আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি,
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৬ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৯:২৫ রাত
শত ধিক্কার জানাই বিজয় দিবসে তোমাকে কে
বলব আমি কারন কত?আছে আমার কাছে শত সহস্র।
স্বদেশ বিজয় হল ,তবুও কেন মোরা অরক্ষিত ?
আর প্রতিবেশি দেশের দাদা বাবুরা কেন এত সুন্দর সুরক্ষিত ?
বিজয়ের পতাকা হাতে পথিক কাদে পে্ট যে তার ক্ষুদায় জ্বলে ,
মুক্তিযোদ্ধা হয়েও কেন মোলিক চাহিদা থেকে বঞ্চিত তারা ।।
জয় বাংলা বলে জয়ের মায়ের সোনার ছেলেরা রাজপথে মিছিল করে
নারায়ে তাকবীর আল্লাহু আকবর বলে গলির পথেও নামলে পরে
আমার কোরানের সৈনিক মুজাহিদ ছেলেদের কেন টুটি চেপে ধরে?
আজ বিমাত্রী সুলভ আচরন করে কেন স্বাধীনতার মর্যাদা ক্ষুন্ন করে?
ডাস্টবিনে বসে কাক কুকুর মানুষ এক সাথে খেয়েছিল ১৯৭৪রে
২০১৪ সালে আজো কেন পেটের ক্ষুদায় বৃদ্ধ করিম চাচা আর বাচ্চা রহিম
সেই ডাস্টবিনে কাক কুকুরের সাথে কাড়াকাড়ি করে কেন খাবার খাবে ৩জি যুগে?
জবাব দাওস্বাধীনতা তুমি বাংলার মানুষের মোলিক চাহিদা কি পুরন করতে পেরেছ?
শত ধিক্কার জানাই বিজয় দিবসে তোমাকে আর শত ধিক্কার জানাই স্বাধীনতাকে
আজ বিজয় দিবসে কেনশুধু চারপাশ থেকে ভেসে আসছে শেয়াল কুকুরে ডাক
ফুটপাতে আর স্টেশনের প্লাটফরমে এই শীতে শুয়ে কাপছে যারা তারা কি পেল স্বাধীনতার স্বাদ?
বল স্বাধীনতা! কেন মুসলিম দেশ হয়েও তোমার বুকে বাস করছে নাস্তিক মুনাফিকরা?
ইসলাম ধ্বংস করার জন্য সন্মানিতদের জেল জুলুম হত্যা ফাসি দিয়ে কেন হাসছে হায়নারা।
আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি,
তবে যদি রাখতে পার ইসলামের তথা কোরান সুন্নাহর সন্মান।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
স্বদেশ বিজয় হল ,তবুও কেন মোরা অরক্ষিত ?
আর প্রতিবেশি দেশের দাদা বাবুরা কেন এত সুন্দর সুরক্ষিত ?
দারুন হয়েছে আপু। তবে শিরোনামের সাথে একমত নয়। অনেক ধন্যবাদ আপু ।
বিজয়ের পতাকা হাতে পথিক কাদে পে্ট যে তার ক্ষুদায় জ্বলে ,
মুক্তিযোদ্ধা হয়েও কেন মোলিক চাহিদা থেকে বঞ্চিত তারা ।।
Click this link
মন্তব্য করতে লগইন করুন