হাজির প্রভু আমি হাজির

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৩ অক্টোবর, ২০১৪, ০৪:৩২:১৬ বিকাল

হাজির প্রভু আমি হাজির



লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক,

লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক

হে প্রভু দয়াময়!চেয়ে দেখ

তোমার ডাকে এই গোলাম হাজির।

আমি জানি ,তুমি মহিয়ান

তুমিই গরিয়ান তুমি সর্বশক্তিমান।

পশুকে জবাইইয়ের আগে মোর

নফসপশুকে জবাই এর শক্তি দাও,

আমার নিয়তে কথা কাজে মিল রেখে

মোর হেদায়াত করে দাও ।

বুকে ব্যাথা চোখে জল মুখে হাসি নিয়ে

দৃঢ় থাকি যেন মুমিনের মতন।

রাসুলের সাঃ অপমানে মোর হিয়া কাপে

নয়নে অঝরে বারি ঝরে,

তার প্রেমে মুমিনেরা দেখে যখন

তার আত্নত্যাগের মক্কা-মদিনার জীবন

রক্তের লোহিত কনিকা বারুতের মত

উত্তপ্ত হয়ে নাস্তিকদের খোজে।

আমরা মুসলিম!এক আল্লাহ ছাড়া

ডরাইনা কারো তা শুন মুরতাদ।

বিধর্মীদের কোলে বসে কেন করিস

আমার প্রানের রাসুলের বদনাম।

এই নরপশু হায়না,তোর বুকে সাহস থাকলে

বাংলার মাটিতে আয় না,

পিচাশের মাংস শিয়াল কুকুর খাবে না,

যেমন খায়নি ফেরাউনের লাস।

তুমি মোরে আত্নসমর্পনকারী হিসাবে

কবুল কর নাও হে মহান!

আমি তোমার বানী পড়ে জেনেছি,

তুমি আছো মোর হৃদয়ের মাঝে।

তাই তো আমি তাওয়াফ করি

সারাক্ষন আমার হৃদয়ের চারপাশ।

কত মেহমান তোমার ঘর

তাওয়াফ করছে কত মেহনত করে

মীনা আরাফায় ক্ষমা পাবে

কত গুনাগার পাপীতাপী বিশ্বজাহানের

ইয়া গাফুরুর রাহিম এই গুনাগারকে

ক্ষমা করে তাদের সাথে কর সামিল।

তুমি ছাড়া কেহ নেই আমার,

তাই প্রভু রহমতের চাদরে ডেকে রাখো আমায়।

বিষয়: বিবিধ

১৫৪৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271164
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৮
সাদিয়া মুকিম লিখেছেন : [b]ইয়া গাফুরুর রাহিম এই গুনাগারকে

ক্ষমা করে তাদের সাথে কর সামিল।

তুমি ছাড়া কেহ নেই আমার,

তাই প্রভু রহমতের চাদরে ডেকে রাখো আমায়[/b

সুন্দর কবিতা! Rose Love Struck Good Luck


০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪২
215335
সত্যলিখন লিখেছেন : Praying Praying Praying

271165
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
শেখের পোলা লিখেছেন : আমিন৷
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪০
215334
সত্যলিখন লিখেছেন :
271169
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
ইয়া গাফুরুর রাহিম এই গুনাগারকে
ক্ষমা করে তাদের সাথে কর সামিল।
তুমি ছাড়া কেহ নেই আমার,
তাই প্রভু রহমতের চাদরে ডেকে রাখো আমায়।
Praying Praying Good Luck Good Luck Praying Praying
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৬
215332
সত্যলিখন লিখেছেন :





০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৮
215333
সত্যলিখন লিখেছেন : ঈদের সালামী



০৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৭
215342
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমারতো আনন্দের অশ্রু চলে আসতেছে, সালামী দেখে।আমি যারপরনাই খুশি হয়েছি। আমার মা ছাড়া অন্য কেউ আমাকে জীবনেও কোন সালামী দেয় নাই। ইনশা আল্লাহ্ আমি কখনও ভুলবো না এই সালামীর কথা। যাজাকিল্লাহু খাইর।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
271183
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
পবিত্র লিখেছেন : সুন্দর কবিতা। ভালো লাগলো খুব।

০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩০
215330
সত্যলিখন লিখেছেন :



271195
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপা আপনি ইদানীং অনেক সুন্দর কবিতা লিখছেন। চমৎকার হয়েছে।
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৬
215328
সত্যলিখন লিখেছেন : আপা আসসালামুয়ালাইকুম ।নাতি কোলে বসা ।আপনার মন্তব্য দেখে খুশি হয়ে আপনার জন্য ঈদের গিফট পাঠালো। আমার থেকে কি দেব । তাই শুধু দাওয়াত দিলাম বাসায় আশার ।
271200
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
বাজলবী লিখেছেন : অামিন
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৩
215336
সত্যলিখন লিখেছেন :
Praying Praying Praying
০৫ অক্টোবর ২০১৪ রাত ১০:১৫
215841
বাজলবী লিখেছেন : ওয়ালাইকুম সালাম
ঈদ মোবারকGood Luck
271230
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose
অনেক ধন্যবাদ।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৭
215645
সত্যলিখন লিখেছেন :
271235
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:২৯
আফরা লিখেছেন : আমীন । ঈদ -মোবারক আপু ।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৩
215643
সত্যলিখন লিখেছেন :
271301
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেক ভাল লেগেছে! আল্লাহ আপনাকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করুন।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১২:৩২
215640
সত্যলিখন লিখেছেন :
০৫ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৩
215642
সত্যলিখন লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File