মেয়েরা তিন জনের ভালবাসা কে কখনো উপেক্ষা করতে পারে না ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৮ আগস্ট, ২০১৪, ০৮:১৯:২৮ সকাল



আমার মনে হয় , মেয়েরা তিন জনের ভালবাসা কে কখনো উপেক্ষা করতে পারে না ।

১। কন্যা হিসাবে বাবার ভালবাসা কে কখনো মনে হয় কোন মেয়ে উপেক্ষা করতে পারে না। যার বাবা আছে আমার মনে সে স্বামীর পরিবারে ও সারা বিশ্বে সেই মেয়ে রাজকুমারী ।আমি বাবা কে শিশু কালে হারিয়েছি তাই এই পর্বটা আমি জানি না । তবে অনেক বান্ধুবীদের কথা শুনে ও ব্লগে বাবা নিয়ে লিখা অনেক পোস্ট পড়ে আমি বুঝেছি । বাবার আদর কেমন হয় তা আজ বুঝি নি।

২। জীবনের শ্রেষ্ট্য বন্ধু স্বামীর ভালবাসা কে কোণ মেয়ে উপেক্ষা করতে পারে না কারন স্বামীর ভালবাসা পেলে মেয়েরা দুনিয়ার সব কিছু্র মোহ ছেড়ে ছিড়া কাপড় আর খালি পেটে গাছ তলায়ও জান্নাতী সুখে বসবাস করতে পারে । এটা একটা মেয়ের গুপ্ত ধনের চেয়েও মুল্যবান ধন । খুব কষ্ট ও ধৈর্য্যের বিনিময়ে এই ধন অর্জন করতে হয় । আবার খুব যত্ন করে হৃদয়ের গভীর মনি কোঠরে ভালাবাসার সিন্ধুকে অতি যতনে রেখে পরিচর্যা করতে হয় ।

৩। একজন মেয়ে মা হিসাবে সন্তানের ভালবাসা কোন সময় উপেক্ষা করতে পারে না । মা হওয়া আল্লাহর সেরা উপহার । মা ডাকটা শুনলে বুকের ভিতর এর সব কষ্ট এক নিমিষেই ধুয়ে মুছে এক জান্নাতী সুখের অমৃত ঝর্ণার পবিত্র নহর বইতে থাকে । যা একজন মা ছাড়া আর কেউই তা অনুভব করতে পারে না । আমার যে সব বোনেরা বিয়ের ১২/১৩ বছর পর মা না হতে পারার কষ্টের ব্যাথা আর হাহাকার তখন মনে হয় মাতৃত্বই মনে হয় আসল পরিচয় । চোখের আড়ালে থাকা সন্তানকে বুকের মাঝে পেলে মনে হয় পৃথিবির শ্রেষ্ট্য মুল্যবান অলঃকার পাওয়ার চেয়েও বেশি আনন্দিত হন ।

এটা মেয়েদের আবেগ না দুর্বলতা তা আমি জানি না। আমার কাছে মনে হয় এটা আল্লাহর দেওয়া সব চেয়ে বড় ৩টা নেয়ামত । যার কোন বিকল্প বা এর চেয়ে মুল্যাবন আর কিছু এই পৃথিবীতে নেই ।আর যে মেয়ে এই ৩ টি নেয়ামত পেয়েও তার মর্যাদা দিতে জানে না ।সেই দু,জাহানের হতভাগী।

আল্লাহ সবার বাবা মা স্বামী/স্থী সন্তান কে নয়ন জুড়ানো ও চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নিক।

বিষয়: বিবিধ

৫৩৪৫ বার পঠিত, ৪৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259070
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : হুম , পড়েছি অনেক ভাল লাগল। বাবা মা আমার অনেক বেশি আপন হলেও শেষের দুইটা অভিজ্ঞতা এখনো হয়ে উঠেনি হা হা হা। আর হা, মেয়েদের যেমন স্বামী সন্তান আল্লার তরফ থেকে অনেক বড় নেয়ামত ঠিক তেমনি পুরুষের জন্য বোধ করি স্ত্রীর ভালবাসা এবং সুসন্তান অনেক বড় নেয়ামত।
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৫
203043
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।ইনশাল্লাহ আল্লাহ মিলিয়ে দিবেন ।জাযাকাল্লাহু খাইরান ।Praying Praying Praying
259071
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : পড়ার অনুরোধ রইল----
Click this link
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৬
203044
সত্যলিখন লিখেছেন : পেসার টা বেড়েছে তাই পরে পড়ে নিব ইনশাল্লাহ ।
259075
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৮
কাহাফ লিখেছেন : ১ম ও ৩য় টা বিলকুল সঠিক হলেও ২য়টার ব্যাপারে এক মত হতে পারছি না,বাস্তবতা কে তো আর অস্বীকার করতে পারি না.......?
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৮
203045
সত্যলিখন লিখেছেন : তা হলে আল্লাহ আপনাকে ২য় টা দিয়েই ঈমানের পরীক্ষা করছেন ।যেমন করেছেন লুত আঃ ও নুহ আঃ কে ।ইনশাল্লাহ জাযাকাল্লাহু খাইরান ।
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৬:০০
203152
কাহাফ লিখেছেন : হয়তো বা,দোয়া চাই...........।
259093
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
স্বামীর ভালবাসা পেলে মেয়েরা দুনিয়ার সব কিছু্র মোহ ছেড়ে ছিড়া কাপড় আর খালি পেটে গাছ তলায়ও জান্নাতী সুখে বসবাস করতে পারে ।

অপেক্ষায় আছি...... এমন একজন দ্বীনদার সঙ্গীনির Waiting Yahoo! Fighter Waiting
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৭
202828
ইমরান ভাই লিখেছেন : একজনও নাই তোমার জন্য Tongue
থাকলে তো আওয়াজ দিতো Tongue

তোমার বিয়া হপে কপে...Crying Crying
দাওয়াত খাইতে মোন চাচ্ছে Crying Crying

উপহার হিসেবে তোমার জন্য একটা তেলাপোকা আনা হবে আতিক খানে বাসাথেকে Tongue Tongue
২৮ আগস্ট ২০১৪ সকাল ১০:২২
202835
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এমন কথা বলো না ........ প্লীজ.... দোআ কর একজন দ্বীনদার মুত্তাক্বী সঙ্গীনি যেন পাই আমি Praying Loser Praying

তেলাপোকাকে আমি ভয় পাইনা...... বৃত্তমণিই ভয় পাই। উনি নাকি তেলাপোকার ভয়েই বৃত্তের বাইরে চলেগেছে Big Grin Big Grin
Click this link
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১০
202908
পবিত্র লিখেছেন : আল্লাহ আপনাকে এমন একজন দ্বীনদার মুত্তাক্বী সঙ্গীনি মিলিয়ে দিক! আমীন!Praying Praying
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২২
202914
আফরা লিখেছেন : অভাব যখন দুয়ারে আসে ভালবাসা তখন জানালা দিয়ে পালায় ।

স্বামীর ভালবাসা পেলে মেয়েরা দুনিয়ার সব কিছু্র মোহ ছেড়ে ছিড়া কাপড় আর খালি পেটে গাছ তলায়ও জান্নাতী সুখে বসবাস করতে পারে ।
এই অপেক্ষা সারা জীবনেও শেষ হবে না ।সূর্যের পাশে হারিকেন ভাইয়া @
২৮ আগস্ট ২০১৪ রাত ০৯:১০
203049
সত্যলিখন লিখেছেন : আমি আমার অভিজ্ঞতার আলোকে লিখেছি । আর এখনো অনেক দ্বীনদার ভাল মেয়ে আছে । তাই "মনমরা হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো৷" আলে ইমরান ।


২৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
203073
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @আফরা, @ইমরান ভাই --- আমার উপর এত্ত ক্ষোভ কেন সবার!? যত্ত বড় বড় বদ্ দোওয়া দিচ্ছ তোমরা!! ভাবছি .... বিয়ে রিলেটেড্ কোন কমেন্টই করব না ভবিষ্যতে।

