বাবা বনাম সন্তান
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৫:৩১ রাত
বাবা বনাম সন্তান
এটা কে খেলা বলবে না কি যুদ্ধ বলবে?
মাঠ নেই অস্ত্র নেই তাতেও হারজিত চলবে।
সোনামণি মা ডাকে, সোনার ছেলে বাবা ডাকে,
সন্তান, বড় আওয়াজ তুলে কেনএই হাকডাক
বাবা মস্তবড় অফিসারসবাই তাকে স্যার ডাকে
ছেলেমেয়ে টাকা নিতে নরম গলায় বাবা ডাকে
টাকাহাত শুন্য হলে কখন বৃদ্ধাশ্রম নিবে তাকে
স্বার্থপর সন্তান বাবানামের মেশিন ভাবে যাকে
মা, বলনা কেমন স্বামী তোমার,
শাসন ছাড়া সোহাগ জানে না।
শুন মা, শাসন করা তারই সাজে
আদর সোহাগ যে করে মাঝেমাঝে।
বাবার সাথে কেন মা কথাবলতে ডরাই?
মায়ের সাথে কথা হলে মন আনন্দে ভরাই,
কি বলিস তোরা?সে মোর জিবনের ভড়াই।
শুন গৃন্নী, মনে ব্যাথা, সন্তান পালছ অযথা
ছেলেমেয়ে হল না মানুষ,মোর সবই গেল বৃথা।
সব বজ্জাৎ পোলাপাইন হলো মায়ের মতন।
মোর বন্ধু যেমন ভাল ছিল তার বাবার মতন
তার একেকটা হল, বাপের বেটা বাপের মতন।
শুনেন,সব মা চায় সন্তান হবে বাপের মতন,
জনমদুখিনী সারাজীবন যুদ্ধ করে মরে,
স্বামীসন্তানের সুখের নীড় গড়ার তরে।
ফলাফল সংসার সুখি হয়নি নারীর কারনে।
সুখ আসবে পরিবারের সকলের ভালবাসার কারনে
সংসারে সুখেরবন্যা বহে পুরুষের ভালবাসার কারনে।
অনেক পরিবারে বাবা আর সন্তান দের মাজে ভালবাসার সম্পর্ক ততটা মধুরতা থাকে না। এই বন্ধুভাব আচরনের অভাবে সন্তান ও বাবার মাঝে একটা বিশাল ফাক সৃষ্টি হয়। সেই ফাঁকেফাঁকে পড়ে একজন স্ত্রী বা সন্তানদের মা। যা এই মহিলার জন্য চুরির দুই পিঠে তেজের মত কঠিন হয়ে যায়।এক দিকে স্বামীর ত্যাগ ও নিজের ত্যাগের ফলাফল । অন্যদিকে সন্তান অবাধ্যতার পরিনতি। আবার স্বামী সন্তানের কথার মুখোমুখি ক্ষোভ।
বাবা শুনান তোমার ছেলেমেয়েরা এত খারাপ ামার মত হয় নি । সনতান মাকে বলে, বাবা কে ছেলে মেয়ে কিভাবে ভালবাসতে হয় তা শিখা্বে। আহ! বেচারনি, না পারে স্বামী হারাতে ,না পারে সন্তানের মায়া ছাড়তে। এই অহিনুকুল সম্পর্ক এর সমঝোতা করতে গিয়ে নিজের আয়ুষ্কাল শেষ করে। আর শেয পরিনতিতে সে কারো মন পায় না।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন