মোর হৃদয়ের অতৃপ্ত বাসনা রয়ে যাবে।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৮ এপ্রিল, ২০১৫, ১১:০৪:৫৭ রাত

মোর হৃদয়ের অতৃপ্ত বাসনা রয়ে যাবে।

মা এর যাবার সময় হল,

মোর মনটা মানতে নারাজ হল,

দু'নয়নে বারিধারা ঝরা শুরু হল,

অশ্রু দিয়ে স্মৃতির মালা গাথা হল।।

গতিহারা দিশেহারা জীবনে মা এল,

মায়ের মমতায় জীবনে নতুন সুর এল,

বাঁচার সাধে জীবনে মধুরতা ফিরে এল,

একঝলক রোদ্দু হয়ে মা হৃদয় ভরে দিল।।

বেদনার বিষন্নতার সাগরে ভাসায়ে যাবে চলে,

মোর হৃদয়ের বাতায়নে করুন সুর বেজে যাবে,

আনমনে মেঘে ভেসে ভেসে মায়ের কাছে চলে যাব,

চঞ্চল হৃদয়ের আনন্দের বন্যায় কি শান্তনা দিয়ে যাবে?

মায়ের ভালবাসার জন্য মোর হৃদয়ের অতৃপ্ত ভাসনা রয়ে যাবে।

মাকে হারায়ে অনেক কেন্দেছি আরও কান্না বয়ে যাবে।

মা আমায় ভুলে গেলে ,বুক ফেটে ভেঙ্গে চৌচির হয়ে যাবে।।

মা ,আমি বড় ক্লান্ত আমায় তোমার বুকে টেনে নাও

মোর কপালে তোমার স্নিগ্ধ হাতের পরশটুকু দিয়ে যাও।

এই নিষ্টুর পৃথিবীর কেউই আমা্য মায়ের মত ভালবাসে নাই,

তোমা্দের ভালবাসা ছাড়া দেবার মত সঞ্চয় মোর কিছু নাই।।

শুন মা, আমি যখন চলে যাব আমার প্রভূর ডাকে ,

আমাকে ক্ষমা করে স্মরন করবে যখনি প্রভুকে ডাকবে।

কোরানের বিধান মত মনিবের গোলাম হয়ে থাকবে,

রাসুলের(সাঃ) আদর্শে চলে উম্মতে মোহাম্মাদী হয়ে থাকবে।।

( বউ মা কে তার বাবা মার কাছে পাঠাতে মন টা গুমড়ে গুমড়ে কান্দছে কিন্তু তাও আমাকে যেতে দিতে হবে ।কারন মা বাবার বুকেই সন্তানের জান্নাতী সুখ । সেই সুখ থেকে আমি চাই না কোন সন্তান বঞ্চিত হক,। আর তাতেই আমার মনের বিরহ ব্যাথার মাঝেও শান্তি । কারন আমি মা দের ভালবাসি । তাদের সুখেই আমি সুখি ।

আমার মা দের এখন পড়া শেষ হয় নাই । এই সময় শ্বাশুড়িদের অনেক সুযোগ করে দিতে হয় তাদের পড়া লিখার জন্য । আর আমি যেই কষ্ট ও পরিশ্রম করে উচ্চশিক্ষা অর্জন করেছি আমার মায়েরা যেন সেই কষ্ট না পায় ।আমি তাই তাদের মায়ের কাছে তারা আনন্দে থেকে আরামে পড়াটা শেষ করুক । আমার কাছে থাকলেও আমি পূর্ন সহযোগীতা দিয়ে চেষ্টা করি একজন শিক্ষিত মা রেখে যেতে , যেই মা আমার ভবিষ্যৎ প্রজন্মকে দুনিয়া ও আখিরাতের উচ্চ শিক্ষায় শিক্ষা দিবে । আল্লাহ আমার মাদের কে নেক হায়াত ও ইমানী এলেমী আমোলী যোগ্যতা দান করুন । আমিন)

বিষয়: বিবিধ

২২২৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313782
০৮ এপ্রিল ২০১৫ রাত ১১:১২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকিল্লাহ খাইর
০৮ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৪
254698
সত্যলিখন লিখেছেন :

313784
০৮ এপ্রিল ২০১৫ রাত ১১:২১
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : খুবই ভালো লাগলো। বউদের জন্য এতটা বিরহ শুধু শাশুরীই করে না কি বউরাও করে আপা? একজন আদর্শবান শাশুরী হবার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ বি খাইর।
০৮ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৯
254699
সত্যলিখন লিখেছেন : ভাইয়া, আমি চিন্তা করি ,আমি তো মেয়ের মা হতে পারি নাই । আল্লাহ আমাকে নেয়ামত হিসাবে কিছু জান্নাতী মায়ের মেয়ে গিফট হিসাবে দান করেছেন । আর গিফট যেমনই হোক তা আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে অমূল্যধন। তাই তার মর্যাদা রক্ষা করা আমার দায়িত্ব । আমার সন্তান আমার জন্য করবে । বউ আমার জন্য করবে সেটা নফল । নফলের আশা না করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার উত্তম আচরনে তাদের হৃদয় সন্তুষ্টি হলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে সেটাই আমার ও আমার ছেলের জন্য দুনিয়া ও আখিরাতের উত্তম শান্তি ।আপনার গিফট আমার সামনেই রাখা ।আমি সব সময় আপনার আদেশ ও গিফট টার আলোকে নিজেকে সাজাতে চেষ্টা করি । আমার হেদায়াতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন।
313785
০৮ এপ্রিল ২০১৫ রাত ১১:২৪
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : আমার ব্লগবাড়ীতে আপনাকে দাওয়াত দিয়েছি। ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৫ রাত ১২:০৬
254700
সত্যলিখন লিখেছেন :

ইন শা আল্লাহ আপনার দুই বাড়িতেই বেড়াতে আসব ।আর দুনিয়াতে না আসতে না পারলে আখিরাতে ইন শা আল্লাহ আল্লাহর আরশের নীচে দেখা হবে ।


313796
০৯ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খুবই ভালো লাগলো।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০১:০০
254701
সত্যলিখন লিখেছেন :


313805
০৯ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার বউমাদের জন্য অনেক দোয়া রইলো , আদর্শিক পরিবারের জন্য আদর্শিক কালচারই মানায়।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০১:২১
254702
সত্যলিখন লিখেছেন :


শাহীন তোমরা শুধু দোয়া করবে আমি আখিরাতে যেন আল্লাহর কাছে একজন নেক্কার মা হিসাবে ডাক শুনতে পারি । সদগায়ে জারিয়া হিসাবে যেন আল্লাহ আমার সন্তানদের ও আমাকে হেদায়াতের উপর রাখেন ।







313810
০৯ এপ্রিল ২০১৫ রাত ০১:১৮
সত্যলিখন লিখেছেন :


শাহীন তোমরা শুধু দোয়া করবে আমি আখিরাতে যেন আল্লাহর কাছে একজন নেক্কার মা হিসাবে ডাক শুনতে পারি । সদগায়ে জারিয়া হিসাবে যেন আল্লাহ আমার সন্তানদের ও আমাকে হেদায়াতের উপর রাখেন ।

313824
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৭:১৬
রাইয়ান লিখেছেন : আপনার বউমারা আসলেই ভাগ্যশীলা যে আপনার মত শ্বাশুড়ি পেয়েছেন , আল্লাহ তাদেরকে এই নিয়ামত বুঝতে পেরে এ থেকে জান্নাত হাসিল করার সৌভাগ্য দান করুন। আল্লাহ আমাকেও কোনো কন্যা দেননি , আমার জন্য ও দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দুনিয়া ও আখিরাতে এর উত্তম বিনিময় দান করেন।

অপূর্ব লেখাটির জন্য অনেক শুভকামনা , শ্রদ্ধেয়া আপু !
০৬ জুন ২০১৫ রাত ০১:০৪
266935
সত্যলিখন লিখেছেন :



313853
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৭
সুমন আখন্দ লিখেছেন : আমিন!
০৬ জুন ২০১৫ রাত ০১:০৪
266934
সত্যলিখন লিখেছেন :



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File