@পবিত্র --- আপনাকে ধন্যবাদ সুন্দর দোআর জন্য। আল্লাহ্ যেন আপনার দোআটা কবুল করেন। আল্লাহ আপনার সহায় হোন। আমীন।
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:২০
203078
আফরা লিখেছেন : না সূর্যের পাশে হারিকেন ভাইয়া আপনার উপর আমার কোন রাগ বা ক্ষোভ নেই ।আপনি একজন দ্বীনদার মুত্তাক্বী সঙ্গীনি পান সেটাও দুয়া করি তবে ,,,,,,,,,,

স্বামীর ভালবাসা পেলে মেয়েরা দুনিয়ার সব কিছু্র মোহ ছেড়ে ছিড়া কাপড় আর খালি পেটে গাছ তলায়ও জান্নাতী সুখে বসবাস করতে পারে

শুধু এটা ঠিক না তাই বলতে চেয়েছি ।

সূর্যের পাশে হারিকেন ভাইয়া @
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:৩৩
203087
পবিত্র লিখেছেন : @আফরা:
স্বামীর ভালবাসা পেলে মেয়েরা দুনিয়ার সব কিছু্র মোহ ছেড়ে ছিড়া কাপড় আর খালি পেটে গাছ তলায়ও জান্নাতী সুখে বসবাস করতে পারে
একথাটার অর্থ হলো স্বামীর সুখ-দুঃখ, বিপদ-আপদ সর্বাবস্থায় সাথে থাকে। দুঃসময়ে ছেড়ে না যায় এবং স্বামীকে উৎসাহ দিয়ে মনোবল বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে স্বামীর মঙ্গলের জন্য দোআ করে। যত্তদুর সম্ভব স্বামীকে সাহায্য করে।

আফরা লিখেছেন : অভাব যখন দুয়ারে আসে ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

এটা কক্ষনো ভালো দ্বীনদার-পরহেজগার মেয়ের কাজ হতে পারে নাহ্! এরা মেয়ের নামে কলন্ক!
২৮ আগস্ট ২০১৪ রাত ১১:১০
203100
ইমরান ভাই লিখেছেন : বউ যদি হয় জীবন মানে জীবাংলা তাহলে তো কোন কথাই নাই।

তবে ইসলামে নারীদের আদর্শ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে তিনজনকে দিয়েছেন...
১) মরিয়ম..ইসা (আ) এর মা।
২) হাজেরা..ইসমাইল (আ) এর মা।
৩) আসিয়া..ফেরাউনের স্ত্রী।

জাজাকাল্লাহ।
আমি খারাপ দুআ করি নাই। একটু ফাজলামি করছিলুম।
আল্লাহ তোমাকে দ্বীনদার মুত্তাকী পরহেজগার স্বতী নারী দান করুন যা তোমার নয়ন শিতল কারীনী হবে। আমীন। Rolling Eyes
২৯ আগস্ট ২০১৪ রাত ০১:৫৪
203139
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি আফরার সাথে সম্পূর্ণ একমত যে, গাছতলায় থাকার ব্যাপারটা শুধুই আবেগ তাড়িত ব্যাপার, বাস্তবতার ছিটে ফোটাও তাতে নেই। হা কখনও যদি থাকেও তবে সেখানে ভালবাসা থাকেনা, ঝগড়া বিবাদ করেই দাম্পত্য জীবন পার করতে হয়। মেয়েরা স্বভাবতই ধন সম্পদের প্রতি লোভী হয়, ভালবাসার টানে আবেগের বাণে প্রেমিককে গাছ তলায় থাকার কথা বল্লেও বিয়ের পর প্রত্যাশা মাফিক চাহিদা ডেলিভারি দিতে না পারলে সত্যি তাদের ভালবাসা উঠানামা করতে থাকে, যতক্ষন স্বামী দিতে পারে, ততক্ষণ ভালবাসার জোয়ারে ভাসাইতে থাকে, যখনি দিতে অপারগ হয় তখন ভালবাসায় ভাটা পড়ে। তবে কিছু ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম উদাহরণ হিসেবে খুবি অচল। তাই বাস্তবতা স্বীকার করে নেওয়াই ভাল।
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪৭
203172
ইমরান ভাই লিখেছেন : @গাজি,
আপনার কথাগুলো ঠিক তবে তা আধুনকি মনা পাশ্চাত্য দর্শনের মেয়েদের জন্য প্রযোয্য। খাটি মুসলিম নারীদের জন্য নয়।
259096
২৮ আগস্ট ২০১৪ সকাল ১০:০১
ইমরান ভাই লিখেছেন : ”আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু’বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে সে বিষয়ে তোমাদেরকে আমি জ্ঞাত করবো।”

