মা আসছে আমার ঘরে

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ মার্চ, ২০১৫, ০৭:৩৩:৪৩ সন্ধ্যা





মা হারালো ,

কত সময় কত বছর

কত যুগ পার হোল,

এথায় খুজি ওথায় খুজি

সারা বাংলাদেশে খুজি।

অশ্রু জলে ভাসিয়ে ভেলা,

মাকে খুজি সারা বেলা ,

বুকের ব্যাথার মেঘে উড়ে উড়ে ,

তারাদের মাঝেও খোজা হল শেষ।

আমার মাকে কেউ দেখেছ নাকি ?

আমার জীবনের সময় তো শেষ?

জোনাকীরা সবাই তারার সনে

মিটিমিটি হেসে হেসে আমায় বলে,

এই বার আখি জল মুছে ফেলো ,

চন্দ্রলোকে মায়ের ছবি ভেসে এলো ।

তারারা বলে,তোমার মাকে পেতে হলে,

মোদের সাথে তুমি একটু সময় খেলো,

মায়ের চোখে মুখে দেখি হাসির মেলা,

মায়ের চন্দ্রমুখটা যেন চাঁদের আলোর মেলা ।।

হু্ররে হুয়া,কি মজা,মাকে দেখছি হৃদয় ঘরে,

মা আসছে আকাশ থেকে আমার ঘরে।

সাত সাগর তের নদী তেপান্তর পাড়ি দিয়ে ,

হাসনা হেনার হাসি নিয়ে মা আসছে আমার ঘরে ?

পক্ষীরাজ ঘোড়ার পাখায় চড়ে মরু প্রান্তর

বনবাদাড় মাড়িয়ে্‌ মা আসছে আমার ঘরে ।

আমার উত্তপ্ত ক্লান্ত মরু সাহারার বুকে,

মরুউদ্যান হয়ে মা আসছে আমার বুকে।।

বড় সাধ জাগে মাকে শুধু দেখি নয়ন ভরে,

মা মোরে কোলে নিয়ে সোহাগ করবে মন ভরে ,

মায়ের আচলের শীতল ছায়া নিয়ে মা আসছে ।

মাকে জড়ায়ে পরমশান্তির পরশ মাখব মোর গা,

তাতে যাবো আমি সকল ব্যাথার স্মৃতি গুলো ভুলে।।

বল না মা,এত সময় আমায় ছেড়ে

চাঁদের দেশে কেমন করে ছিলে ?

আমি দুঃখের আধারে কেন্দে ছিলাম

সুরে সুরে,তুমি কি মা তা শুনে ছিলে?

কেন জানি মা,ঘড়িটা জোরে ঘুরছে না বলো,

তাই তো মা,কেন জানি যাচ্ছে না সময়টাও,

আল্লাহ আমার মাকে আমার বুকে এনে দাও,

বল তো মা,কি খাবে তুমি?পিন্নি ফায়েস পিঠা,

রান্নাবান্না কি করব আমি ? টক ঝাল না মিঠা?

বল না মা তুমি,কি করব তোমার জন্য আমি ?

হে প্রভু ! শুন মোর ফরিহাদ ,

আমার মাকে আমার বুকে পৌছে দিও।

ইনশাল্লাহ।

কবিতা টি লিখেছি আমার বউমার স্মরনে।

আমার মায়ের জন্য আমি সবার দোয়া চাই।

এইটাই আমার মায়ের উপহার ।

বিষয়: বিবিধ

২৫৮৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310663
২৩ মার্চ ২০১৫ রাত ০৮:০০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মন্তব্য আসছে...........
২৩ মার্চ ২০১৫ রাত ১০:৪৭
251679
আবু জান্নাত লিখেছেন : মায়ের জন্য লিখা কবিতাটি অনেক ভালো লাগলো।
আপনার ছেলে কি বিয়ে করেছে?
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:৫৩
251791
সত্যলিখন লিখেছেন :

Worried
310665
২৩ মার্চ ২০১৫ রাত ০৮:১২
সত্যলিখন লিখেছেন :


লিখা আমার শেষ। লুকিয়ে থাকেন কোথায় ? প্লিজ মন্তব্যটা করেন একটু শেষ। দেরী করা যায় না আর তাই বলছি বার বার ।
২৩ মার্চ ২০১৫ রাত ১০:৪৬
251678
আবু জান্নাত লিখেছেন : মাশা-আল্লাহ আপনি তো সালামের উত্তর দিতে সাইনবোর্ড নিয়ে এলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:২৯
251789
সত্যলিখন লিখেছেন :


310683
২৩ মার্চ ২০১৫ রাত ১০:৩১
আবু তাহের মিয়াজী লিখেছেন : আলহামদু লিল্লাহ পড়ে খুব ভাল লাগলো।
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:২৯
251788
সত্যলিখন লিখেছেন :




310705
২৩ মার্চ ২০১৫ রাত ১১:৩৮
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপু ।
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:২৮
251787
সত্যলিখন লিখেছেন :




310727
২৪ মার্চ ২০১৫ রাত ০১:৩৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি।
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:২৮
251786
সত্যলিখন লিখেছেন :




310731
২৪ মার্চ ২০১৫ রাত ০১:৩৯
দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ আমার পিতা-মাতার উপর দয়া করুন। আমার মাকে দীর্ঘ হায়াত দান করুন এবং শান্তিতে রাখুন
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:২৮
251785
সত্যলিখন লিখেছেন :



Praying Praying Praying


310740
২৪ মার্চ ২০১৫ রাত ০৩:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, মাকে নিয়ে লেখাটি খুব ভাললেগেছে
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:২৭
251784
সত্যলিখন লিখেছেন :




310752
২৪ মার্চ ২০১৫ সকাল ০৬:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ! কিচ চমৎকার উপহার! স্বর্ণ গয়না, রুপা অলংকার দিয়েও হয়তো বউমার মুখে এতোটা হাসি ফুটাতে পারতেন না, যতটা খুশি হয়েছে আপনার এই কবিতা পড়ে।

কবিতাটি পড়ে আমার অনেক ভাল লেগেছে। মা কে খুব মনে পড়ছে। জান্নাতে নিশ্চয় মায়ের সান্নিধ্য আবার পাবেন এই দোয়া রইল।
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৪
251779
সত্যলিখন লিখেছেন : অনেক দিন পরে সুন্দর মন্তব্য করার জন্য আপনার উপহার ।


Praying Praying Praying
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:০৫
251780
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেক দিন ধরে ভাবছি আপনাকে নিয়ে একটা পোস্ট করব, কিন্তু আপনার সহায়তা না পেলে একটু কষ্ট হয়ে যাবে। একদিন সময় করে ফেবুতে এসে কিছু বিষয় শেয়ার করবেন।
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:৫২
251790
সত্যলিখন লিখেছেন :

২৪ মার্চ ২০১৫ দুপুর ১২:১৩
251823
দ্য স্লেভ লিখেছেন : বোন সত্য লিখন আপনার গাজরের ছবিটা দারুন লাগল
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
251909
সত্যলিখন লিখেছেন : আল্লাহ মাফ করুন ।ভাই গাজী, আপনি অনেক কিছু তে শুধু বিজয় না জয়ের মাকে রাখারও ক্ষমতা রাখেন ।তাই মাঝে মাঝে আপনার পিনমারা মন্তব্যও পড়েও আপনার জন্য দোয়া করি ।কারন আপনি গাজী ।আমাকে নিয়ে পোস্ট দেওয়ার মত আমার কোন আইডি নেই।আপনার কোন কিছু বলার থাকলে আমাকে মেসেজে দেন।যত ইচ্ছা বকা দেন ।আমি তাতে সংশোধন হয়ে যাব ইনশাল্লাহ।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
https://www.facebook.com/Sondhatara69
310923
২৪ মার্চ ২০১৫ রাত ১০:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি অনেক আগে থেকেই আমার ফেসবুক ফ্রেন্ড!!!! কেন আমাকে আইডি দিচ্ছেন??? মনে হয়য় আমার কথায় আঘাত পেয়েছেন কিন্তু কেন? আল্লাহ্‌ জানেন, এক বিন্দু মিথ্যা বলছি না, ফেসবুকে এক রাতে আপনার সংগ্রামী জীবনের কাহিনী শুনে ইচ্ছে হল আপনাকে একটা লিখা লিখি ব্লগে, আর আপনি কি না কি ভেবে বসে আছেন! আমি পিন মারা মন্তব্য করি!!! আরো বলছেন মেসেজে বকা দেয়ার জন্য! কিন্তু কেন? আমি একটু ঠোঁট কাটা স্বভাবের, সরাসরি অনেক কিছু বলে ফেলি যা অনেকে হজম করতে পারে না, আপ্নিও হয়ত সেদিন আমার মন্তব্য হজম করতে পারেন নি!!! সরি! আপনা্রা বড় মানুষ, বয়স বেশি, বিচক্ষণতাও নিশ্চয় বেশি, আমি অতি ক্ষুদ্র মানুষ, ভুল করতে না চাইলেও ভুল হয়ে যায়, আর করতে চাই না ভুল। কিছু বলতে গেলে ঠিক কথাটাও মুখ থেকে বেঠিক হয়ে বের হবে, সো চুপ থাকাই শ্রেয়!

আবারো বলছি, যে ক'জন ব্লগারকে আমার বেশি ভাল লাগে, তাঁদের মধ্যে আপনি একজন। আপনাদের নিয়ে ব্লগে একটা করে পোস্ট দেয়ার ভাবনা ছিল মাথায়, যেমন একবার ব্লগার 'হতভাগা' কে নিয়ে পোস্ট করেছি। কিন্তু বুঝলেন ভুল। তাই সিদ্ধান্ত নিয়েছি,আপনার লিখায় এটাই হবে আমার সর্বশেষ কমেন্ট! আমার মত একজন মানুষের যন্ত্রণা থেকে আল্লাহ্‌ আপনাকে মুক্ত রাখুন । আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File