আমি কে?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৭:৪৫ রাত
আমি কে?
পারভীন সুলতানা
১৩/১২/২০১৫
আমি কে?
আমি নিজেও জানি না
তোমরা আমায় কে কি ভাবছ তাও জানি না।
আমি উতলা-উন্মনা খরস্রোতা নদীর ঢেউ ভাঙ্গা তীর,
আমি গ্রীষ্মে দাঁড়ানো ক্লান্ত পরিশ্রান্ত নিঃস্ব মুসাফির।
আমি সংগ্রামীদের কাতারে ঠাই না পাওয়া সৈনিক,
আমি আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হৃদয়ের পথিক,
আমি আপনজনের স্বার্থপর আচরনে নিষ্পেষিত মজলুম,
আমি নানান রোগের তান্ডবের যন্তনায় কাটাই নির্ঘুম।
আমি উত্তাল সাগরের ভাসমান একটি কচুরীফেনা,
আমি পথের দুর্বাঘাসে শেষরাতের একবিন্দু শিশির কনা,
আমি প্রবল বর্ষনে কচুপাতায় বসে থাকা পানির কনা।
তবে মনে রেখ তোমরা
হাজার কষ্টের মাঝেও আমি নই মনমরা,
তোদের নিষ্ঠুর ব্যবহারেও আমি নই বর্নচোরা।
ভালবাসার মর্যাদা দিয়ে আমি হই সোহাগীনি,
সেই রাজকুমারের কাছে আমি হই রাজরানী।
আমি কবি নই কোন লেখিকাও নই আমি শুধু ছাত্র,
কোরানের আলোটাই শুধু আমি জ্বালাতে চাই সর্বত্র।
আরশের ছায়ার আশায় তোমাদের আমি ভালবেসেছি,
উম্মতে মহাম্মাদী হয়ে আমি দ্বীন কায়েমের পথে এসেছি,
জন্মিলে মরিতে হয় তাই আমি শহিদীতামান্নায় নাচছি।
.
বিষয়: বিবিধ
১৬০৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন