মা!আজো স্বপ্ন দেখি,
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৯:৩৪ রাত
বলি বলি করে বলতে পারিনি আর
তবে বলব বলব করে ভেবেছি শত বার
আজ তা হলে বলেই ফেলি,শুনে নে শুধু একবার
জানিস মা তোদের ভালবাসি কোটি কোটি বার ।।
কথাটা আগে বলেছি নির্ঘুম জোনাকীদের কানে কানে
আমার সেই ভালবাসা আজো তোদের খোজে সকাল সাঝে,
তাই রাজহংসের মত ডানা ঝাপটিয়ে ভেসে বেড়ায় নয়নের স্বচ্ছ জলে।
হৃদয়ের নদীটির তীরে খেলা করিস কিন্তু ঢিল ছুড়েসনে সেই নদীর বুকে।।
এখনো কি তোরা আগের মত ছুটাছুটি করে গায়ে কাদা মেখে ফেলিস?
কিচ্ছু হবে না স্নান সমার্পন করেনিস সেই নদীর পাড়ে সান বাধানো ঘাটে।
নাকি অনেক বড় হয়েছিস ভেবে গুটিয়ে নিয়েছিস ঘন শুভ্র কুয়াশার ভয়ে?
তাই খোকারা ভয় পেয়ে এখন আর আগের মত ঝাপ্টিয়ে ধরে না মাকে,
বলতাম মিষ্টি হেসে ভয় পাচ্ছিস কেন?
আল্লাহ যাদের সাথে থাকে ভয় কি তাদের থাকে?
এখন কাকে বলিস ?
বিদ্ধা বুদ্ধি সবই পারি যদি থাকিস মা তুই বসে পাশে
ঘুম পাড়ানির গান টা বল না মা মাথায় হাত টা বুলিয়ে বুলিয়ে
ঘুমের বান করে থাকতি যখন যাবার বেলায় দেখি আচলটি আসছে না সাথে
মা!আজো স্বপ্ন দেখি, তোরা কোরান সুন্নাহর হেদায়াতের পথে চলে
এনে দিবে পরকালে সোনালী রো্দ্রু ভরা সবুজ জান্নাতী এক উদ্যান।
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিতো মেয়ে, এখানেতো সব ছেলে দেখা যাচ্ছে ...
যদি কিছু মনে না করেন, আপনার বয়স কতো?
আমি তো মনে করছিলাম, আপনি আমার চাইতেও ছোট – এই জন্য অনেক জ্বালাময়ী বক্তব্য দেন, এখন দেখা যাচ্ছে – আপনার ছেলের বয়সী আমি!
আগে যে আপনাকে ঝাড়ি-মার্কা কথাবার্তা বলেছি, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
আমি তো আপনার কথায় কোন কিছু মনে করি নাই । কারন আমি ইসলামের যে পথ পছন্দ করেছি এই পথে এই রকম ঝাড়ি আর ঝাড়ুর সব খেতে হয় ।কিন্তু কিছুই মনে রাখি না । কারন আমরা সবাই ব্লগে একই পরিবারের সন্তান এর মত । এখানে কেউই কারো কথায় মনে কিছু নেন না ।
আর ছেলের বয়সের বলে তো আরো আকাশের হৃদয়ের বিশালতা বাড়ায়ে দিলেন। তাই ক্ষমার তো প্রশ্নই আসে না। আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দান করুন।
কোরান সুন্নাহর হেদায়াতের পথে চলে
এনে দিবে পরকালে
সোনালী রো্দ্রু ভরা
সবুজ জান্নাতী এক উদ্যান।
আ মী ন
সেই সাথে কিউট বাবুগুলোও। ওদের জন্য আআম্র পক্ষ থেকে এত্তো এত্তো ভালো বাসা পয়ছে দিবেন।
সবাইকে নিয়ে আল্লাহপাক আপনাকে অনেক ভালো রাখুন।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন