আমি ভালবেসেছি আপনার তাকওয়ার পিরামিড কে
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ নভেম্বর, ২০১৪, ১২:৪৪:৫০ রাত
আমি আপনার দেহ ওঁ মন সন্মান কে ভালবাসি নাই
তাই আপনার ছবি বা আপনার উচ্চভিত্ত আমার দরকার নাই
কারন আমি ভালবেসেছি আপনার তাকওয়ার পিরামিডকে
আপনার বালাখানা আর নামি দামী গাড়ি বাড়িকে ভালবাসি নাই
ভালবেসেছি আপনার কোরান সুন্নাহর আলোকে বাস্তব আমল কে
আমি কোন কষ্টে কান্দতে রাজি আল্লাহর কাছে , তাই থাকি খুশি মনে
কিন্তু আপনার প্রতারনার কারেন্ট জালে আটকেে একমুহুর্ত হাসতে রাজি নয়।
আমি আপনাকে সন্মান করি তাই বলে আপনার মিথ্যা অপমান মেনে নেব না।
আমি আল্লাহকে ভালবাসি তাই আপনাকে মুত্তাকিন ভেবে ভালবেসেছি
আমার ভালবাসাকে সস্তা আর দূর্বিলতা ভেবে আপনি তা নিয়ে খেলা করছেন?
দুনিয়ার কোন লাভ লোস নেই আমার সেই ভালবাসার মাঝে
তাই আপনার চলে যাওয়া বা থেকে যাওয়ার মাঝে
আমার কোন পরিবর্তন হয় নাই বা হবে না ইন শাল্লাহ
আপনি আমাকে যেখানে যেই ভাবে রেখে গেছেন
আমি সেখানে সে ভাবে পুর্বের ভালবাসার মানদন্ডে দাঁড়িয়ে আছি ।
দুনিয়াতে হয়ত আপনাকে কোন দিন কোন খানে আমি খুজব না
কারন দুনিয়াতে আপনাকে আল্লাহর গোলাম কে ভালবাসলে
আল্লাহ কাল হাশরের ময়দানে আমায় ডেকে নিবে আরশের নীচে
তখন আমি চার পাশে খুজব আপনি আছেন আমার কোন পাশে
তখন আপনি বুঝবেন আপনাকে আমি কতখানি ভালবেসেছি ।
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাকে মুক্তি দিলেতো তার বিরহে কান্না করতে হবে নীরবে! তার চেয়ে বেধেঁ রাখলেই ভালো!
থেকে পবিত্র ভালবাসা। কারন এ
ভালবাসায় কোন রকম অপবিত্রতা
থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে
না শুধু নীরব কিছু অভিমান থাকে,
যা কখনো কেউ ভাঙায় না ...
থেকে পবিত্র ভালবাসা। কারন এ
ভালবাসায় কোন রকম অপবিত্রতা
থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে
না শুধু নীরব কিছু অভিমান থাকে,
যা কখনো কেউ ভাঙায় না ...
মন্তব্য করতে লগইন করুন