সব কিছু ভুলে যাই

লিখেছেন লিখেছেন সত্যলিখন ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৭:৫৮ বিকাল

সব কিছু ভুলে যাই

পারভীন সুলতানা

৩০/১২/২০১৫



কান্না ব্যাথা লাঘব করি আপনজন ভেবে বলি

সেই আপনজনই বুকের মাঝে দেয় ব্যাথা গুলি

আমি জানি না তো কোথায় আমার সুখের ঠিকানা

সিরাতুল মুস্তাকিমে পথেই জান্নাতি সুখের ঠিকানা

প্রভু কবরটা করে দিও জান্নাতের ফুলের বিছানা ।।

মা জননী ছিল আমার হৃদয়ের সুখের আঙ্গিনায়

কে মুছবে মোর নয়নবারি নরম শাড়ির আচলায়

প্রভু আমাকে বানালে বাবা মা হারা কত অসহায়

তুমি আমায় টেনে নিও রহমতের ছায়ায় মমতায়

তোমার তরে প্রার্থনা মোর ক্ষমা করে দিও আমায়।।

এই নিষ্ঠুর পৃথিবী কেন আমার সাথে করে শুধু ছলনা

প্রভুর সাজানো পৃথিবীতে অহংকারে কিছুই থাকবে না

রোগে শোকে ব্যাথা তাপে নেই মনে প্রভু কোন বেদনা

সব কিছু ভুলে যাই,পরকালে তোমায় পাওয়ার কামনা

আমি প্রভু গুনাগার ক্ষমাকারী পরকালে না পাই যাতনা।।

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355762
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File