হে প্রভু শুননা এই পাপীর ফরিহাদ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২৭:৪৬ রাত
হে প্রভু শুননা এই পাপীর ফরিহাদ।
হে প্রভু! আমি শুধু তোমাকেই চাই এই ভুবনে কিছুই পাই বা না পাই।
তোমার কথা যতবার মনেহয়,ততবার রহমের বারিধারায় ভিজে যাই।
তোমার নেয়ামতের অপরিসীম ঋনের জ্বালে বেধে দিলে মোর এই হৃদয়।
ঝিরঝির বাতাস আর সুনীল আকাশ সবই তো তোমার দেওয়া দান ।
দ্যুলোকে ভূলোকে কেউ নেই তোমার মত করুনা আর দয়ার সাগর।
তাই প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে ,আমি যেন শুধু জ্যোপি তোমারি পবিত্র নাম।
যেদিকেই যায় দুই চোখ মোর ,দেখে অনির্বান ঝরে পড়ছে সৃষ্টির ঝলক।
নদীর কলতানে পাখিদের কোলাহলে মোর হৃদয় শুধু তোমারই স্মরন করে।
পাহাড়ের জল ঝর্না হয়ে নদীতে যায়,মোর নয়নের জলে যেন জান্নাত পাই।
ভীতসন্ত্রস্থ শিশু মাকে চায় ,জাহান্নামের ভয়ে আমি শুধু তোমাকে চাই ।
ভ্রমর কথা বলে ফুলের কানে কানে আমার মনের কথা শুধু বলি তোমার সনে।
আকাশের ব্যাথা বৃষ্টি হয়ে মাটিকে দেও,আমার হৃদয়ের ব্যাথা তুমি তুলে নাও।
তোমার রহমের আসায় আরশের পানে আমি তুলেছি খালি দুটো হাত ,
চাইনা দুনিয়ার গাড়ি বাড়ি,চাইনা গয়না শাড়ি আমি শুধু তোমাকে চাই,
তুমি জান আমি বড় গুনাগার,গুনা আমার বেশুমার তাই ক্ষমা শুধু চাই।
তুমি দয়ার ভাণ্ডার ,আমি দয়ার কাঙ্গাল ,হে প্রভু শুননা এই পাপীর ফরিহাদ।
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ!
Click this link
Click this link
Click this link
Click this link
Click this link
মন্তব্য করতে লগইন করুন