তুমি কেন আসো আর চলে যাও?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ আগস্ট, ২০১৫, ১২:৫২:০৬ রাত
তুমি কেন আস আর চলে যাও?
হে সুখকর দিন!
তুমি কেন আস আর চলে যাও?
কত কষ্টকর প্রহরিণী কাটে রাত্রি,
অন্ধকার রাত্রিবাস কত দীর্ঘতম হয়,
তা তো তুমি মোটেও জান না ভাব না,
মুমুর্ষরুগী মুহুর্ত গুনে ঊষালগ্নের আশায়।
আমি শুনি রাত জাগা জোনাকীর কান্না
ভরা জোছনায় কলিদের না ফুটান কান্না
তা দেখে শরতে শিশিরের বুকফাটা কান্না
কচি পাতা পায় শিশিরের মাঝে স্বচ্ছতা।।
অমানিশায় তন্দ্রাচ্ছন্ন সুখস্বপ্ন ভাঙাকষ্ট
রোগশোকে অপ্রকাশ্যঅব্যক্ত ব্যথা কষ্ট
তুমি কি বুঝ আইসিইউর রোগী কি কষ্ট
দেখেছি নিরবে একাকী ভোরেই মৃতদেহ।
সকল ব্যাথার প্রদীপ নিভো নিভো হচ্ছে,
এমনি সকল লীলা সাংগ করে চলেযাব,
সবার জীবন চলবে প্রবাহিত নদীর মত,
যদি পার মাঝেমধ্যে প্রভুর স্মরণে মনেকর
জ্ঞাত অজ্ঞাত ভুলক্রমে হওয়া ভুলত্রুটি,
ক্ষমাকরা মহৎপ্রাণ এর লক্ষণ বলে সবাই,
আমি এই পাপিষ্ঠ অধম কে ক্ষমাকরো।
আমার নিঃস্বার্থ ভালবাসা প্রভু কবুলকর।
তোমার সন্তুষ্টি আছে বহুগুন এই ভালবাসায় —
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন