মেয়েরা আসলে আবেগ আপ্লুত বেশি।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ নভেম্বর, ২০১৪, ০৮:৩০:২৫ রাত
মেয়েরা আসলে আবেগ আপ্লুত বেশি।
তোমরা যারা আজ মেয়েদের ভাবছ মানুষ কি না ,
মেয়েরাও মানুষ তোমাদের কারনে তারা হচ্ছে প্রবঞ্চনা।
তোমরা যারা বলছ মেয়েদের ,তারা খুব আবেগ প্রবন।
মেয়েরা যখন নিজের কথা ভুলে তোমাদের সুখের কথা ভাবে
মেয়েরা অসুস্থ্য হয়েও ভোজন রসিকদের খুদা নিবা্রনে রান্না করে,
জানের মায়া ত্যাগ করে মাতৃত্বের টানে সন্তান লালন করে,।।
আত্নীয় স্বজন মেহমান অতিথি যেই আসুক না তোমাদের
জ্বরের কাপুনি মাথা ব্যাথা ভুলে হাসি মুখে করছে বরন তাদের
ঘরের কোথায় কি আছে তৈরী করে টেবিল সাজায়ে সমাদর করে।
সংসারের ষোলআনা ঠিক করে রাখলে,বল ,পেয়েছি সেরা বউ এক খানি
বন্ধু চেহারা আধুনিকতা জোছ,দেখলে তোর চোখের পলক পড়বেনাএকটুখানি ।।
মুমেনা বলে ঈমানের বলে কোরানের ডাকে সারা দিয়ে যদি যায় মেয়েরা ময়দানে,
স্বামী সন্তান নিয়ে জান্নাতে থাকবে বলে সবাইকে চালাতে চায় সিরাতুল মোস্তাকিমে,
দুনিয়ার মোহে বিভোর হয়ে রক্তিমচোখে তখন মেয়েদের বল,,এত চালাক কোথায় হলে।
অজ্ঞতা অন্ধকারের আস্টেপিস্টের বাধন খুলে কোরান মোদের দিয়েছে আলোর পথের দিশা ।
যতই অপবাদ আর গঞ্জনা লাঞ্চনা করে শুনাবে মোদের , মুজাহিদারা সব সয়ে জাবে হাসি মুখে।
পন্যময়ীদের মোহে তাগুতের জসে গায়েল করে শুনাও, মেয়েরা আসলে আবেগ আপ্লুত বেশি।
তোমাদের ভালবাসে সারা জীবন হাসি মুখে সকল কষ্ট সয়ে যাওয়ার কি সুন্দর উপহার দিলে ।
পাগলের মত ভালবেসে পুষ্প্যশয্যায় শোয়ায়ে মধুর স্বপ্ন দেখাবে ভেবে মোরা পাই অপমানের মালা।
জান মাল সব প্রভুর তরে সপে দিলাম, অশ্রু বিসর্জন করে তাও মোরা বেচে থাকব তোমাদের সাথে।
ভালবেসেছি বলে মেয়েদের হ্বৃদয় হরন করে ভুলবুঝে কেন অযথা সেই পবিত্র হৃদয় নিয়ে কর খেলা।
বিষয়: বিবিধ
২৪১২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার একটু সমালোচনা করিঃ পোষ্টের ছবিটা ছেলের চোখ বলে মনে হয়।
তবুও ভালো লাগলো । ধন্যবাদ
চোখ যে মনের কথা বলে ,চোখে চোখ রাখা শুধু নয় , চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মত চোখ থাকা চাই । কিন্তু সেই চোখ আর সেই মন এখন আর এই দুনিয়াতে নেই । তাই আপনি এই দুনিয়াতে না পেলেও আখিরাতে আশা রাখি পাবেন আপনার প্রেয়সীকে । আর আমার লিখার কারন অনেক বোনের কাছে শুনি উনারাদের কেও আবেগী এই কথা বলা হয়ে থাকে ।এতে একটা মেয়ে তার কর্ম স্পিহা হারিয়ে ফেলে । ফরজ দায়িত্ব পালন করে মেয়েরা কুল কিনারা পায় না ।সেখানে আবেগের তারনায় নফল করবে কোন সময় । তার পর আবার আল পিনের খোচা মার্কা কথা শুনলে হসপিটালে ভর্তি হয়ে রেস্টে থাকতে ইচ্ছে হবে । আমার এক বোন আছেন আমাকে অনেক ভালবাসেন । তিনি আমাকে ফোন করলেই উপদেশ দিবেন ,পারভীন আপা প্রতি মাসে ৪/৫ দিন বেড়াতে কোথায় চলে যাবেন । তা হলে পুরুষ রা বুঝবে আসলে একজন মহিলা সংসারটা কত ত্যাগের পরে টিকে আসে ।" আমি শুনে অবাক । স্বামীর হক সন্তানের আল্লাহর হক বান্দার হোক এতো দায়িত্ব পালন না করে এর জবাব আল্লাহর কাছে কিভাবে দিব । অনেক বোনের মনের ব্যাথা শুনলে মনে হয় আমার নুরজাহান আপার কথা কি তা হলে সত্য ।
আরো অনেক বোনের কাছে শুনি উনারাদের কেও একই কথা বলা হয়ে থাকে ।এতে একটা মেয়ে তার কর্ম স্পিহা হারিয়ে ফেলে । ফরজ দায়িত্ব পালন করে মেয়েরা কুল কিনারা পায় না ।সেখানে আবেগের তারনায় নফল করবে কোন সময় । তার পর আবার আল পিনের খোচা মার্কা কথা শুনলে হসপিটালে ভর্তি হয়ে রেস্টে থাকতে ইচ্ছে হবে । আমার এক বোন আছেন আমাকে অনেক ভালবাসেন । তিনি আমাকে ফোন করলেই উপদেশ দিবেন ,পারভীন আপা প্রতি মাসে ৪/৫ দিন বেড়াতে কোথায় চলে যাবেন । তা হলে পুরুষ রা বুঝবে আসলে একজন মহিলা সংসারটা কত ত্যাগের পরে টিকে আসে ।" আমি শুনে অবাক । স্বামীর হক সন্তানের আল্লাহর হক বান্দার হোক এতো দায়িত্ব পালন না করে এর জবাব আল্লাহর কাছে কিভাবে দিব । অনেক বোনের মনের ব্যাথা শুনলে মনে হয় আমার নুরজাহান আপার কথা কি তা হলে সত্য ।
মেয়ে তথা নারীদের অবদান অস্বীকার করার উপায় নেই।কিন্তু কিছু কিছু মেয়েদের কালনাগিনীপনা মাতা-ভগ্নি ছাড়া সকল মেয়েদের উপরই ঘৃণা-বিদ্বেষ সৃষ্টির জন্য যথষ্ঠ!
সহমত আপুমনির সাথে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।
মন্তব্য করতে লগইন করুন