তবুওকি বলতেই হবে আজি বসন্ত।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫০:৫৩ রাত
তবুওকি বলতেই হবে আজি বসন্ত।
বাগানে ফুল ফুটছে কোকিল ডাকছে
মৌমাছি ফুলে ফুলে গুনগুন করছে
অলিরা কলিদের কানে কানে
কি কি জানি গোপনে বলে যাচ্ছে ।।
আমি বলি,প্রভু! প্রিয়জন দূরে কেন?
এত বিরহের জ্বালা হৃদয়ের ব্যাথা
বুকের সকল দুঃখ কষ্ট দূর করে
ক্লান্ত হিয়াটাকে সুখে ভরে দাও।।
প্রিয়জন হারাবার পীড়নে
কেন স্বজনের পীড়িত এ মন?
স্বামী সন্তান কেন দূরে থাকতে হয়
তাদের খাবার নিয়ে হেরায় যেতে হয় ?
আজি বসন্তের আনন্দে নাচেনা কেন মন
অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকে রাতে দু'নয়ন
পোড়া আখি গুলো লোনা জলে ভাসায় বদন,
হাজার স্মৃতি ভেসে বেড়ায় হৃদয় গগন।।
হৃদয়ে ফুল ফুটে নাই পাখি ডাকে নাই,
কোকিলের কুহুতান কানে বাজে নাই
তবুওকি বলতেই হবে আজি বসন্ত।
আজিকার বসন্তের ফুলেল আনন্দে
ভরে থাকুক সবার জীবন বাগান।।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভরে থাকুক সবার জীবন বাগান।।
আমিও এটাই চাই
ভরে থাকুক সবার জীবন বাগান।।
বুঝে নিও মোর গাঁয়ে এসেছে ফাগুন৷
বুখারী শরীফ -৬৩৯৮
মন্তব্য করতে লগইন করুন