হে প্রভু,শিলা ফেললেন, নাকি পাথরের ঢিল ছুড়লেন?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:২০:১৭ রাত
হে প্রভু,শিলা ফেললেন, নাকি পাথরের ঢিল ছুড়লেন?
প্রকৃতি দিনের বেলায় রাতের মতই অন্ধকারে চেয়ে গেল।সাথে সাথে শুরু হল ধমকা হাওয়া আর শিলা বৃষ্টি । মনে হল কিয়ামতের আলামত প্রলংকারী ধ্বংস নিলা কয়েক মুহুর্তের মধ্যেই শুরু হয়ে যাবে।যা অন্যান্য নবীদের বংশ ধ্বংস হবার হয়েছিল।
ছেলেদের বললাম, দোয়া ইউনুস, তাওবার দোয়া অন্যান্য দোয়া পড়। মাসাল্লাহ ছেলেরা অজু করে নামাজে দাড়ায়ে গেল। আলহামদুলিল্লাহ।ছোটদের থেকেও বড়দের শিখার আছে । আমি আমার জন্য শিক্ষা মনে করে তাই করলাম।কারন নামাজেই আল্লাহর সান্নিধ্য অর্জন করা ও সবর করা যায় ।
এর মাঝে বারেন্দা জানালার গ্লাসে মনে হচ্ছে কেউ পাথরের ঢিল ছুড়ছেন। দুই বারান্দায় ঢাকনু পর্যন্ত শিলাজল। পাথরের মত শক্ত শিলা ওগুলো কসপেপারের টুকর মত ভেসে আছে। ছোট দুই ছেলে আমার প্রান প্রিয় টবের গাছ গুলো লণ্ডভণ্ড হয়ে গেছে দেখে আমাকে ডাকছে।
আমি আসার আগেই তারা জমাপানি দেখে খুশিতে হাসের মত নেমে গেল। বরফ ঠান্ডা পানি তে আমাকে নামায়ে দুই টা দুষ্ট ছেলে দুই পাশের থেকে ধরে রেখে বলছে,"আম্মু একটু ভাব, আমাদের ভাইয়া দের এই বরফ পানিতে রিমান্ডে দাঁড়ায় এ রাখলে কেমন লেগেছিল। আল্লাহ মাফ করে দিন।৫ সেকেন্ড এ পা থেকে মাথা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছিল।আহারে জালিমরা কত কষ্ট দেস নিরাপোরাধি কে?
একটু পরেই এই কাল আকাশের মনের সব অমানিশা দুঃখ ঢেলে দিয়ে পরিষ্কার সুর্যনগর হয়ে গেল ঢাকা শহর। তখন ছেলেদের বললাম, মেঘ /বিপদআপদ।/দুঃখ ব্যাথায় হতাশ নিরাশ হবে না।এই সব কিছুই ক্ষনিকের জন্য যখন আসে তখন এর সাথেই আল্লাহর রহমতের সুর্য্যটা থাকে। সবরকারী হিসাবে আল্লাহ প্রত্যেকের জীবনকে আলোকচিত্রিত করে দেন। কারন মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট।
ঝড় থামার সাথে বারান্দায় তাকিয়ে দেখি তুলশী গাছটার প্লাস্টিক এর টবের ও পাতার ক্ষতি হলে সে সব ব্যাথা ঝেরে পেলে আবার দৃড় ঈমানদারের মত মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। মনে হল যেন বলছে, আসুক যত বাধাই আসুক যত ঝড়। প্রভু আমি থাকব তাও তোমারি জিকির এর উপর।আমরা তো এই রকম ঈমানের পরিচয় সাথে সাথে দিতে পারি না।
পাশেই পুদিনাপাতার গাছ ও পার্সেল পাতার গাছ মুনাফিকদের মতনিস্তেজ কাতর হয়ে গেছে। মনে হল সব হারিয়ে নিরাশার ইতি টেনে মরনের অপেক্ষায় আছে। আর বড় বড় গাছ গুলো নাকি নাস্তিকদের মত গোড়া সহ উপড়ে পড়ে জাহান্নামের লাকড়ি হতে যাচ্ছে।
আর আল্লাহর গোলামদের প্রত্যেক কিছুতেই শিক্ষা রয়েছে। এই শিক্ষা নিয়েই দুনিয়ার জীবন কে আল্লাহ ইসলামের আলোতে আলোকিত করুন এবং দুনিয়াবী ও আসমানি সকল বালামুসিবত থেকে রক্ষা করুন ।
বিষয়: বিবিধ
৪৫১০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মজা পেলাম!!!
আল্লাহতায়লা আমাদের হিফাজত করুন।
এর চেয়েও আরোও বেশি ভয়ংকর শাস্তি দেওয়া হয়।
ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টির জন্য।
মন্তব্য করতে লগইন করুন