বন্ধু,বলোত !এই দেখা শেষ দেখা নয়ত ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৭ জুলাই, ২০১৫, ০৬:১৪:২২ সন্ধ্যা
মোর সনে দেখা আর হবে কি তোমার?
না না বন্ধু ,যেতে নাহি দেব তোমায়
তবু যেতে দিতে হবে নয়ন জলে তোমায়
মোর সনে দেখা আর হবে কি তোমার
বন্ধু বলোত এই দেখা শেষ দেখা নয়ত ।
ব্যাথিত মনে বলতে হবে বন্ধু বিদায় তোমায়।।
হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ?
জানি না কেন হিয়া কেন্দে কেন্দে যাচ্ছে,
মানতে পারছে না তোমায় দিতে হবে বিদায়?
যেতেই এসেছ একপলকে দেখে না নিতেই
একটু চেনা জানা না হতেই তুমি বল, আল বিদায়,
বিদায়ক্ষন যত এগুচ্ছে ততই কষ্টে ভারাক্রান্ত হৃদয়।।
টলমল আখিজলে কম্পিত কণ্ঠে বলছি“বন্ধু আবার কি আসবে?”
কত যতনে ধরে রাখতে চেয়েছি তোমায় হিয়ার মাঝে,
দুর্বল চিত্ত বলে সে ভাবে কদর করতে পারিনি তোমারে।
তাই ভয়ে হৃদয় মোর ধরধর কেপে উঠে বারে বারে,
কি জানি কি অভিযোগ পেশ কর তুমি মোর প্রভুর দ্বারে।।
অশ্রু জলে বিদায় বেলায় চেয়ে রইলাম রিক্তহস্তে পথপানে,
শোন বন্ধু! গিয়ে কহিও মোর ক্ষমাকারী প্রভু কে,
তিনি যেন ক্ষমা করে মোর সকল পাপ গুলোকে।
না হলে আমি হারিয়ে যাব ধ্বংসের অতল গহবরে।
রহমত মাগফেরাত নাজাত বন্ধু নিয়ে দিও এই গুনাগারকে,
দুজাহানেই ধন্য হয়ে শোকরিয়া জানাই হাজারবার প্রভুকে।।
যাবার বেলায় একবার শুধু বলে যাও বন্ধু মোরে,
তব সনে এই ভবে আবার হবে কি কখন মোর আলিঙ্গন?
হৃদয়ের সব কয়টি জানালা খুলে দেব তব তরে,
ভারাক্রান্ত হৃদয় অশ্রুসিক্ত নয়নে সুপারিশ পাব তোমার ,
বার বার ফিস ফিসিয়ে বলব রাইয়ানের দরজায় তোমারে,
বন্ধু কথা দাও যাবার বেলায় আসবে মোর কাছে কবে?
যাবার বেলায় যদি বলতে গোনাহ ক্ষমা পেয়ে জান্নাতে পাব্ ,
এই হৃদয় কিভাবে তা সইবে বন্ধু বলো জাহান্নামের তাপদাহ,
বন্ধু সুপারিশ করবে বেহায়া নিলোজ্জ এই বান্দিকে যেন ক্ষমা করে প্রভু
আবার ইনশাল্লাহ দেখা হবে বিদায়ী বন্ধু !
নয়ন জলে লিখে নিলাম তোমার নাম আমার হৃদয়ের শ্বেত পাথরে
তাই জানাই তোমায় আল বিদায় , আল বিদায় বদ্ধু । —
বিষয়: বিবিধ
১৬৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাইজেরিয়ায় ঈদের নামাজে আত্মঘাতী হামলায় নিহত ৬৪,
Click this link
নাইজেরিয়া ঈদের নামাজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ফক্স নিউজের খবরে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) দেশটির দামাতুরু শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমান বলেন, দুই নারী আত্মঘাতী হামলাকারীর মধ্যে ১০ বছরের এক শিশুও রয়েছে।
মন্তব্য করতে লগইন করুন