আমার বন্ধু হবেন কারা?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৬:৫৫ দুপুর

আমার বন্ধু হবেন কারা?

"হে ঈমানদারগণ ! তোমাদের মধ্য থেকে কেউ যদি দীন থেকে ফিরে যায়, (তাহলে ফিরে যাক ), আল্লাহ এমনিতর আরো বহু লোক সৃষ্টি করে দেবেন, যাদেরকে আল্লাহ ভালবাসেন এবং তারা আল্লাহকে ভালবাসবে, যারা মুমিনদের ব্যাপারে কোমল ও কাফেরদের ব্যাপারে কঠোর হবে, যারা আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করে যাবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করবেনা ৷ এটি আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকে দান করেন৷ আল্লাহ ব্যাপক উপায় উপকরণের অধিকারী এবং তিনি সবকিছু জানেন৷

আসলে তোমাদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ, তাঁর রসূল এবং সেই ঈমানদাররা যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর সামনে বিনত হয়৷"

সুরা মায়েদা ৫৪-৫৫

'মুমিনদের ব্যাপারে কোমল' হবার মানে হচ্ছে এই যে,

মুসলমানেরা ভাই ভাই ,একই দেহের বিভিন্ন অঙ্গের মত থাকবে সম্পর্ক। এক জন মুমিন আরেক জন ঈমানদারদের মোকাবিলায় কখনো শক্তি প্রয়োগ করবে না । তার বুদ্ধি, মেধা, যোগ্যতা, প্রভাব-প্রতিপত্তি, অর্থ-সম্পদ, শারীরিক ক্ষমতা কোনটিই মুসলমানদরেকে দাবিয়ে রাখার , কষ্ট দেবার বা ক্ষতি করার জন্য ব্যবহার করবে না । মুসলমানরা প্রত্যেকে নিজের মধ্যে অন্যের জন্য সবসময় একজন দয়ার্দ্র হৃদয়, কোমল স্বভাবের, দরদী ও ধৈর্যশীল মানুষ হিসেবেই পেশ করবে ।

'কাফেরদের ব্যাপারে কঠোর' হবার মানে হচ্ছে,

নিজের মজবুদ ঈমান, নিস্বার্থ ও একনিষ্ঠ দীনদারী, অনমনীয় নীতিবাদিতা, চারিত্রিক শক্তি ও ঈমানী দূরদৃষ্টির কারণে একজন মুমিন ইসলাম বিরোধীদের মোকাবিলায় পাহাড়ের মতো অটল হবে । নিজের স্থান থেকে তাকে এক চূলও নড়ানো যাবে না । ইসলাম বিরোধীরা কখনো তাকে নমনীয়, দোদ্যুল্যমান এবং অনায়াশে গলধঃকরণ করার মতো খাদ্য মনে করতে পারবে না । যখনই তারা তার মুখোমুখি হয় তখনই টের পেয়ে যায় যে, এ আল্লাহর বান্দা মরে যেতে পারে কিন্তু কখনো কোন মূল্যে তার ঈমান বিক্রি হতে পারে না এবং কোন চাপের সামনে নতি স্বীকারও করতে পারে না ।

অর্থাৎ আল্লাহর দীনের অনুসরণ করার ব্যাপারে তাঁর বিধানসমূহ কার্যকর করার ব্যাপারে এবং এ দীনের দৃষ্টিতে যা সত্য তাকে সত্য এবং যা মিথ্যা তাকে মিথ্যা বলার ব্যপারে সে আপোষহীন ও নির্ভীক । কারোর বিরোধিতা, নিন্দা, তিরস্কার, আপত্তি ও বিদ্রূপবানের সে পরোয়া করবে না । সাধারণ জনমত যদি ইসলামের প্রতিকূল হয় এবং ইসলামের পথে চলার অর্থ যদি সারা দুনিয়ার সামনে নিজেকে অপাংক্তেয় বানানো হয়ে থাকে তাহলেও সে সাচ্চাদিলে সে পথকে সত্য মনে করেছে সে পথেই চলতে থাকবে ।

আমার বন্ধু হবেন কারা?

আমার বন্ধু হবেন তারাই ,যারা আল্লাহ ও তার রাসুল সাঃ এর বন্ধু

হে আল্লাহ ! তুমি আমার অন্তরযামী ,আমার অন্তরের খবর তুমি জানো, তোমার খাটি গোলাম যারা তাদের কে ভালবাসি ও বন্ধু বানাই শুধু তোমার আরশের নীচে স্থান পাবার উদ্দেশ্যে ।আর দুনিয়ার কোন স্বার্থে নয় । তাই তাদের কে তুমি দুনিয়াবী আসমানী সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে সবাইকে রক্ষা কর ।কারন তাদের যে কোন কষ্টে আমি অনেক বেশি হৃদয়ে আঘাত পাই ।তাদের দুনিয়া ও আখিরাতের জান্নাতী সুখ দিয়ে তোমার রহমতের চাদরে ডেকে রাখুন তাতে আমি আমার সুখ ও আনন্দ এর চেয়ে বেশি প্রশান্তি পাই।

যারা আমাকে দুনিয়ার উদ্দেশ্যে ভালোবাসে তাদের এই কৃত্রিম ভালবাসা থেকে আমাকে মুক্ত রাখো ।তাদের সাথের সকল ফেতনা থেকে আমাকে রক্ষা কর।আপনারা যদি আমাকে দুনিয়ার স্বার্থে ভালবাসেন তা হলে আমাকে ডিলেট করে দেন।আমি খুব খুশি হব। মৌলিক ভালবাসা সামান্যতেই চলে আর কৃত্রিম ভালবাসা সারা পৃথিবির সমান হলে তা মরিচিকার আলেয়া ।মিথ্যা প্রতারনা ছাড়া আর কিছুই নয়।

আর যারা আমাকে ভালবাসে তাদের কে তুমি তোমার আরশের নীচে স্থান করে দাও।তাদের এই ভালবাসার ঋন শোধ করার সামর্থ আমার নেই।তাই তদের কে তুমি দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার জান্নাতুল ফেরদাউসের সুখ শান্তিতে থাকার সুযোগ করে দাও ।

আমিন সুম্মা আমিন ইয়া রাহমানুর রাহিম ইয়া গাফুরুর রাহিম। —





বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304591
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে তাঁর প্রিয় বন্ধু (অলী) হওয়ার তাওফীক দিন। অামাদের সকলকে সিরাতুল মুস্তাকিম এ অটল রাখুন।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
246432
সত্যলিখন লিখেছেন : আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু খাইর
304603
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
246433
সত্যলিখন লিখেছেন : ালহামদুলিল্লাহ ।আপনাকেও ধন্যবাদ।
304611
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৭
কাহাফ লিখেছেন :
'আল্লাহর জন্যে ভালবাসা এবং আল্লাহর জন্যেই ঘৃণা করা' প্রকৃত মুমিনের পরিচায়ক!
ক্ষণিকের স্বার্থে দ্বীন বিমুখীতার পথ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন!আমিন!!

সুন্দর উপস্হাপনার জন্যে জাযাকিল্লাহু খাইরান!!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
246434
সত্যলিখন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দুনিয়া ও আখিরাতে দান করুন।আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File