আচ্ছা আপনারা ফেইজবুকটাকে কি ফটো গ্যালারী পাইছেন?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ মার্চ, ২০১৫, ১১:১১:৪২ রাত
আচ্ছা আপনারা ফেইজবুকটাকে কি ফটো গ্যালারী পাইছেন?
মেয়েরা প্রোফাইলে বা এমনিতে ছবি পোস্ট করলে যেমন বাহবা মারহাবা লাইক কমেন্টস তুফানের বেগে আসতে থাকে তেমনি আবার ইসলামিক চিন্তা চেতনার লালনকারীদের সমালোচনার ঝড় উঠে ।
না ,আমি মেয়েদের পক্ষে কথাটা বলছি না ।
আমি বলছি কথাটা যারা ইসলামের গবেষক ও চিন্তাবিদ ,উনারা কেন নিজেদের প্রোফাইলে বা অযথা বার বার উনাদের ছবি দিচ্ছেন ।এই খানে তো কাউকে সমালোচনা করতে একবারও দেখি না। আপনারা পুরুষ বলে ৭ খুন মাফ?
আচ্ছা আপনারা ফেইজবুকটাকে কি ফটো গ্যালারী পাইছেন?
এই কথা কারন হল,
মেরিজ ,বিবাহ বার্ষিকী , জন্মদিন ,রসনা বিলাসীদের বাসার খাবার ,ভোজন রসিকদের নানা প্রকার জিভে জল আসার মত ভোজ উপকরন, সেলফি ফোনের অপব্যাবহার করা তোলা ছবি , এমন কি বেড রুমের একান্ত নিজের প্রাইভেট ছবি ফ্রেন্ডলিস্টের বন্ধুরা যখন ফেইসবুকে দেন তখন আমাদের হোমে চলে আসে ।
আপনি কি ভেবেছেন ছবি দেখে কেউ যা করে না তা করার জন্য পাগল হয়ে যাচ্ছে আর যে যা জীবনে খায় নাই তা খাবার জন্য পেটের জ্বলা পোড়া শুরু হয়েছে বা যার বঊ তা রান্না করতে জানে না সেই মহিলার উপর তেলে বেগুন পড়ার মত চেত চেত মেজাজ শুরু হয়ে গেছে । আর যার মনে প্রেমের রোগ আছে তার মাঝে তা ফাগুনের আগুনের মত জ্বলে উঠেছে ।
আমি এই জন্য ছেলে/মেয়েদেরকেও বলব আপনারাও এতো সেলফি ফোনের তোলা ছবি দিয়ে দেশে বিদেশে পুরুষ/ মহিলাদের মাথা নষ্ট করে প্রবাসী /দেশি পরিবার গুলোতে আর নদীর পাড় ভাঙ্গনের মতন সংসার ভাঙ্গার মত উত্তাল ঢেউ তুলবেন না ।প্লিজ । এতে কারো ক্ষতি না হলেও আমাদের বাচ্ছাদের মন মানুষিকতা ও ইসলামের সভ্যতা ও সংস্কৃতির কাঠামো ভেঙ্গে যাচ্ছে ।তাই এই বার থামুন । এই টা নির্বাচনি ক্যাম্প নয় । আপনি এম পি /মন্ত্রি হবার জন্য পাবলিস্ট করার জন্য বার বার ছবি দিচ্ছেন ? সামুয়িক একটু বাহাবা মারহাবা লাইক কমেন্টস আপনার দুনিয়া ও আখিরাত বরবাদ করে দিচ্ছেন । তা কি ভেবে দেখেছেন?
আপনারা মেয়েদের ছবি দেখলে আপনাদের পর্দা নষ্ট হয় । ইসলামের অনেক লেকসার দেন কিন্তু আপনাদের ছবি দেখা কি মেয়েদের জন্য জায়েজ হয়ে যায় ? সেই খানে কি পর্দা নষ্টের বিধান আসে না ?
ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক চোখ তো গিয়ে পড়ে ।আমার মতে এই ব্যাপারটা অন্যরা না ভাবলেও আপনি একজন ইসলামের আলোকে আলোকিত ব্যক্তি হিসাবে আপনার ভেবে দেখা প্রয়োজন। আমি মনে করি ছেলে হোক আর মেয়ে হোক আপনার নিজের ছবি দিয়ে কি আপনি গুনাগার হচ্ছেন না নেক্কার হচ্ছেন তা মনে হয় ভেবে দেখা প্রয়োজন। আমার কথা কারো খারাপ লাগলে আমি ক্ষমাপার্থী।
হে আমাদের পালনকর্তা ! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি,তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের প্রতি করুণা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।
[আল কুরআন: সূরা আ‘রাফ, আয়াত ২৩]
বিষয়: বিবিধ
২১৩৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারুন লিখেছেন আপু, মাথা খারাপ হওয়ার কিছু নেই। সত্যিই তো বলেছেন, কোন দিন যা চিন্তাও করিনি। ইনশা-আল্লাহ মেনে চলার চেষ্টা করবো। অনেক অনেক শুকরিয়া।
ফেসবুক চালাবেন, কিন্তু ছবি দিবেন না তা কিন্তু হবে না। ওই, কথাটা আমার নয়,ফেসবুকের দাবীই হল ছবি থাকবে, অন্যান সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে এইখানেই ফেসবুকের ভিন্নতা।
ফেসবুকে লিখার কদর যতটা না, তার চেয়ে বেশি কদর ছবির। ১০ লিখায় যা লাইক পড়ে।, একটা প্রোফাইল পিকচারে তার চেয়ে বেশি লাইক পড়ে, সো লাইক পেতে হলে ছবির ব্যবহার করতেই হবে!
এক্তা কথা জিজ্ঞেস করব? ওইদিন ফেসবুকে সোনাবাবুটার ছবিটা পোস্ট করেছেন বলে কি তাকে নিয়ে ললনার দল টানা টানি শুরু করেছে? এবং সেজন্যই কি আজকের এই ছবি বিরোধী পোস্ট?
ছেলে হোক কিংবা মেয়ে, খুব জরুরী প্রয়োজন যেমন পরীক্ষার রেজিস্ট্রেশন, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড ইত্যাদি প্রয়োজন ছাড়া ছবি তোলা, সেগুলো জনসম্মুখে প্রকাশ করা অথবা বেগানা স্ত্রী/পুরুষ একজন আরেক জনের সাথে ছিবি বিনিময় করা আমার জানা মতে জায়েজ নেই। পর্দানশীন মেয়েরা যেমন ফেসবুকে ছবি ব্যবহার করে না, ধর্মপরায়ণ ছেলেদের ও উচিত ছিবির ব্যবহার না করা।
আমি আগে প্রচুর ছবি আপলোড করলেও আলহামদুলিল্লাহ্ এখন একদম করি না।
এখন আপনি শেষ লাইনে এসে আমার লিখার উদ্দেশ্যের আলোকেই মন্তব্যটা শেষ ক্রেছেন।এটাই আমার শান্তনা ।
প্রশ্নের উত্তর কিন্তু পাইনি! সেদিনের সে সুন্দর ছেলেটার, আপনার ছেলে হয়ে থাকবে, বা ছেলের মত কেউ, ফেসবুকে তার ছবি পোস্ট করার পর ললনাদের ক্ষপ্পরে পড়েছে না কি এখনো অক্ষত আছে?
জাযাকিল্লাহ..
শুধু ছবি নয়, মু'মিন তো যেকোন অপ্রয়োজনীয় কাজ/বিষয় থেকে নিজেকে বিরত রাখার কথা!
আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা আমাকে এ ফিতনা থেকে অনেকটাই মাহফুজ রেখেছেন!
তবে প্রোগ্রামাদির ছবি অন্যদের দ্বারা প্রচার হয়ে যায়!
আল্লাহতায়ালা আমাদের সবাইকে ক্ষমা করুন
মন্তব্য করতে লগইন করুন