সাইয়্যেদ আবুল আলা মওওদূদী রঃ এর উপদেশ -

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০১ অক্টোবর, ২০১৫, ১১:৪৩:১৬ রাত

আল্লাহ র পথে যারা কাজ করে

১। তারা অন্যের দূর্বলতার প্রতি নজর না দেবার মতো বিরাট হৃদয়পটের অধিকারী হবে,অন্যের দোষ ত্রুটি ও বাড়াবাড়ি মাফ করে দিবে এবং নিজের জন্য কারোর উপর প্রতিশোধ নেবে না।

২।তারা অন্যের সেবা গ্রহন করে নয় অন্যকে সেবা করে আনন্দিত হবে।

৩। তারা নিজের স্বার্থে নয় অন্যের ভালোর জন্য কাজ করেই যাবে।

৪কোন প্রকার প্রশংসার অপেক্ষা না করে এবং কোন প্রকার নিন্দাবাদের তোয়াক্কা না করে নিজের দায়িত্ব পালন করে যাবে।

৫।আল্লাহ ছাড়া আর কারো পুরুস্কারের প্রতি দৃষ্টি দিবে না।

৬। তাদেরকে বল প্রয়োগ এ দমন করা যাবে না,ধন সম্পদের বিনিময় এ ক্রয় করা যাবে না কিন্তু সত্য ও ন্যায়ের সামনে তারা নির্দ্ধিধায় ঝুকে পড়বে।

৭তাদের শত্রুরা তাদের উপর এ বিশ্বাস রাখবে যে,কোন অবস্থ্যায় তারা ভদ্রতা ও ন্যায়নীতি বিরোধী কোন কাজ করবে না।

৮। এ চারিত্রিক গুণাবলী মানুষ এর মন জয় করে নেয়।এ গুলো তলোয়ার এর চাইতে ধারাল এবং হীরা মনি মুক্তোর চাইতেও মূল্যবান। এ ধরনের চারিত্রিক গুণাবলী অর্জন করে সে তার চার পাশের জনবসতির উপর বিজয় লাভ করে।

৯। কোন দল পূর্ণাংগরুপে এ গুণাবলীর অধিকারী হয়ে কোন মহান উদ্দেশ্য সম্পাদন এর জন্য সুসংবদ্ধ প্রচেষ্টা চালালে দেশের পর দেশ তার করালগত হতে থাকে এবং দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে সক্ষম হয় না।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344007
০২ অক্টোবর ২০১৫ রাত ০১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। মোটামুটি ভালো উপদেশ মুলক ও আল্লাহ ভক্তির দিকনির্দেশনা।
344021
০২ অক্টোবর ২০১৫ রাত ০৪:০৮
কাহাফ লিখেছেন :
অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপুর্ণ উপদেশ!
জামাত এবং তাদের ভাবধারায় চলা সংগঠন গুলো চমৎকার ফলপ্রসু এই নসিহত পালন করছে না ঠিকমত মনে হয়!
যে কোন কল্যাণকামী দলের জন্যেও অতীব পালনীয় এই উপদেশগুলো!
শেয়ার করায় ধন্যবাদ ও জাযাকিল্লাহু খাইরান শ্রদ্ধেয়াজ্বী!
344037
০২ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File