৭৫এর ১৫ই আগস্টে ফিরে যেতে বাধ্য করিসনা ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ জানুয়ারি, ২০১৫, ০১:৩৭:৪০ রাত
অনেক কিছু করেতে চাই না তাও
তাও কেন করতে বাধ্য করা হয়,?
আমি চাইনি আজ ২০ টাকার
রিকসা ভাড়া ৬০টকা দিতে
তাও কেন বাধ্য হয়ে দিতে হল?
চাষী চায়নি তার ফসল পচে বীজ নষ্ট হয়ে যাক,
তাই কেন তাকে সস্তায় বেচতে বাধ্য করা হয়?
মোরা চাইনি বেশী দামে জিনিসপত্র কিনতে খেতে
তাও কেন পেটে দায়ে বাধ্য হয়ে কিনে খেতে হয়?
বাবা মা সন্তানের খাবার পড়ার খরচ চালাতে নাপেরে
রহিমকে শ্রমিকে হতে মুমুকে বিয়েতে বাধ্য করা হয়?
নিজের দেশে মোদের কেন নেই স্বাধীনতা কথা বলার?
অন্যায়ের প্রতিবাদে কেন জীবন দিতে বাধ্য করা হয়?
গনতন্ত চেয়েছি আর বলেছি স্বৈরাচার নিপাত যাক
তবু কেন মোদের অবৈধ সরকার মানতে বাধ্য করা হয়?
মোদের দেশে শীতের অতিথি পাখি মারা দন্ডনীয় অপরাধ।
আর স্বৈরাচারী সরকারী দলের সোনার ছেলে সন্ত্রাসী কাজ করে,
বিচার নিজের হাতে তুলে নিয়ে নিরোপরাধী ছেলেদের মারলে পুরুস্কার।
কেন নিরোপরাধী আপনজন শীতের রাত কাটাতে বাধ্য হয় রাস্তায়?
জনগনের জান মালের নিরাপত্তার জন্য সরকার,জনগন তা পায় নাই।
জালিম সরকার হঠাতে জনগন কেন বাধ্য হচ্ছে অবরোধ হরতাল করতে?
দেশের জনগন দেশের কল্যানে অনেক কিছু করতে চাইনি রাজপথে।
জনগন শান্তি চেয়েছে,কেন র্যাব পুলিশ কে মানুষ মারতে বাধ্য করালে?
ঐক্য মোদের অটুট তাই ৭৫এর ১৫ই আগস্টে ফিরে যেতে বাধ্য করিস না ।
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি অপরাধ আমার স্বামীর।
কবিতায় নতুন লিখবো কি আর আমার ভাইয়ের ঝরছে খুন,
অন্তস্বত্তা বোনের রোদন কান পেতে আজ একটু শোন।
ঐ কবি তোর কাব্য থামা বজ্রকন্ঠে কর নিনাদ,
ভেঙ্গে দে, ফেল উপাড়ি খুনী হায়েনার বিষদাঁত।
.
মন্তব্য করতে লগইন করুন