।যেমন কেউ রান্না করে লাকড়িতে কেউ হিটারে কেউ গ্যাসের চুলায় কেউ পেসার কুকারে আবার কেউ মাইক্রোওভেনে।কিন্তু সবাইকেই রাধুনি বলে।সবার খাবার সেই একই রকম মজা হয়।শুধু ব্যাপার হলো সময়ের।
"সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান"।হামীম আস সেজদাহ-৩৩
আজ একজন উকিল ভাই হাইকোর্টে সাহেবের সাথে লিফটে উঠার সময় সালাম দিয়ে বললেন , "ভাবী আপনার লিখা সব সময় পড়ি,কঠিন সত্য তুলে ধরেন।যা অনেকের গায়ে খোচা মারে । তাও আপনি লিখে যাবেন "। আবার সাহেবও বললেন , তোমার লিখা পড়ে তোমাকে আমার জানা মতে কয়জনে ডিলেট ব্লক করেছে ।কি লিখ মানুষের নামে"।
তখন আমি বুঝায়ে বললাম ,শু্নেন অনলাইন জগত মানুষের সামাজিক মিলন মেলার জগত।তাই আমার লিখাও মানুষ কে নিয়ে ।তা যদি কারো সাথে মিলে যায় তা কি আমার কলমের দোষ? কঠিন সত্য কলমের খোঁচা বুলেটের আঘাতের চেয়েও মারাত্নক।কলমের কালির ক্ষমতা পারমানবিক এটোমবোমার ক্ষমতার চেয়েও তেজদীপ্তমান। শয়তান তো মানুষের সাথেই আছে।তাই সত্যের বিপক্ষে সে তো বলবেই"।
শপথ কলমের এবং লেখকরা যা লিখে চলেছে তার"আলকলমঃ১
তবে আমি মনে করি লেখালেখির জগতে যে অলিখিত মৌলিক ধ্রুবসত্যটি বিরাজমান তা হচ্ছে, লিখা হল লেখকের চোখের তীক্ষ্ণ দৃষ্টি ও মনের দর্পন।আর পাঠকের অন্তরদৃষ্টির মাইলফলক সফলতা ও তীর্ষ্ণার্ত মনের খোরাক।
আমার প্রানপ্রিয় ফেইস বুক ও ব্লগার ভাই বোন /ছেলে মেয়ে রা আমি অন্তর থেকে বিনীত ভাবে বলছি ,আমিও মানুষ,এটাই আমার পরিচয়।আর আমি ভুলের উর্ধ্বে নয়।তাই আমার কোন লিখা /এক্টিভিটির কারনে কারো মনে আমি আঘাত দিয়ে থাকলে আমি ক্ষমা পার্থি।
বিষয়: বিবিধ
২১৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন