আমি কখনো একা নই
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ অক্টোবর, ২০১৫, ১২:১১:৪১ রাত
আমি কখনো একা নই
পারভীন সুলতানা
২০/১০/২০১৫
খুশিতে নেচে উঠে মোর প্রানটা,
প্রভু আছেন সর্বক্ষন এই মনটায়।
আমি যখন অসুস্থ্যতায় চটপটাই,
মোরে সুস্থ্যতা দেন এই জানটায়।।
বিপদআপদে ব্যস্ততায় আমি পেরেসান,
প্রভুর সবরের বানীতে পাই এহসান।
খুদা অন্নশনে খাবার খুজি কত দিকে ,
রিজিকদাতা স্বচ্ছলতা দেন সব দিকে।।
আমার তো ছিল না কোন অভিভাবক,
তুমি হয়ে গেলে মোর উত্তম অভিভাবক।
আমি সুখে দুঃখে যখনি তোমায় করি স্মরণ,
তুমি রহিম রহমান হয়ে মোরে করিও স্মরন।।
অনাথ অসহায় কিছুই ছিল না মোর,
ভাই,বোন,পুত্র স্বজন দয়ালু দিল মোরে।
অজ্ঞতায় সময় অসময়ে করি কত পাপ,
হে ক্ষমাকারী ক্ষমা করো মোর সকল পাপ।।
হেদায়াতের পথে রেখে বানাও মুত্তাকিন,
পরকালে তোমায় পাবো এ মোর একিন।
জীবনের শেষ অপরাহ্নে জানাই মিনুতি,
মুসলিম করে কবরের নিও এমোর আকুতি।।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন