এতো সাহস তোমাদের! তা হলে আবার পালাও কেন?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০২ জুন, ২০১৫, ১২:৩৫:৩৪ রাত

তোমাদের হার্ড কি চিকেন হার্ড এর চেয়েও দুর্বল?

আল্লাহ যখন কোন আমল কবুল করেন তখন শয়তানের শয়তানী উঠে পড়ে চেতে ।ছোট ছোট ২০/২২ বছরের কয়টা ছেলে দোকানের সামনে দাড়ানো ।শয়তান গুলো নিজে সাধু হয়ে একটা আরেকটাকে বলে ," লেবাস পাল্টায়ে দেখ , আবার রাস্তায় শয়তানী কাজ শুরু করেছে ।"

পিছনে ফিরে তাকাতেই দেখি তারা গায়েব ।তখন ঐ আয়াত টা মনে পড়ল,

এই শয়তানদের শক্তি মাকড়সার জালের চেয়েও দুর্বল । সত্যি তাই দেখলাম।

এতো সাহস তোমাদের,তা হলে আবার পালাও কেন?

আমরা পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নোংরা লেবাস পাল্টায়ে পরিস্কার লেবাস পরি । কিন্তু তাতে আমাদের আলহামদুলিল্লাহ শরীল মন ঈমান আমল দায়িত্ব পালনের অনুভূতি বা আল্লাহর কাছে জবাব দিহিতার ঈমানী জযবা ইনশাল্লাহ পাল্টাবে না । আমরা আমাদের মাল জান আল্লাহর কাছে বিক্রি করেই রাস্তায় নেমে আসি শহীদি তামান্না নিয়ে । তাতে জান থাকলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ইনশাল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে কাজ করে যাব ইনশাল্লাহ ।আর ফিরে গেলে আল্লাহর উপর সন্তুষ্ট হয়েই উনার কাছে শহিদী মর্যাদাই ফিরে যাব ।ইনশাল্লাহ ।

তোমাদের হার্ড কি চিকেন হার্ড এর চেয়েও দুর্বল?

তোমরা লেবাসটাও করে রাখ নোংরা । মনটাও করে রাখ নোংরা নর্দমার কীটের মত ।মানুষ হিসাবে মনুষত্ব হারায়ে হয়ে যাও নরাধম । দুনিয়ার মোহে লোভ লালসায় হয়ে যাও হিংস্র দানব । নিজের সৃষ্টিকর্তার গোলামি ছেড়ে গোলাম আর পুজারি হয়ে যাও হাজার সৃষ্টির । তাবেদারী নাস্তিক মুনাফিকের । একবার্ ও ভাব কোথার থেকে এসেছো আবার কোথায় যাবে ?অতীত ভাবনা না নমরুদ ফেরাউন হামান কারুন আবু জেহেল আবু লাহাবের পরিনতি কি হয়েছিল ?

চিলে কান নিয়েছে তা শুনেই চিলের পিছে দৌড়াও।

ইসলাম মানে শান্তি । এসে দেখ কি প্রসান্তি লাভ করবে এই অস্থির পেরেশান আত্না । কোরানএর পথে আসো সিরাজুম মুনিরা হবে আমাদের জীবন পথের পথ নির্দশিকা । যেই পথের শেষ প্রান্তেই আছে জান্নাতী সুখ।

অন্যের কথা শুনে চিলে কান নিয়েছে তা শুনেই চিলের পিছে দৌড়াও । তার চেয়ে বুদ্ধি মানের মত কানে হাত দিয়ে দেখ কান কানের যায়গায় আছে কিনা ?

আমাদের পরিচয় একটাই আমরা মুসলিম

আমাদের আল্লাহ অনেক দায়িত্ব ও কর্তব্য পাঠিয়েছেন । তাই আসুন, ইসলাম ধ্বংসের জন্য যেই পায়তারা করে ইসলামের নামে যে এলার্জি ছড়াচ্ছে সেই দিকে না তাকায়ে কোরান বুঝে পড়ে আর রাসুল সাঃ সুন্নাহ জেনে আল্লাহর পথে ফিরে আসুন । কোরান কোন নিদিষট মানব জাতির জন্য নয় । আল্লাহ বিশ্বের সমগ্র মানুষের জীবন পরিচালনার জন্য কোরান দিয়েছেন। আপনি কোরান এর জ্ঞানার্জোন করুন নিজের কল্যানের জন্য , পরিবারের শান্তির জন্য , সমাজের অশ্লীলতা দূর করার জন্য ও রাষ্ট্রের অসৎ ও অযোগ্য নেতৃত্ব অপসারন করে সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এগিয়ে আ্সুন । মজলুম অসহায়রা সাহায্যের জন্য তোমাদের হাতছানি দিয়ে ডাকছে । আল্লাহ আমাদের সাহায্য করুন ।

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324000
০২ জুন ২০১৫ রাত ০২:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যার অন্তরে কুরআনের আদর্শের সাহস নেই পরা সাহসী দাবি করেলেও মূলত তারা কাপুরুষ।
324009
০২ জুন ২০১৫ রাত ০৩:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ লেখাটি ভালো লিখেছেন!!! ১০২ বার.পড়িত মন্তব্য আমারটা সহ ২টি...!!!!!

মন্তব্য আমরা ২/৪ জন করলেই হবে বাকিরা শুধু মজা নেবে....হি হি হি....
324090
০২ জুন ২০১৫ দুপুর ০১:১৩
egypt12 লিখেছেন : আল্লাহ আমাদের সাহায্য করুন । Praying
324218
০২ জুন ২০১৫ রাত ০৯:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File