আসুন রাইয়ান নামক গেটের পাস টিকেট নেবার জন্য বুকিং দেই
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০১ জুন, ২০১৫, ১২:১৩:৫৭ রাত
আসুন রাইয়ান নামক গেটের পাস টিকেট নেবার জন্য বুকিং দেই ।
আপনি যতক্ষন কোরানের সত্য হৃদয় দিয়ে উপলদ্ধি করতে না পারবেন ততক্ষন আপনি আল্লাহর গোলাম হিসাবে আপনার এক্টিভিটি যথাযথ ভাবে হবে না । সেই পর্যন্ত আপনি মুসলমান হয়ে আল্লাহর আনুগত্য ও রাসুল সাঃ এর প্রকৃত অনুসারী হতে পারবেন না । মুত্তাকিন ও মহসিনিন হবার জন্য আপনাকে পীরের মুরিদ আর খাজা বাবার দরগায় গিয়ে উপর হয়ে সিজদা করতে হবে না । আপনি আল্লাহর দরবারে সিজদা করেন ।তাতেই মুক্তি ।
আপনি কথার খই ফুটান ইসলামের বুলি ছেড়ে ।কিন্তু বাস্তব জীবনে মোটেও মানেন না । সেই ইসলাম এর জ্ঞান আপনার কোন কল্যান বয়ে আনবে না । আপনি দুনিয়ার মোহে ছুটছেন সে তো মরিচিকা হয়ে আপনার জীবনকে ফাকিবাজি তে ফেলে দেবে । ভাগ্যের আপনার যেই রিজিক আর সুখ আছে তা ইসলামের পথে আর কোরানের পথেই আছে । সমস্ত মানব জাতির জন্যই কোরান সুন্নাহ ।
ইসলামের চেয়ে আধুনিক ধর্ম আপনি কোথায় পাবেন ? ইসলামের চেয়ে আধুনিক পোষাক আপনি কোন ধর্মে পাবেন ? ইসলামের মাধ্যমে পাওয়া চরিত্রের চেয়ে উত্তম চরিত্র আর কোথায় আছে ? ইসলামের চেয়ে উন্নত সভ্যতা ও সংস্কৃতি আর কোন ধর্মে আছে ?
নাস্তিক ইহুদী খ্রীস্টানদের ধর্ম বাতিল ও পথভ্রষ্ট ার ধ্বংসাত্তক ধর্ম । দুনিয়ার আধিপত্য বিস্তারের জন্য জুলুম নির্যাতন করে আজো তারা শয়তানের দোষর হয়ে বেঁচে আছে । আর মুসলমান লেবাস দারী কিছু মুনাফেক আছে যারা দুই নৌকায় পা দেবার মত দুই ধর্মের লোকদের সাথে সখ্যতা গড়ে তোলে তাদের কারনেই শয়তান বেশি সুযগ পায় । আর এরা ইসলামের দুশমন ।
কোরান আসার পরে রাসুল সাঃ এক মুহুর্তও আর ঘরে বসে থাকার সময় পান নাই । আপনি আমি উম্মতে মোহাম্মাদী হয়ে কিভাবে কোরান পড়ে আবার চুমু খেয়ে একেবারে নাগালের বাহিরে রেখে দুনিয়ার ধ্যানে আরাম আয়েশে ভোগ বিলাসে মত্ত হয়ে আছেন । আবার ১০০০ ধানার তসবিহ নিয়ে একে বারে ঘরের কোণায় ডুকে আছেন । এই সুযোগে শয়তানরা ফাঁকা মাঠে গোল দিয়ে মনভাষনা ১৬ আনা পূর্ণ করছে। আপনারা যারা ইসলামের নিরব দর্শক তারা গ্যালারীতে থাকা আর না থাকা একই কথা ।
আসুন রাইয়ান নামক গেটের পাস টিকেট নেবার জন্য বুকিং দেই । বুকিং দেবার ও টিকেট কাটার উপযুক্ত সময় চলে যাচ্ছে । এখন থেকে বুকিং দিয়ে পরিকল্পিত ভাবে আসুন কোরান সুন্নাহর জযবা শুরু করি ।যা পরব হৃদয় দিয়ে অনুভুতি সহকারে টিকেট পাবার ও সেই জান্নাতের ১০০% গ্যারেন্টি সহকারে কোরান জানি মানি ও অন্যকে জানাই আমার আমলের ও আখিরাতের কোরানের সুফারিস পাবার জন্য স্বাক্ষীদাতা হিসাবে । এই কোরানের আলো দিয়েই দুনিয়া ও আখিরাতের সকল অন্ধকার পথ পাড়ি দিতে হবে ।ইনশাল্লাহ
বিষয়: বিবিধ
২৫৫৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাসবিহের মধ্যে কেন জান্নাত খুজছে..
ড. ইকবাল|
তারা তলোয়ারের নিচে জান্নাত না খুজে,
তাসবিহের মধ্যে কেন জান্নাত খুজছে..
ড. ইকবাল|
:D/
তবে রাইয়ানের জন্য দরখাস্ত আমারো রইলো
সঠিকভাবে যেন সময়গুলো কাজে লাগাতে পারি।
মন্তব্য করতে লগইন করুন