তুমি অন্তরযামী হয়ে সবই দেখ ও জানো ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৫:২৭ রাত
তুমি অন্তরযামী হয়ে সবই দেখ ও জানো ।
হে রহমান আমাকে যারা ঘৃনা করে তাদের কে তুমি ভালবাস ।
হে প্রভু আমাকে যারা কষ্ট দিয়ে মনটা ক্ষত বিক্ষত করে তাদের তুমি ক্ষমা করে দিও।
হে দয়াবান আমাকে যারা নিষ্ঠুর ভাবে দূর দূর করে দূরে সরায়ে শান্তি পায় তাদের প্রতি তুমি পরম দয়ালু হয়ে তাদের শান্তি দুনিয়া ও আখিরাতে আরো বাড়িয়ে দিও।
তুমি দয়ালুদের মধ্যে শ্রেষ্ট দয়ালু তাই তাদের মধ্যে যারা অসুস্থ্য আছে তাদের দয়া করে সুস্থ্যতা দান করে নেক হায়াত দান কর।
ক্ষমা করা মহৎ গুন ,আমাকে সেই গুনটি বাড়িয়ে দাও বহুগুন। আমার কারো জন্য কোন অভিযোগ নেই তোমার কাছে । কারন তুমি আমাকে অনেক নেয়ামত না চাইতে দিয়েছ ।আলহামদুলিল্লাহ । আর বাকি সব আখিরাতের জন্য রেখে দাও ।এই ভেবেই নাও পাওয়ার নেই কোন আফসুস।
শুক্রবারের আসর থেকে মাগরিবের দোয়া কবুলের সময় তুমি আমার নয়নের জলে লেখা কথা গুলো কবুল করে নাও ।
কারন আমি তাদের অনেক বেশি বেশি ভালবাসি ।তাদের কোন ক্ষতি বা কষ্ট আমার হৃদয়ে এসে প্রতিফলিত হয় । তা সইতে কষ্ট হয় অনেক বেশি । আমি যাদের ভালবাসি তারা সুখে আছে তা শুনলেই আমার সুখ বেড়ে যায় বহু গুন । তাই তুমি তাদের সবাই কে রোগ বালাই দুনিয়াবী আসমানী বালা মসিবত থেকে রক্ষা করে তোমার হেফাযতে তমাড় ভালোবাসার চাদর দিয়ে ডেকে দিও।
তা তুমি অন্তরযামী হয়ে সবই দেখ ও জানো ।
দুনিয়াতে দেখা পাবার বা কোন স্বার্থের টানে ভালবাসিনি কাউকে কোন দিন ... তবু ভালবাসা থাকবে চিরদিন ...আফসুস করিনা আমি এই ভেবে ,আমার ভালবাসা ভাল লাগা শুধু তোমার সন্তুষ্টির জন্য হলে আমি তো কালই তোমার আরশের ছায়ায় দেখা হবে কথা হবে তাদের সনে । ইনশাল্লাহ ..তাই চলে যাক না বিরহের ব্যাথার মাঝে অপেক্ষার প্রহর গুনে গুনে এই ক্ষন্সথায়ী কয়টি দিন শেষ হবে নিশ্চয় একদিন । আমার অজ্ঞতার বা বোকামী , জানা অজানা বশত কোন ভুল বা বেয়াদপি কারো সাথে হয়ে থাকলে আমাকেও ক্ষমা করে দিন ।
আল্লাহ ামাকে আপনাদের আমাদের মা বাবা কে ও সকল মুমিন মুমেনাকে ক্ষমা করে দিন।
তুমি শুধু আমাকে সইবার শক্তি দিয়ে ধর্য্যশীলদের কাতারে শামিল করে নাও।
হে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের পথে চলার তাওফিক দাও।
বিষয়: বিবিধ
৪১৪০ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জোয়ানের বুদ্ধি গলায় (পটর পটর গলাবাজি আর কি) আর বুড়ার বুদ্ধি তলায়
সব বেকুব জোয়ানদের বুঝ দান করুক রাব্বুল-আলামীন ...
ব্লগেও এই বুড়া কে নিয়া সেই বিপদে আছি । না হলে কত আগে ব্লক করে হতভাগার সাথে নদীতে ফেলে দিয়ে আসতাম ।
সবাই আপনাদের মতো বুদ্ধিমান/মতীদের নিয়ায় মহা-বিপদে আছে। এসব বুদ্ধি ফেলে দিয়ে নতুন বুদ্ধি ধার করেন কারও থেকে, নয়তো আল্লাহর কাছে আরও বেশী করে জ্ঞান-বুদ্ধি চান, আশা করি উনি দিবেন।
এতো বুদ্ধি কইরা প্রবাদের যে ব্যাখ্যা দিছেন, তাতে কইরা এইটা না কইয়া আর পারা গেলো না আপাজান!
নিজেরা ঠান্ডা-মাথায় ঘুমাইতে পারলেইতো আলহামদুল্লিলাহ, তাইনা? শুধু শুধু কি মানুষ গালি দেয় আপনাদের? এজন্যইতো মানুষ বলে আপনাদের বিচার-বিবেকবোধ-জ্ঞানহীন মাথা দিয়া কোন লাভ হবে না দেইখা ইসলামের যে সামান্য কিছু জানেন বোঝেন, তা-ই বেচেন আপনারা নিজেদের শরীর-মন আর মাথা ঠান্ডা রাইখা ঘুমাইয়া আলহামদুলিল্লাহ কওয়ার জন্য, সাধারণ মানুষের জন্যও না, ইসলামের জন্য না!
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি কোন দলের সাথেও নাই এবং রাজনীতিও করি না!
------- নেলসন ম্যান্ডেলা
বুড়া মিয়া বেশি চালাকি করবেন না। শেষ কথায় আপনার আসল কথা বিচারপতি এস কে সিনহার মত বের হয়ে এসেছে।
তা হলো,"আমি কোন দলের সাথেও নাই এবং রাজনীতিও করি না!"
তার মানে আপনি নিরপেক্ষ।আর নিরপেক্ষ থাকে সুবিধাবাদী শয়তান নাস্তিক মুনাফিক। এরা ইসলামের প্রথম থেকে আজ পর্যন্ত ইসলামের দুশমনী করেই আসছে। নবীজী সাঃ মক্কার কাফেরদের চেয়েও এদের কে নিয়ে বেশি পেরেশানীতে ছিলেন । ইসলাম বিজয়ের তখনো দেরী হয়েছে আপনাদের ওস্তাদদের জন্য আজো দেরী হচ্ছে আপনাদের জন্য ।ভবিষ্যতেও আপনাদের ছাত্রদের জন্য।
বুড়া মিয়া এখনো সময় আছে হয়ত রাস্তার ডানে আসেন না হলে বামে চলে যান । মাঝখানে আইল্যান্ডের উপর থেকে দুই পাশের সুযোগ ভোগ করতে গিয়ে আমও হারাবেন চালাও খোয়াবেন। পরে কি শ্মশানে নিবে না ঘোরে ফেলবে এই নিয়ে লটারী করতে হবে।
আহারে বুড়ামিয়া,আপনি যেমন আমার সাথে মুখিক যুদ্ধে লাগচ্ছেন ।আপনার নিরপেক্ষ দলের নেত্রী হাসিনা আপাও কয়দিন টুপি আর তসবির দানা নিয়া হুজুরদের সাথে থাকে। আবার সব হুজুররা যখন উনার দূর্নীতি বুঝে জনগনের পক্ষে কথা বলার জন্য রাজপথে নামল তখন উনি চোখ পিঠে নিয়ে এক লাফে রাস্তার বামে গিয়ে তিনি টুপি আর তসবি দানা ফালায়ে এই বার মাকালী ফসল বেশি দিছে বলে মন্ডামিঠাই পুজার পার্বন খেইয়ে সব হুজুরদের জেল গুম ঘুন রিমান্ড ফাসি সব একে বারে হেফাজতে্র হুজুর সহ সব উনার হেফাজতে রেখে দিলেন ।
এই বার বলেন তো বুড়ামিয়া নিরপেক্ষ হয়ে দেশের জন্য দশের জন্য কি কি করেছেন ।আর কয়টা পোস্ট দিয়েছেন ।
আপনার মতো এমন বিবেক-বিচার-বোধহীনরা যদি ডানের সবাই হয় এবং এই মানসিকতার পরিবর্তন যদি না হয়, অসম্ভব অনেকটা আমার ডানে যাওয়া; আর বামের লোকদেরও যদি চরিত্র ও অবস্থান পরিবর্তন না হয়, সেখানে যাওয়ায় অসম্ভব।
তাই এমন ক্ষেত্রে, কোথাও আমি যাবো না, মধ্যেই থাকবো – আম ও ছালা কোনটাই হারাবো না! ইনশাআল্লাহ ...
