বিজয় দিবস তুমি কার

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৯:৩৩ রাত



বিজয় দিবস তুমি কার

পারভীন সুলতানা

১৫/১২/২০১৫

বিজয় দিবস তুমি কার ?

তোমার কাছে আজ খুব জানতে ইচ্ছে করে,

বিজয়ের পতাকা হাতে গোলামী করব পরের?

তুমি কি মোদের সত্যিকারের বিজয় এনে দিয়েছ?

কার থেকে মুক্তি করেছ,কার দাসত্বের অধীন করেছ?

আমাদের হাসতে বলতে কাঁদতে মুখ কেন বন্ধ করেছ?

মোদের হাতে শিখল পায়ে ডান্ডাভেড়ি কেন পরিয়েছ?

দেশকে ভালবাসে রাজপথে সত্য বলতে বাঁধা দিয়েছ?

কত চোখের জল ফেললে প্রিয়জনকে মুক্ত করে দিবে?

কত বুকের তাজা খুন দিলে গুম করা স্বজন ফিরে পাবে?

মোরা দুঃখের মাঝেও খুশি হব সত্যটা জেনে

তুমি পারনি বাংলার জনগনের বিজয় অর্জনে

ভেবেছি তুমি দেবে বিচরনে মুক্তাঙ্গন,তা ছিল ভুল

তুমি রং করা সুবুজ কাগজে বুকের লালরক্তের ফুল

তাজা ফুলগুলি কাঁদে স্মৃতিশোধে কেন নেয় টেনে

নির্যাতিতা ধর্ষিতা দেখে লজ্জায় পর্দা দেয় টেনে।

শীতার্থ ক্ষুদার্থ শিশু বৃদ্ধা পশু দিবারাত থাকে বিনে

স্বাধীনদেশের বাকশক্তি সর্বশক্তি দাদারা নিয়েছে কিনে।

তৃষ্ণার্থ ছূটে গিয়ে তিস্তার বুকে দেখে মরুবালুচর

মোদের হৃদয়ে বইছে তীর ভাঙ্গাঢেউ নীড়হারা ঝড়।

বিজয় তুমি মোদের কাছে আজ সাহারার মরিচিকা

স্বদেশে থেকেও মোরা পদে পদে খাচ্ছি ভিনদেশির ধোঁকা।

ফালানীর লাস আজো ঝুলে আছে সীমান্তের কাঁটাতারে

তুমি পরাজয়ের গ্লানি নিয়ে বিঁধে আছ বুকের পাজরে।

স্বাধীন দেশেই আমাদের জান মাল অরক্ষিত ,

আমার দেশে ভীনদেশীরা আরাম আয়েশে সুরক্ষিত ।

বিষয়: বিবিধ

১৯২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354238
১৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষের নিরাপত্তা না থাকাই এখন বিজয়
354247
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৭
মোঃ আবু তাহের লিখেছেন : স্বপ্নের হরিণ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File