মা করুন চোখে প্রহর গুনে যাচ্ছে,
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:০৮:৫৬ সকাল
মা করুন চোখে প্রহর গুনে যাচ্ছে,
কি মধুর আযানের ধ্বনি ,
ব্যাকুল নাচে ধমনী ।
জেগে গেছে শত পাথি
তুমি খুলে দেখো আখি।
জাগো আল্লাহর পেয়ারা
আর ঘুমাইও না বান্দারা
পুশু পাখি জিকির করে
তুমি উঠে প্রভুর বন্দেগী কর।।
শুনে দেখো মুয়াজ্জিন বলে কি
ঘুম থেকেও নামাজ ভাল নাকি।
তা হলে দেরী কেন উঠে পড়
নামাজ পড়ে কোরান পড় ।।
ভোরের সুনির্মল বাতাস বইছে
পাখিরা ভোরের গান গাইছে।
খুকু মনি পাঠশালায় যাচ্ছে
মা করুন চোখে প্রহর গুনে যাচ্ছে
বীর সেনানীরা বাচাও বাচাও
বলেআর্ত্নাথ চিৎকার করে যাচ্ছে।।
,
সেনাপরিবার গুলো মুনাজাতে
প্রভুর কাছে মাগফেরাত চাচ্ছে ।
সবার চোখে কান্নার বন্যা হচ্ছে
প্রিয় জনের স্মৃতি ভুলা কি যাচ্ছে ?
আমরা তোমাদের ভুলবনা
জালিমদের জুলুম থাকবে না
মজলুমেরা তাদের ছাড়বে না
আর কেদনা !সইতে পারি না
ছায়া হয়েও তোমাদের পাশে রইব।।
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন