এ কি মধুর স্বপন দেখালে গো প্রভূ!
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:০৫:১৯ রাত
এ কি মধুর স্বপন দেখালে গো প্রভূ!
কি অপরূপ সুন্দর মনোহরন করা এক বাগান বাড়ি আমাকে দিলেন । আমার অনেক দ্বীনি বোনেরা বাড়ি দেখতে এসেছেন ।সাথে উনাদের ছোট বড় ছেলে মেয়েরা । বোনেরা একজন আমার বাড়ির একেক দিক সাজাচ্ছে ।আবার অনেকের হাতে অনেক ঘর সাজানো গিফট। আমার দুনিয়ার এই সাজসরঞ্জামের প্রতি আদৌ কোন আগ্রহ নেই । আমি বোনদের আপ্যায়ন ও সমাদরে ব্যাস্ত । বাড়ির সামনে বিশাল সবুজ মাঠ । বাচ্ছারা সেখানে ক্রিকেট খেলছে। সবাই ছোট ছোট বাচ্ছা ছেলে ।
তাদের মাঝে আমার দাদাভাইয়াও (নাতি ) আছেন।
হঠাত একবোন এসে বললেন , পারভীন আপা , আপনার বাড়ি দেখতে শহিদ কামারুজ্জামান ভাই এসেছে ।
চোখে পানি ধরে রাখতে পারছি না। বোরকা পরে হিজাব দিয়ে দৌড়ে সেই বাড়ির মাঠে ভাইকে দেখতে চলে গেলাম । আমি দূরে দাঁড়ায়ে আছি । আর শহিদ কামারুজ্জামান ভাই সেই রকম স্মার্ট কোর্ট-পেন্ট টাই পরেই ছোট ছোট বাচ্ছাদের সাথে কি আনন্দের সাথে ছোট ছোট বাচ্ছাদের মত করেই তাঁদের সাথে সাথে কিছুক্ষন বলিং করছে আবার ব্যাটিং করছে । কি ধপধপে চেহারা আর পোষাক ।কি প্রশান্ত নুরের আলো ভরা মুখমন্ডল নিয়ে আমার দাদাভাই উনার সাথে সেই রকম আনন্দের সাথে কথা বলছেন । আর আমি দাঁড়ায়ে ভাবছি শহিদরা যে জীবিত কোরানে বলেছেন আল্লাহ । তাঁর প্রমান বুঝি আজ আমি দেখছি ।
এর মধ্যেই জেগে আমি যেন কি মুল্যবান ধন হারায়ে ফেললাম ।সেই রকম ব্যাথা হৃদয়ে অনুভব করতে লাগলাম ।ভাবলাম আমার ভাইরা জান্নাতের কত সুন্দর আনন্দে প্রশান্ত আত্মাদের সাথে আছেন । এ কি মধুর স্বপন দেখালে গো প্রভূ!
"মুমিন পুরুষ ও মুমিন নারী, এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী। এরা ভাল কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, নামায কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে।এরা এমন লোক যাদের ওপর আল্লাহর রহমত নাযিল হবেই। অবশ্যই আল্লাহ সবার ওপর পরাক্রমশালী এবং জ্ঞানী ও বিজ্ঞ।" তাওবা ৭১
আমি আল্লাহর প্রিয় হবার জন্যই ইসলাম প্রিয় ভাইবোন/ছেলেমেয়েদের ভালবাসিঃ
হযরত মুয়াজ ইবনে জাবাল রাঃ বলেন, আমি রাসুলে করিম সাঃকে বলতে শুনেছি।আল্লাহ তালা বলেছেন,আমার ভালবাসা তাদের জন্য যারা আমার জন্য পরস্পরকে ভালবাসে।আমার জন্যঈ একত্রে বসে।আমার জন্যই যারা সমাবেত হয় এবং যারা আমার জন্যই একে অন্যের প্রয়োজনে খরচ করে।(ময়াত্তা ইমাম মালেক ৩৭৮/মিশকাত ৪২৬)
তাই তাদের কোন বিপদে আপদ বা আহত নিহত/শহিদ হওয়াতে আমাদের হৃদপিন্ড ভেঙ্গে চুরমাচুর হয়ে যায়।অনেক কষ্ট হয় এই শূন্যতা পুরন করতে।আমরা তো একটা দেহের অঙ্গের মত /সিসাটালা প্রাচীর এর মত মজবুত বন্ধনে বাঁধা হৃদয়।
আমার সকল ভালবাসা ও হদ্যতার কেন্দ্রবিন্দুতে আল্লাহ সন্তুষ্টিঃ
আবু হুরাইয়া রাঃ থেকে বর্নিত রাসুল সাঃ বলেছেন,মুমিন তো ভালবাসার কেন্দ্রবিন্দু।যে কাউকে ভালবাসা এবং যাকে কেউ ভালবাসে না তাঁর মধ্যে কোণ কল্যান নেই"
মুসনাদে আহমদ ২ঃ৪০০, মিশকাত ২ঃ৪২৫
যারা এই পবিত্র ভালবাসাকে অপবিত্র করেন আর মানুষকে অবহেলা অবমুল্যায়ন করেন ।অথবা এই ভালবাসা কে দুর্বলতা মনে করে জুলুম করেন তাদের কে আল্লাহ হেদায়াত দান করুন।
আল্লাহর জন্য ভালবাসা আল্লাহর জন্য শত্রুতা ঃ
হয়রত আবু যার গিফারী রাঃ থেকে বর্নিত- রাসুলে করিম সাঃ বলেছেন-আল্লাহর কাছে বান্দাদের সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর জন্য ভালবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা।" আবু দাউদ ২ঃ৬৩২,মিশকাত ২ঃ৪২৭
আমার কাছে মনে হয় আমি তো অনেক বড় গুনাগার ।আমার আল্লাহ কত সহজ শর্ত দিয়েছেন ভালবাসার মাধ্যমে উনার ভালবাসা পাওয়া যায়।আর সেই ভালবাসা দিতে আমার কোন ক্ষতি হয় না ।আমার কোন কিছু হারাবার থাকে না ।শুধু মনটা স্বচ্ছ করে ভালবাসলে লাভ আর লাভ । আর সে আমার যত প্রিয়ই হোক না কেন আমার আল্লাহ ও আল্লাহর রাসুলের পথের বিরুদ্ধাচরণকারী হলে সে আমার প্রিয় নয় ।বরং সেই আমার জন্য শত্রু।
আমার বিশ্বাস আমার ভালবাসার মানুষদের আমি আরশের নীচে পাবঃ
হযরত আবু হুরাইরা রা থেকে বর্নিত রাসুল সা বলেছেন ," কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন, কোথায় আমার বান্দারা ।আমার বড়ত্বের জন্য যারা পরস্পরকে ভালোবাসে ।আজ আমি তাদের কে আমার ছায়ায় ঠাই দিব।আজ আমার ছায়া ছাড়া আর কোন ছায়া নেই।" মুসলিম ২ঃ৩১৭
আরো একটা হাদিসে রাসুল সাঃ বলেছেন ,
আমার বড়ত্ব ও মহত্বের কারনে যারা পরস্পরকে ভালোবাসে কেয়ামতের দিন তাদের জন্য হবে নুরের আসন।যার ফলে তাদের প্রতি ইর্ষা করবেন নবী ও শহিদগন।"
মিশকাত ৪২৬
আল্লাহ তালার কাছে আমার এই প্রার্থনা আল্লাহ যেন আমার সবার প্রতি যে পবিত্র ভালবাসা কবুল করে উনার আরশের ছায়া যারা পাবেন তাদের কাতারে আমাকে শামিল করে নেন ।আমিন ।
বিষয়: বিবিধ
১৬৫১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো একটা হাদিসে(কূদসী) রাসুল সাঃ বলেছেন ,
আমার বড়ত্ব ও মহত্বের কারনে যারা পরস্পরকে ভালোবাসে কেয়ামতের দিন তাদের জন্য হবে নুরের আসন। যার ফলে তাদের প্রতি ঈর্ষা করবেন নবী ও শহীদগন।"
মিশকাত ৪২৬
আল্লাহ তালার কাছে আমার এই প্রার্থনা আল্লাহ যেন আমার সবার প্রতি যে পবিত্র ভালবাসা কবুল করে উনার আরশের ছায়া যারা পাবেন তাদের কাতারে আমাকে শামিল করে নেন ।আমিন ।
আমীন আমীন আমীন
আল্লাহ যেন ক্ষমা করে সেদিন সর্বোচ্চ সফলদের কাতারে রাখেন। আপনার উপর আল্লাহ রহম করুন। আপনি ভালো স্বপ্ন দেখেছেন।
জাজাকাল্লাহ খায়ের
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন