ফজিলা তাহের মিতু আপার সাথে কথা বলে মনে হলো, কোরান সুন্নাহর জ়ীবন্ত ফিলার।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:১৪:৩০ রাত
ঈমানের সব পরীক্ষাই কঠিন ।
কিন্তু সব চেয়ে কঠিন পরীক্ষা হলো পরিবার , আত্নীয় ,আপন জন ও প্রিয় জন থেকে আসা কঠিন আঘাত । যেমন
লুত আঃ ও নুহ আঃ এর পরীক্ষা নিয়েছেন পরিবার থেকে ।
বিবি আছিয়া কে পরীক্ষা করেছিলেন স্বামী দিয়ে ।
বিবি মরিয়ম ও মা আয়েশা কে পরীক্ষা করে ছিলেন চরিত্র দিয়ে।
ইব্রাহিম আঃ কে পরীক্ষা করেছিলেন স্বৈরাচার শাসক দিয়ে।
আমাদের রাসুল সাঃ পরীক্ষা করেছিলেন ,
পরিবার , আত্নীয় ,আপন জন ও প্রিয় জন দিয়ে ।
যা সত্যি কঠিন ও কষ্টকর ।
তখন চরম ধৈর্য্য না ধরলে এই সময় বেচে থাকা কঠিন হয়ে যায় ।
আমি আজ কাছের ও প্রিয় একজন এর ব্যবহারের আঘাতে প্রায় ধরাশায়ী কষ্ট নিয়ে চটপট করছিলাম ।
এমন সময় আমার শ্রদ্ধেয়া প্রান প্রিয় বোন ফজিলা তাহের মিতু আপার ফোন ,
আমি বুকের ভিতর সব কষ্ট্ যে ভাবে জমাট বেধেছে তা থেকে কান্নার গর্জন ছাড়া কী আর ভাল কথা আসবে। আপার ভালবাসা মিশ্রিত ধৈর্যের আয়াত আর হাদিসের বানী গুলো ও গুনাহ মাফের সুসংবাদ গুলো শুনে সব বেদনা গুলো মধুর হয়ে গেল । বুকের থেকে হাজার টনের এক বোঝা এক নিমিষে নেমে গেল ।আলহামদুলিল্লাহ ।
আপা বললেন , পারভীন আপা , আপনি মন খারাপ করে এক মিনিট নষ্ট করা মানে আপনার আমোলের ক্ষতি করা , শরিল তা খারাপ করে অসুস্থ্য হয়ে আন্দোলনের ক্ষতি করা । এখন আপা ময়দানে থাকার সময় । এখন ঝিমানোর সময় নেই আমাদের , আল্লাহ পরীক্ষা এই গুলো থাকবেই কিন্তু তার জন্য ধেমে যাওয়া যাবে না । অনেক গুলো সুরার আয়াত আর সুরা পড়তে বললেন । আপার আখিরাতে ধৈর্যের ফলাফল শুনে মনে হল আল্লাহ তুমি আমাকে ধৈর্যের পুরস্কার প্রাপ্ত দের কাতারে শামিল করে নেন ।
সত্যি ফজিলা তাহের মিতু আপা আল্লাহর এক খাস নেক্কার গোলাম । না হলে আমার মত নগন্য বান্দির কথা আপার কিভাবে এত ব্যস্ততার আর দুই রুগীর সেবার মাঝেও মনে পড়ে গেল আর আমার কষ্টের আধারের মাঝে প্রেরনার আলোর এক ঝলক ঝাড়বাতী জ্বালিয়ে দিলেন । সত্যি যে যাকে ভালবাসে তার হৃদয়ের ব্যথা আরেকটা হৃদয়ে প্রতিফলিত হয় ।
আমার বোন টা যে কত বড় মাপের মুত্তাকিন তা আমি হাড়ে হাড়ে অনুভব করি আপার সাথে কথা বলার সময় । আমার মত বহু ভাঙ্গা হৃদরের ভালবাসার পিরামিড ফজিলা তাহের মিতু আপা
আমার সন্মানিত প্রানপ্রিয় দ্বীনি বোন ফজিলা তাহের মিতু আপার সাথে কথা বলে মনে হলো, কোরান সুন্নাহর জ়ীবন্ত ফিলার।
একদিকে আমার বোন টি এতো দ্বীনদার বোন যে ,
