দেহমন ব্যাকুল হয়ে তোমায় খুজে

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৫:১৫ বিকাল

দেহমন ব্যাকুল হয়ে তোমায় খুজে।।

পারভীন সুলতানা



তোমার ঘরে গিয়ে তোমায় খুঁজে

তোমার সৃষ্টির মাঝে তোমায় খজে,

সকল তাওয়াফকারী তোমায় খুজে

সাফা মারওয়ায় সবাই তোমায় খুজে,

মুজদালিফায় বেহুশ হয়েতোমায় খুজে,

আরাফাতে কেঁদে কেঁদে তোমায় খুজে

এই দেহমন ব্যাকুল হয়ে তোমায় খুজে।।

আমি জানি,তুমি আছো হৃদয় মাঝে

তা ছাড়া এথায় সেথায় সবার মাঝে

তুমি আছো তাকওয়াবানদের মাঝে,

অনাথ দুস্থ্য এতিম মিসকিনের মাঝে,

রোগে চটপট করা রুগ্ন ক্লিষ্টের মাঝে,

অর্থহীন দরিদ্র ভুখা গরিবদুঃখীর মাঝে,

স্বৈরাচারের জুলুমে অতিষ্ট মজলুমের মাঝে।

কারো দুনিয়াবী মোহে তাকে ভালোবাসিনি

জীবন্ত কোরান সুন্নাহ ভেবে তাদের ভালোবাসি।

বালাখানা নামি দামী গাড়ি বাড়িকে ভালবাসিনি,

তোমাকে ভালবাসা মুত্তাকিন ভেবে ভালবেসেছি।

পবিত্র ভালোবাসার কারন তোমায় ভালবেসেছি।

আরশের ডাক শুনে বলব,প্রভু আমি হাজির হয়েছি,

তোমার সন্তুষ্টির তরে ভালবেসে এথায় আমি এসেছি।

আরাফাতে কত হাজী গাজীর সব গুনাহ পাবে মাফী

মন থেকে শয়তানকে দূরে ঢিল ছুড়ে মেরে হবে সাফী

পাপ পংকিলতা স্মরনে নয়নের জলে ভাসবে পাপী

দুনিয়াতেই হবে সবাই জান্নাতী মেহমানদের সাথী

মোর কিহবে প্রভু?মোরে কর ক্ষমাকারীদের সাথী

উত্তম আমোল দিয়ে মোরে কর উত্তম উম্মতের সাথী।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342835
২১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪১
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেবের মুরীদনি দরকার। আপনি চাইলে মুরীদনি হতে পারেন। কেননা আপনার চাওয়া আমার বুজুর্গদের কাছাকাছি। আপনি খুজতেছেন আর আমার বুজুর্গগন পেয়েগেছেন।
মুরীদনি হলে খুব খুশি হতাম।

আপনি এই গল্প জ্ঞানের কথাটি পড়ুন ভালো লাগলে জানাতে ভুলবেন না। আমার পীরসাহেরব আপনাকে মুরীদনি বানাতে চায় তিনি রাজি আছেন।

২১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০২
284142
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আপনি আপনার গৃন্নীকে নিয়ে আগে পীর সাহেব কে খুশি করেন। কারন আল্লাহ কে ছাড়া আমি আর কাউকে খুশি করার চিন্তা মাথায় রাখি না।আমার প্রভুকে পেতে কাউকে দরতে হবে না। আমার প্রভুর দ্বারে সোপেছি দেহ আর সোপেছি এই অন্তর।

২১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৭
284158
জ্ঞানের কথা লিখেছেন : সপেছি দেহ এর ব্যাখ্যা কি? জানতে পারি?
আমার পীরসাহবের ইসলামের কর্ণধার। তিনি সাফায়াত করতে পারেন বলে আল্লাহ অনুমতি দিয়েছেন। হাউজে কাওসার তার জন্য নিদৃষ্ট।

এই পীরধরাতে কোন ক্ষতি নাই।
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩২
284331
সত্যলিখন লিখেছেন : দেহ মন ছাড়া আল্লাহর কোন ফরজ
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
284332
সত্যলিখন লিখেছেন : দেহ মন ছাড়া আল্লাহর কোন ফরজ আদায় করা যায় না । নামাজ রোজা হজ্জ ।যা কমন বিষয় তা জ্ঞানের কথা বলার মত জ্ঞানী কেন যে বুঝল না? আল্লাহ মালুম।
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৮
284347
জ্ঞানের কথা লিখেছেন : সপেছি দেহ। কথাটি পছন্দনিয় নয়। সপেছি দেহ কথাটি এক অন্যরকম। পরিবর্তণ করাই উত্তম।
342880
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৪
285130
সত্যলিখন লিখেছেন :
343595
২৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভেরি নাইস। Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File