আমি খুবই অসুস্থ্য।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৭ অক্টোবর, ২০১৪, ১১:৫০:১৯ সকাল
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি খুবই অসুস্থ্য।
সবাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া চাইবেন।
প্রোগ্রাম চলাকালীন অবস্থ্যায় কথা বলাবস্থ্যায় অজ্ঞান হয়ে পড়ে যাই।আবার বাম হাত পা ও মুখ পেরালাইজ হয়ে যায়
মাথায় প্রচন্ড পেইন ।পেসারটা ২০০/১২০ এর নীচে নামছে না ।আলহামদুলিল্লাহ।
আপনাদের সাথে আমার জানা অজানা অপরাধ ক্ষমা করে দিবেন।
আমার জন্য আল্লাহর কাছে নেক হায়াত চাইবেন এবং দ্বীন কায়েমের জন্য আমার অচল অঙ্গ গুলো স্বচল করে দিক ।আর মৃত্যু হলে আমার কল্যান হয় তা যেন শহিদি মরন হয় ।
আল্লাহ দয়ালুদের মধ্যে শ্রেষ্ট্য দয়ালু তাই আমাদের সবার প্রতি তিনি দয়ার ভান্ডার উজার করে দিলেও টা কমবে না ।তাই আমাদের প্রতি রহত দান করুন ।
আল্লাহ আমার উপর সন্তুষ্টি অবস্থ্যায় আমাকে উনার কাছে কবুল করে নিন।আমার দুনিয়ার গুনা দুনিয়াতেই ক্ষমা করে দিইয়ে জান্নাতি হিসাবে কবুল করে নিন ।
আল্লাহ আমার সন্মানিত শিক্ষক দাদা ও আপনাদের সবাইকে সুস্থ্যতা ও নেকহায়াত দান করুন ।আমিন। জানি না হয়তএটাঈ আমাড় শেষ পোস্ট । আমাকে ক্ষমা করে দিএবন ।
বিষয়: বিবিধ
৪৫৭০ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিন। আমি জুমুআর নামাজের পর আপনার সুস্থতা ও মাগফিরাত কামনা করে নফল নামাজ পড়ে দোআ করবো, ইনশাআল্লাহ।
হায় আল্লাহ্ , আপনিতো রহমান, রহীম, শ্রেষ্ঠ শিফা দান কারী,
আল্লাহ্ আপনাকে এমন কষ্ট ও বিপদের সময়ও ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন। আমীন। খুবি কষ্ট লাগলো আপনার শরীরের একাংশ প্যারালাইজ্ড্ হওয়ার কথা শুনে। আমার শুধু চোখের পানি পড়তেেছ এখনও।
“আসআলুল্লাহাল আজিমা রব্বাল আরশিল আজিমি আই-এশফিআ’ক্।”
মহান আল্লাহ্ আপনাকে শেফা দান করুন।
ব্লগে এখন আসার সময় পাই না, আজ একটু সময় পেয়ে এসেছিলাম টুডে ব্লগের অবস্থা দেখতে ..আপনার এই পোষ্টটা দেখেই লগিন করলাম।
মডারেটর ভাইদের অনুরোধ করছি এই পোষ্ট ষ্টিকি করপার জন্য।
সহমত।
আল্লাহ আপনাকে দ্রুত রোগমুক্তি দিন আমিন।
করুণাময় আল্লাহ আপনাকে'শিফা-এ কামেলাহ' দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুন এই দোয়া।
ইন্নাল্লাহা ইয়াশফিকুন্না মিন কুল্লি মারীজ, আমিন।
আমার জন্য দোআ করার অনুরোধ করছি, হেদায়াতের দোআ করবেন আমার জন্য।
জাযাকাল্লাহ খায়ের
আলহামদুল্লিলাহ !!আলহামদুল্লিলাহ !!
হে আল্লাহ আপনি আমাদের সবার প্রিয় আপুটাকে সুস্থতা দান করুন তাকে নেক হায়াত দান করে বেশি বেশী দ্বিনের খেদমত করার তৌফিক দান করুন । আমীন !
আপু চিন্তা করিয়েন না নিশ্চয় আল্লাহ যা করেন আমাদের ভালর জন্যই করেন । ইনশা আল্লাহ আপনি ভাল হয়ে যাবেন ।
এই অল্প সময়ে আপনার লিখা এবং মন্তব্য ও প্রতি মন্তব্যের দ্বারা আপনাকে যতটুকু জেনেছি, তাতে আপনাকে একজন ভালো মনের মানুষ মনে হয়েছে।
আল্লাহপাকের কাছে আপনার আশু রোগমুক্তির প্রার্থনা করছি, আপনি সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন।
আল্লাহপাক আমার দোয়া কবুল করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমীন।
।
---------
অনেক কথা বলেছি মনে কোন কষ্ট থাকলে ছোট হিসেবে ক্ষমা করে দিবেন। আমিও আল্লাহর সাক্ষাত কে পছন্দ করি
কবে যে মরে যাই পৃথিবীর থেকে কবরে যাওয়াটাই উত্তম আল্লাহর কাছে চা্ওয়া, মারার সময় যেন "লা ইলাহা ইল্লাল্লাহ" বলতে পরি ও মুসলিম হিসেবে মরতে পারি
অাল্লাহ তাঅালা অাপনাকে শিফা দান করুন। অামিন
মন্তব্য করতে লগইন করুন