স্বামী স্ত্রীর পবিত্র ভালবাসা আহা কি মিষ্টি ,অনেক মিষ্টি ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৪ মে, ২০১৫, ১১:৪৫:৫৭ রাত
অনেক সময় পুরুষরা ইসলামী আন্দোলনের পথে স্লিপিং খেলতে চায় ।আপনি উনার স্ত্রী /মা / বোন যেই হোন না কেন এই সময় আপনি ঈমানী চেতনায় শক্ত ভাবে আকড়ায়ে ধরে সোজা সিরাতুল মোস্তাকিমের পথে চালাতে থাকুন । আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং উনাদের কে ঠিক সত্য সঠিক পথে চালাবেন । ইসলামের পথে , হালাল পথে যত বেশি আপনার স্বামীকে চালাবেন তত বেশি আপনি লাভবান হবেন ।একজন আদর্শ স্বামীই একজন স্ত্রীকে মাথার মুকুট করে তার সন্মান মর্যাদা বাড়িয়ে তুলতে পারেন।
স্বামী স্ত্রী একসাথে ইসলামী আন্দোলনের পথে থাকলে এটার মজাই আলাদা । প্রতিযোগীতায় আমোল বাড়ানো যায় । আজ জানতে চাইলাম তুমি কয়জনকে দাওয়াত দিয়েছ , তিনি হাস্য বদনে জানালেন ৭ জন , আমি জানালাম, আমি তো দিলাম ৯ জন । উনার দাওয়াত প্রদানের নিয়ম আমার থেকে সুন্দর ও গোছানো এবং বুদ্ধিমত্তার বেশি পরিচয় ছিল বলে তাই আলহামদুলিল্লাহ বলে উনাকে আরো উৎসাহিত করলাম ।
এই ভাবে একজন আরেক জন কে হিকমত ও বুদ্ধি পরামর্শ দিয়ে সংশোধন করে স্বচ্ছ কাঁচের ন্যায় ঝকঝকে তকতকে পবিত্র ভালবাসা উপহার দিতে পারে । যার মাঝে থাকে না কোন অস্বচ্ছ লুকানো পর্দা বা দুনিয়াবী লোভ লালসা । য়ামার কাছে মনে হয় এর চেয়ে বেশি জান্নাতী সুখ কি দুনিয়াতে আর আছে ?
স্বামী স্ত্রীর পবিত্র ভালবাসা আহা কি মিষ্টি ,অনেক মিষ্টি ,কি মিষ্টি পৌষের ভোরের সোনালী মিষ্টি রোদ্রে বসে খাওয়া খেজুরের রসের পায়েসের ন্যায় মিষ্টি এই ভালবাসা । যৌবন না আসুক , বসন্তে কোকিল না ডাকুক ,কিন্তু বাসন্তী ফুলের সব ভালবাসার থেকে বিশাল মনের ভালবাসা আমার স্বামীকে আমি দিতে বাধা কোথায় ? ফোন করে যখন বলেন , আমি ভাল আছি তুমিও ভাল থেকো । আলহামদুলিল্লাহ ,কি শান্তি লাগে এই মনে ।কত আনন্দ দোল খায় এই দেহে ।
তাই আসুন আমরা নিজেরা ইসলামের আদর্শে জীবন গড়ি ও আমাদের পরিবার কেও গড়ে তুলি । একজন আরেক জনের নয়ন শীতলকারী প্রান জুড়ানো আবেশে জান্নাতী সুখ খুজে নি। —
বিষয়: বিবিধ
৩৩১৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বামী-স্ত্রীর ভালবাসা মিষ্টি এ কথা কে না জানে?
কিন্তু ইসলামের আলোকে যেখানে এক পুরুষের ৪ বিবি তার উপর দাসী/বাদী সেখানে আরবী খেজুরের রস কতটা প্রকট ভাবে কাজ করে? একটু খোলাসা করে বলেন তো, শুনি??
মন্তব্য করতে লগইন করুন