দীর্ঘ বহু বছর ধরে শয্যাশায়ী প্যারালাইজ স্বামীর জন্য এক পায়ে দাড়ানো । ক্লান্ত পরিশারান্ত দেহ তাও মনে পরিতৃপ্তির হাসি সব সময় লেগেই আছেন । আবার তাহের ভাইয়ের আম্মা বার্ধক্য জনীত কারনে বিছনায় শোয়া , একটা বাচ্ছার মতো এই শ্বাশুড়ির কে পালতেছে । আবার স্বামীর চিকিতসা ও সংসারের সকল কাজ করে ইসলামী আন্দোলনের অনেক বড় দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
আমার জীবনের অন্ধকার হিয়ার মাঝে জ্বলন্ত জোনাকীদের মধ্যে আমার সন্মানিত প্রানপ্রিয় দ্বীনি বোন ফজিলা তাহের মিতু আপা ।কাদামাটির মত নরম মাটির মানুষ ।মনে হয় আখলাকে হামিদার উজ্জ্বল নমুনা ।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত ও ধৈর্য্য দান করুন ।আমিন।
বিষয়: বিবিধ
৬৯৩৩ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সবাইকে হেদায়াত ও ধৈর্য্য ধরার তাওফিক দান করুক।অামিন।
আসোসালামুআলাইকুম । লিখাটই পড়ার অনুরোধ রইল । আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
Click this link
Click this link
আমি এঁদের কত ভালোবাসি...
তাঁদের জন্য তোমার পক্ষ থেকে ভালোবাসা চিরস্থায়ী করে দাও
হে আল্লাহ! তুমি তো জানোই-
আমি এঁদের কত ভালোবাসি...
তাঁদের জন্য তোমার পক্ষ থেকে ভালোবাসা চিরস্থায়ী করে দাও
Click this link
আল্লাহ আমাদের সবার মনে তাঁরই জন্য ভালবাসার, তাঁরই জন্য ঘৃণা করার বুঝ দিন।
@স্বপন২ আপনার নজর লাগলে আর আসবে না আমার মত গরীবের ব্লগে।তাই থুক্কু যেন নজর না লাগে
মুহতারামা ফজিলা তাহেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের উপর অসুস্থ্যতাজনিত যে পরীক্ষায় ফেলেছেন তাতে যেন ধর্য্য ধারণ করার তাওফীক দেন।
বিশেষ করে ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় সিপাহ সালার অধ্যক্ষ তাহেরকে যেন মহান আল্লাহ তায়ালার কুদরতি হাতে সুস্থ্য করে দিয়ে লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে উজ্জীবিত করার কারিগরের ভূমিকায় আবারো দ্বীনের ময়দানে সক্রিয় করে দেন।
মুহতারামা ফজিলা তাহেরকে আমার পক্ষ থেকে একটি সালাম পৌয়ে দিতে পারলে কৃতজ্ঞ হবো। আমরা জানি তিনি নিজেও অত্যন্ত উচু মানের একজন লেখিকা। সম্ভব হলে তাকেও ব্লগে লেখালেখির মাধ্যমে নবীনদের প্রেরণা ও উৎসাহের বাতিঘর হিসেবে কাজ করার দাওয়াত দিন।
Click this link
লিখাটই পড়ার অনুরোধ রইল । আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
Click this link
আসোসালামুআলাইকুম । লিখাটই পড়ার অনুরোধ রইল । আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
Click this link
তার স্বামি আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন। আল্লাহতায়লা তাদের উপর রহম করুন।
লিখাটই পড়ার অনুরোধ রইল । আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
Click this link
আল্লাহ
তায়ালা সবরের সকল গুণ আপনাকে ও
আমাদের সবাইকে দান করুক।
Click this link
মন্তব্য করতে লগইন করুন