ঝটপট গরুর গোসতের মজাদার আচার

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ অক্টোবর, ২০১৫, ১২:১১:৩২ রাত



ঝটপট গরুর গোসতের মজাদার আচার

একসপ্তায় শিল্প রান্না সব কারিশমা দেখানো শেষ। গোশট ফ্রিজে আছে কিন্তু

আর কোন নতুন কোন আইটেম খাওয়ালে বলবে ,গীন্নি তোমার হাতের যশই আলাদা । তোমার রুপে নয় তোমার গুনেই আমি পাগল। "আমি আমার রান্নার একটা টিপস আজ আপনাদের কে নতুন করে শিখাচ্ছি । আপনাদের আনন্দেই আমার স্বার্থকতা।প্রিয়জনকে আজই রান্না করে খাওয়াবেন কিন্তু।

উপকরনঃ

১।এক কেজি হাড় বিহীন গরুর গোস্ত(নরম কুড়কুড়ে হাড় দেওয়া যায়)

.২।টমেটো -২কাপ(৬টিঢ় মোটা কুচি)

৩।পেয়াজ কুচি - ২ কাপ

৪ । কাচামরিচ ছোট টুকরা এককাপ

৫। আদা বাটা ১ চা চামচ

৬।রসুন বাটা ১ চা চামচ

৭। গরম মসল্লা

(দারচিনি ৩ টুকরা,এলাচি ৪ টি, তেজ পাতা ২টা)

৮।গরম মসল্লার গুড়ি -

(রাধুনি গরম মসল্লার গুড়ি১ চা চামচ + জিরার গুড়ি ১ চা চামচ+

রাধুনি পাঁচ ফোরনের গুড়ি১চা চামচ )

৯।তৈল - এক কাপ

১০।লবন ও হলুদ ইচ্ছা মত

প্রস্তুত প্রনালীঃ প্রথমে গোস্ত পানি জরায়ে ১ চা চামচ লবন ও অর্ধেক চা চামচ হলুদ দিয়ে মাঝারী রকমের সিদ্ধ হলে চালনিতে ডেলে পানি ফেলেদিন। গোস্ত কে স্কয়ার কলিজার টুকরার মত করে কেটে ফেলুন। কড়াই চুলায়ে বসায়ে সরিষা এক কাপের অর্থেক কড়ায়ে দিন পেয়াজ তেলে হালকা ভাবে সামান্য কিছুক্ষন বেজে গায়ের পানি সুখিয়ে ফেলুন ।তাতে গরম মসল্লা(দারচিনি ৩ টুকরা,এলাচি ৪ টি, তেজ পাতা ২টা+ জিরার গুড়ি ১ চা চামচ) দিয়ে দিন। টমেটো -২কাপ(৬টিঢ় মোটা কুচি + কাচামরিচ ছোট টুকরা এককাপ + আদা বাটা ১ চা চামচ+রসুন বাটা ১ চা চামচ +লবন ও হলুদ ইচ্ছা মত দিয়ে একটু খানি নেড়ে টমাটো পানি একটু শুকিয়ে এলে গোস্ত ডেলে দিন । বার বার নেড়ে কাচামরিচ দিয়ে বার বার নাড়তে থাকুন ।(যেন নিচে দাগ না লাগে ) তৈল বের হয়ে আসলে বাকী মসল্লার গুড়ি গুলো ও বাকী সরিষার তৈল গুলো দিয়ে দিন। গায়ের পানি শুকুয়ে গেলে বাটিতে ডেলে ডাকনা না দিয়ে উপরে লেটুস পাতা ,শশা ও কাচা পেয়াজ দিয়ে পরিবেশন করুন ।

এই তো হয়ে গেল ঝটপট গরুর গোসতের মজাদার আচার

প্রিয়জনকে আজই রান্না করে খাওয়াবেন কিন্তু।

সতর্কিকরনঃ

এই আচারে গোসতের চর্বি ফেলে দিতে হয় ,সিদ্ধ করা গোসতের পানি ফেলে দেওয়া ও টমেটো পেয়াজ কাচামরিচ বেশি থাকাতে এই আচার হার্ডের / হাইপেসারের রুগীও আলহামদুলিল্লাহ খেতে পারবেন ।

