আজ কাল ছেলে মেয়েরা ব্যাম্পার ফলনের মতই অতি দ্রুত উচ্চ শিক্ষিত হচ্ছে ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৪:০৪:১৫ বিকাল
আজ কাল ছেলে মেয়েরা ব্যাম্পার ফলনের মতই অতি দ্রুত উচ্চ শিক্ষিত হচ্ছে ।
মা বাবা গর্বে বুক ভরে যাচ্ছে সন্তান উচ্চ শিক্ষিত হচ্ছে। এটা দেশের সভ্যতা ও সংস্কৃতির জন্য কল্যানকর ।কারন শিক্ষা জাতির মেরুদন্ড । কিন্তু উচ্চ শিক্ষিত হ্ইয়ে যখন তারা কান্ড জ্ঞানহীন ও মুর্খের মত কাজ করে তখন তাদের শিক্ষিত বলতে লজ্জা লাগে । বিশেষ করে ছেলেরা যখন ইসলামের নুন্যতম নৈতিক আচরন ভুলে যায় তখন তারা হিংস্রপশুর চেয়েও অধম হয়ে যায় । আর মেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে নিজের বাবার পরিবার ,স্বামীর পরিবার ও সন্তান লালন পালনে সেই শিক্ষা কাজে লাগাতে পারে না তখন এই সব মেয়েদের আমড়া গাছের ঢেকির চেয়ে অধম মনে হয় ।
স্বামী/স্ত্রীর ও সন্তানের জন্য যারা দায়িত্ব পালনের অনুভুতি বুঝে না তারা কিভাবে বাবা মা /শ্বশুড় শ্বাশুড়ির প্রতি দায়িত্ব জ্ঞান বুঝবে? তখন মনে হয় আগের অশিক্ষিত বাবা মা রা তো এই বরবর উচ্চ শিক্ষিতদের চেয়ে অনেক ভাল জ্ঞানী ছিল । পুরুষ এসে রাগ দেখাচ্ছে বৌএর উপর ।তুমি কি কর সারা দিন ? শুধু বসে বসে খাও । স্ত্রীর মাথা গরম করে গোখরা সাপের মত ফনা তুলে বসে আছে স্বামী কখন ঘরে আসবে আর চোগল মারবে । কারন স্ত্রী সারা দিন বাচ্ছা লালন পালন স্কুল পড়া লিখা হাট বাজার কেন একা সামলাতে হল । তুমি পুরুষ এসেই খাবা এতো সোজা? দুই দিকের মেজাজের গরমে সারা রাত জান্নাতী স্বামী স্ত্রীর মাঝে জাহান্নামের আগুন জ্বলতে থাকে । কিন্তু এই খানে স্ত্রী ভাবে নয়া এই পুরুষ না রুজি করলে সংসার চলবে কিভাবে ।আর পুরুষ ভাবে না আমার স্ত্রী বাকী সব ধরে রাখছে বলেই আমি বাহিরে রোজগার করতে পারছি । এই খানে একটু ধৈর্রযে অভাব
আমার শ্বাশুড়ি মারা যাওয়ার আগে প্যারালাইজ হয়ে আমাদের স্বামী স্ত্রীর খাটে আমাদের সাথে ছিলেন ।আমার কাছে উনার মলমুত্র পরিস্কার করতে মনে হত আমার ছোট মেয়ে । আবার আমাকে সারা দিন শুয়ে শাসনের উপর রাখতেন ।আর আমার কাছে মনে হত আমার মা শুয়ে শুয়ে আমাকে শাসন ও হুকুমের উপর কাজ করাচ্ছেন । আল্লাহ শ্বাশুড়িকে জান্নাতুল ফেরদাউস দান করুন ।
ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ বলেন , উচ্চ শিক্ষিত হয়েও যদি ইসলামের জ্ঞান না থাকে তা হলে তুমি সকল মুর্খদের পন্ডিত হইয়েছ
আসল কথা হল এদের মাঝে ইসলামের মুল্যবোধের অভাব । ফরজ ওয়াজিব তো জানেই না বরং অদব কায়দাও জানে না।
তাই এরা নুন্যতম বিবেক টাও কাজে লাগাতে পারে না । ইসলামের জ্ঞান যেখানে নেই সেখানে তো জাহান্নাম থাকবেই । পোচা ডিমে কখন বাচ্ছা ফুটে না আবার সেই ডিম খাওয়াও যায় না । আজ উচ্চ শিক্ষিত পচা ডিমে পরিবার সমাজ রাষ্ট্র ভরে যাচ্ছে । এর হাত থেকে বাচার জন্য আমাদের কোরানের চায়াতলে সমেবেত হতে হবে ।
বিষয়: বিবিধ
১৫৫৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর চেয়ে আর কঠিন সত্য কি হতে পারে! খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ
অতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ।
আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দান করুন ।
শিক্ষিত হচ্ছে কয়জন!!!!
Click this link
মন্তব্য করতে লগইন করুন