আপনার মতো মানুষ দিয়ে যদি আপনাদের দল পরিপূর্ণ হয়ে থাকে, তবে সে দলের নীতি-নির্ধারকদের উচিৎ আপনার মতোদেরকে ঝেটিয়ে বিদায় করে দল পূনর্গঠন করা, নয়তো এমন লোকের দল বিজয় কোনদিনও পাবে না বরঞ্চ ক্ষতি করবে!
আর পোষ্টতো আমি দেই এমনি-ই সময় পার করার জন্য এবং এতে মাঝে মাঝে আনন্দও পাই, যে কয়টা দেয়া হইছে গিয়ে পড়ে মন্তব্য করে আসার দাওয়াত রইলো।
আরও কিছু দিন হয়তো মৌখিক/ব্লগীয় ঝগড়া চালাতে পারি আপনার সাথে, সেটা নির্ভর করবে আমার কাজে যোগদানের উপর।
হামান মাঝখানের লোক ছিল। ফেরাউন ও মুসা আঃ কাউ কেই সে নারাজ করে নাই। মাঝে দিয়ে আল্লাহকে পায় নাই ।ইসলামের সত্য বলার জন্য গালি আর ঝাটা মারা খান নাই এমন খাটি মুসলমান খুব কম আছেন।
সময়ের হিসাব আল্লাহ নিবেন।তাই এমনি সময় কাটানোর জন্য পোস্ট ও মন্তব্য না করে আমার মত বিবেক-বিচার-বোধহীনদের উপকারের জন্য কিছু পোস্ট দেন।
মুসলিমদের সব ব্যাপারে মধ্যপন্থাও মনে হয় কুর’আনেরই শিক্ষা।
মেয়েদের ব্যাপারে আমি আর কিছু বলতে চাইনা, কুর’আন-হাদীসের আলোকেও – আমি আগেই বলেছি সেসব এবং আপনিও জানেন সেসব নিশ্চিত।
ইদানীং-তো পোষ্ট দিচ্ছিই, আপনাকে তো দাওয়াতও দিলাম একটু আগে, আসুন।
আছে। যেমন , মেজর, ম্যাগইভার, হতভাগা,
এবং বুড়া মিয়া। সারা জীবন বুড়া মিয়া বামদের
সাথে ছিল। বয়েসর ভাড়ে কিছুটা বুড়া। আপনার সাতে তর্ক করে যাচ্ছে। আপনি লিখে যান। বুড়া মিয়া কেটে পড়বে।
ঊনি জীবনে ইসলামী আনন্দোলনে ছিল না। উনি
বাতেলী ধারনা নিয়ে আছে। ওনাকে এড়িয়ে যেতে পারেন। বা ব্লক করে দিতে পারেন। আপনি আপনার
লেখা চালিয়ে যান। আমাদের ঈমানকে মজবুত করেন
মন্তব্য করতে লগইন করুন