বিষয়: বিবিধ

১৯০৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344255
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৪
আকবার১ লিখেছেন : আপু,জিভে পানি এসে গেল।
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৫৭
285583
সত্যলিখন লিখেছেন : আসসালামুআলাইকুম । আজই ভাবিকে বলে রান্না করে ফেলুন । চলে যাবে জিবের জল ।
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:২৮
285590
আকবার১ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
ধন্যবাদ আপু, আপনার ফরমূলা অনুসারে চেষ্টা
করবো, আগামী শনিবার,এখানে হরমোন দেওয়া গরু। আজকে মিষ্টি আলু সিদ্ধ করতেছি। এ বছরের নুতন আলু। ১০ পাউন্ডের এক ব্যাগ ষ্টোর থেকে এনেছি।
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৬
285734
সত্যলিখন লিখেছেন : আহারে মিষ্টি আলু।নানার বাড়িতে এই আলু তুলতে গিয়ে মামার কোদালের কোপ এসে কাঁধে পড়ে ১৪টা সেলাই পড়েছে।এখন সেই স্মৃতি মনে হোয় মিষ্টি আলুর নাম শুনলে।
344256
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপু! আমরা প্রায় গোশত খাওয়ার সময় বাসায় থাকা আচারের তেল দিয়ে খাই সেটাও যথেস্ট রুচিবর্ধক!

শুকরিয়া রেসিপির জন্য!
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৫৮
285584
সত্যলিখন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। আমার স্বামী সন্তানদের খুব প্রিয় একটা খাবার ।
344263
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৫১
দুষ্টু পোলা লিখেছেন : শুকরিয়া রেসিপির জন্য!
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:১৩
285587
সত্যলিখন লিখেছেন : দুষ্টামি বাদ দিয়ে রান্না করে সবাইকে দাওয়াত দেন ।কেমন পেরেছেন তা বুঝতে পারব ইনশাল্লাহ ।
344278
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪১
শেখের পোলা লিখেছেন : গিন্নীকে বলে বানানো যায় কিনা দেখব৷ রেসিপীর জন্য ধন্যবাদ৷
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫০
285655
সত্যলিখন লিখেছেন :
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৯
285737
সত্যলিখন লিখেছেন : বেশি বলে গীন্নির হাতের মাইর খাবেন না কিন্তু । পরে আমার দোষ দিবেন।
344305
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১২
মিশু লিখেছেন : আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদের জিহবাতে taste bud দিয়েছেন বলেই বিভিন্ন রকমের স্বাদ আমরা পাই। অনেকের বিভিন্ন অসুখে এই অনুভূতিটা থাকে না। মহান আল্লাহর শুকরিয়া,আপুটাকে ধন্যবাদ।
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫০
285656
সত্যলিখন লিখেছেন :
344319
০৪ অক্টোবর ২০১৫ সকাল ১০:৫৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : দাদী একদিন এই রেসিপি করে হগ্গল নাতি নাতনীগুলারে দাওয়াত দেন। জিভে লালা ঝরছে। Hot Hot Cook Cook
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৫
285657
সত্যলিখন লিখেছেন : দাদীর কোলে ২ বছরের নাতী দেখলেই মাথা গরম হয়ে যায় আপনার দাদার ।তাই আপনার বয়স কত ? এক বছর হলে আসতে পারেন ।২ বছরের বেশি হলে আপনার দাদা যদি নট এলাউ করে দেন ।তা হলে আবার রাগ করতে পারবেন না । আমার মন এর দরজা আর ঘরের দরজা নাতি নাতনীদের জন্য সব সময় খোলা ।কিন্তু যত জ্বালা আপনার দাদার জন্য।
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৫
285658
সত্যলিখন লিখেছেন :
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০১
285659
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Crying Crying Crying Crying
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:১১
285730
সত্যলিখন লিখেছেন : কেন্দে লাভ নাই ।সবর করো নাতি।
344398
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইনশাআল্লাহ খাব!
অনেক ধন্যবাদ কিন্তু এটাবে আচার বলা হচ্ছে কেন?? ফার্মেন্ট করার কোন নিয়ম তো দেখছি না।
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৭
285736
সত্যলিখন লিখেছেন : আচারের সব মসল্লা ও রান্নার প্রনালীটাও আচারের মতই ।খেয়ে জানাবেন কিন্তু ।
346957
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ইনশাআল্লাহ ট্রাই করব। লোভ লেগে গেল। :P
২৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৭
288139
সত্যলিখন লিখেছেন : অনেক দেরী হয়ে গেল ।ভাবীকে মেনেজ করতে সময় লাগবে ।কারন কোরবানীর গোস ফুরায়ে এসেছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File