ইতিহাস আপনাকে/আমাকে স্মরন রাখবেই

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৪২:১৯ রাত

ইতিহাস আপনাকে/আমাকে স্মরন রাখবেই



আপনি চান আর না চান ইতিহাস আপনাকে স্মরন রাখবেই । ইতিহাসের খাতার পাতা থেকে আপনার কর্মের র্কার্যবিবরনী/রেকর্ড /আমলনামা আপনি কোনটাই মুছে ফেলতে পারবেন না।

আপনি সব সময় ইতিহাসে দুই ভাবেই স্মরনীয় হয়ে থাকবেন ।

তা হলো সুকর্ম আর কুকর্ম ।দুই কর্ম এর যে কোনটি বা দুইটির সমষ্টির মাধ্যমেই আপনাকে ইতিহাস স্মরনীয় করে রাখবে।

যাদের সাথে আপনি ভাল কর্মের মাধ্যমে জীবনের সময় কাটালেন তাদের হৃদয়ের থেকে আরেক হৃদয়ে এর সিড়ি বেয়ে যুগ যুগ ধরে আপনি স্মরনীয় হয়ে থাকবেন। আপনি/আমি উত্তম চরিত্রের অধিকারী হিসাবে ইতিহাসের স্বেত পাথরের পাতায় সোনালী হরফে আপনার নাম স্মরনীয় হয়ে থাকবে।যেমন যুগ যুগ ধরে নবী রাসুলগনওসাহাবারাঃগনের নাম।

আবার আপনার কুকর্মের/খারাপ আচরনের মাধ্যমে খারাপ চরিত্রের লোক হিসাবে আপনি যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় কালো অধ্যায়ে ঘৃনিত ব্যাক্তি হিসাবে কালো পাথর এর মত মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে থাকবেন।যেমন নমরুদ ফেরাউন আবুলাহাব আবু জেহেল দের ঘৃনিত নাম।

ফূল ফুটে মৌমাছি দেয় মধু আর মাকসা দেয় বিষ।মৌমাছি চায় মধু আর মাকসা চায় বিস।

তেমনি আপনি এই সমাজ কে কি দিচ্ছেন তা আপনি ভেবে দেখুন।কি ভাবে বর্তমান সময় পার করছেন আর ভবিষ্যৎ প্রজন্ম আপনার আমার ইতিহাস কোন ভাবে স্মরন রাখবে তা ভেবে দেখুন।উত্তম চরিত্রের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের স্মরনীয় ও বরনীয় হয়ে দুনিয়াতে কল্যানকারী ও আখিরাতে উত্তম আমল অর্জনকারী হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারব ইনশাল্লাহ।আর সেই উদ্দেশ্যেই আমার পথ চলা সব খানে।

আমাকে অনেক ভাই বোন যখন কিছু ট্যাগ /করেন বা প্রিয় হিসাবে পড়ার নিমন্তন জানান আমি তাতে অনেক আল্লাহর শুকরিয়া আদায় করি । কারন উনাদের স্মরনে আল্লাহ আমার মত নগন্য বান্দিকে স্মরন করিয়ে দিয়েছেন ঐ পরিত্র মুহুর্তে ।উনার অনেক কষ্টে অর্জিত জ্ঞান আমাকে দিয়েছেন বিনা মুল্যে। তাতে আমি অনেক কিছু জেনেছি আর আমার বন্ধুরাও আমার দ্বারা জানতে পেরেছে ।আমি উনাদের জন্য আল্লাহ কে বলব,তিনি যেন উনাদের দুনিয়াতে ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করে জান্নাতী সুখে সুখি করেন।

আসলে আমি কোন লিখিকা বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞানের অধিকারীও নয় । তাও মাঝে মাঝে অজ্ঞতার কথা ভুলে গিয়ে জ্ঞানীদের জ্ঞানের সাগরে কাগজের নৌকা নিয়ে ডুকে পড়ি।আর যাদের আল্লাহর গোলাম হিসাবে বেশি ভালবাসি তাদের কে ভালবাসার অধিকারে ট্যাগ বা প্রিয় হিসাবে পড়ার নিমন্ত্রন করে ফেলি। উদ্দেশ্য শুধু আমার ভুল ধরায়ে আমার জীবন সংশোধন করা ও উনাদের মাধ্যমে যদি উনাদের বন্ধু রা ইসলামের দাওয়াত টা পায় ।লাইক কমেন্টস কোনটার বিন্ধু উদ্দেশ্য আমার নেই ।

কিন্তু অনেকের ম্যাসেজ / পোস্ট /কোমেন্টস এর মাধ্যমে বুঝতে পারলাম তাতে উনারা আমার আজে বাজে লিখায় বিরক্ত হন ও খুব মনে কষ্ট পান ।আমি উনাদের সহ সবার কাছে ক্ষমা পার্থি না বুঝে ট্যাগ বা নিমন্ত্রন পাঠাবার জন্য ।

আসলে আমি বোকা ।তাই বোকামীর আচরন হিসাবে ভালবাসার চর্চা করতে গিয়ে ভালবাসার অধিকার ঘাটায়ে অনেকের ভালবাসা থেকে বঞ্চিত হয়ে আনফ্রেন্ড হয়ে এখন আক্কেল হয়েছে একটুখানি । তাই ইনশাল্লাহ আর কাউকে ট্যাগ বা নিমন্ত্রন করে বিরক্ত করব না ।আর বেসুরা গান যেমন শব্দ দুষন হয়ে স্বাস্থ্যের ক্ষতি করে তেমনি আমিও আজেবাজে লিখা লেখি না লিখে আপনাদের মুল্যবান সময় নষ্ট না করে থাকতে চেষ্টা করব ।ইনশাল্লাহ । কারন বোবার নাকি শত্রু নেই । আর ঘুমের লোকের কোন পাপ লিখা হয় না ।

মানুষ মাত্রই ভুলকারী ।সেই হিসেবে আমি অজ্ঞতা বা ভুল বশত আমার কোন লিখা বা আচরনে আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমাকে আল্লাহরস্থে ক্ষমা করে দিন ।াল্লাহ আপনাদের ক্ষমা করুন ।কারন আমি এই খানে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আসি নাই।তাই আমার দ্বারা আপনারা কেউ কষ্ট পান তা আমার কাম্য নয় ।

আল্লাহ আমাকে ঈমানী এলেমী আমোলী যোগ্যতা দান করুন । আমিন





বিষয়: বিবিধ

১৬০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304970
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
246729
সত্যলিখন লিখেছেন :
Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File