দেহ ও মনের ব্যাথা কত প্রকার ও কি কি তা জীবনে বহু বার বাস্তব অভিজ্ঞতায় বুঝেছি
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ মে, ২০১৫, ১২:৩৬:৩৬ রাত
·
শক্ত মাটি থেকে গাছ শিকড় সহ তুলে আনতে মাটি কত ব্যাথা পায় তা আমরা কেউই ভাবি না ।
আজ দুই টা দাঁত তুলে আনতে মনে হয়েছে ডাক্তার আপা তাল /নারিকেল গাছ কে কঠিন হাতে শরীলের সমস্ত শক্তি দিয়ে তুলে আনল । আপা ক্লান্ত হয়ে গেছেন । মাড়ি অপারেশন করে দাঁত বের করে আনতে হল । আমি তাকায়ে আছি আর আমার সামনেই তা আবার সেলাই করলেন । আমি তখন সব ব্যাথা বুকে জমা করে ধৈর্য্য ধরে আল্লাহকে স্মরন করছিলাম আর বোবা মাটির বুকের থেকে গাছ তোলার কষ্টের কথা ভাবছিলাম ।এখন পেইন আর ব্লাড টা বন্ধ হচ্ছে না ।
দেহ মনের ব্যাথা কত প্রকার ও কি কি তা জীবনে বহু বার বাস্তব অভিজ্ঞতায় বুঝেছি । আরো বড় বড় অপারেসান করতে হয়েছিল তখন ব্যাথার সংজ্ঞা , প্রাকার ওব্যাখ্যা সহ জেনেছি । তাই এখন এই দেহ মনের সকল ব্যাথা আল্লাহর দেওয়া নেয়ামত হিসাবে সহ্য করি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য ।
ডানহাত ব্যথার দাঁতের উপর(গালে) রেখে বলছি
৩বার বিসমিল্লাহির রহমানির রহীম, তারপর
আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া ইউহাদ্বিরু, ৭বার
ভাবার্থটা এরকম-
বিদ্যমান যন্ত্রনা ও কষ্টের অনিষ্টতা থেকে আমি আল্লাহতায়ালার ইজ্জত ও কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।
আমার জন্য দয়াবান ও দয়ালুদের মধ্যে শ্রেষ্ট দয়ালু আল্লাহ নিয়ামত হিসাবে কিছু ভাই/বোন ছেলে মেয়ে দান করেছেন ।যারা আমার আপনের চেয়েও আপন । তেমনি একজন আমার প্রান প্রিয় ও সন্মানিত বোন ইয়াছমিন আপা । আল্লাহ কত উদার ও ধৈর্য্যশীল মানুষ এখন পৃথিবীতে রেখেছেন তা আমি আমার প্রিয় বোন ইয়াছমিন আপাকে না পেলে বুঝতাম না । আমিরিকার থেকে আসছে থেকে আমার কে ডাক্তার দেখানো নিয়ে উঠে পড়ে লেগেছে । আমি সিরিয়াল ধরে বসে থাকার ভয়ে ডাক্তারের কাছে যাই না ।আর এই বোণোটা আমার এই কষ্ট গুলো সব করেন । আমি এই ভালবাসার ঋনশোধ করার সামর্থ্য নেই ।আল্লাহ আমার এই বোনকে দুনিয়া সকল কষ্ট , বালা মুসিবত পেরেশানী ও আখিরাতের সকল কষ্ট পেরেশানী দূর করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসি হ্যয়ার তাওফিক দান করুন । এই ব্যাথা যন্তনার মুহুর্তের সময়ে আমার বোনের ও উনার পরিবারের জন্য এই সাহায্য কবুল করে নিন ।
আপনারাও দোয়া চাইবেন আল্লাহ আমাকে যেন সকল দুঃখ কষ্টেড় মাঝেও উনার নেক্কারদের মুত্তাকিন মুহসিনিন্দের কাতারে শামীল করে নেন ।
বিষয়: বিবিধ
২৪৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার প্রান প্রিয় ও সন্মানিত বোন ইয়াছমিন আপা কোন ষ্টেটে থাকে। এক দিন, আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই, এটা এক
সংকেত।
মন্তব্য করতে লগইন করুন