(সুরা লোকমান)
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:২৫
203080
সত্যলিখন লিখেছেন :
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৭
203165
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব সুন্দর Good Luck Good Luck
259136
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৫
মামুন লিখেছেন : খুব ভালো লাগলো। এক নিঃশ্বাসে পড়লাম। আপনি আপনার বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন জেনে মনটা বিষাদ্গ্রস্ত হয়ে পড়ল। আমিও একজন বাবা। আমার দুই রাজকুমারির জন্য কি পরিমাণ ভালোবাসা এই বুকে লুক্কায়িত, তা আমি জানি। আর ওদের কাছ থেকেও সেই পরিমাণে 'ফীডব্যাক' পেয়ে থাকি, তাও বলার অপেক্ষা রাখে না। আর আপনার দ্বিতীয় পয়েন্টও অনেক ভালো লাগলো। আমার নিজের জীবনে আমার প্রিয়তমাকে দিয়েই তো দেখছি। কি করতে পারছি, তারপরও প্রতিটি মুহুর্তে, প্রতিটি হালতে 'আলহামদুলিল্লাহ' সাথে রয়েছে.. স্বেচ্ছায়.. ভালোবাসা দিয়ে আমাকে কানায় কানায় ভরিয়ে দিয়েছে।

সুন্দর একটি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। Rose Rose Rose Good Luck
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:২৭
203081
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।আল্লাহ আপনার সুখ কে আরো বাড়িয়ে দিক ।
259141
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৫
আবু জান্নাত লিখেছেন : সত্যিই এক অনুভূতি শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে। ১ ও ৩ নং ১০০% সত্যি। কিন্তু ২ নং কেন যেন সবার ভাগ্যে জুটে না। আসলে দ্বীনদার পাত্র/পাত্রীর খুবই অভাব, স্বর্ণের গহনায় মুডিয়ে দেওয়া ছাড়া বর্তমান যুগের বেশীরভাগ মেয়েদের যেন আত্মতৃপ্তি মিটে না। অনেকে আবার জীবনের গ্যারান্টি চেয়ে ৫/১০ লাখ টাকা মোহরও দাবি করে। ইল্লা মা-শা আল্লাহ আপনাদের মত স্বল্পসংখ্যাক গুণবতী নারী পৃথিবীতে এখনো আছে বিধায় মনটা আনন্দে ভরে উঠে। ধন্যবাদ
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:২৮
203082
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।আল্লাহ সাহায্য চান আল্লাহ ভাল ও ঈমানদার পুরুষের জন্য মুমিন ও দ্বীনদার মেয়ে এখন রেখেছেন।
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
203518
আবু জান্নাত লিখেছেন : আলহামদু লিল্লাহ ছুম্মা আলহামদু লিল্লাহ, এমনই একজন আদর্শনারী আল্লাহ আমার ভাগ্যে জুটায়েছেন। দোয়া চাই, ভবিস্যৎ জীবনে যেন আরো সূখী হবে পারি।
259144
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩১
হতভাগা লিখেছেন : ২ নং টা কৌতুক হিসেবে চালিয়ে দেওয়া যায় ।

বাবা , স্বামী ও সন্তানের ভালোবাসা উপেক্ষা করা যায় না । মায়েরটা উপেক্ষা করা যায় কি ?

নাকি নিজেরাই আজ বাদে কাল মা হবে , তাই মায়ের ভালোবাসা উপেক্ষাই করা যায় ।

আর শাশুড়ির টা ?
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১২
202909
পবিত্র লিখেছেন : আপনি মনে হয় কোন দিন দ্বীনদার নারী দেখেন নাই। তাই যেখানে যান এমন এমন মন্তব্য করেন।
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২১
202913
হতভাগা লিখেছেন : দ্বীনদার নারী Surprised সেটা আবার কি জিনিস ?
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:১৮
203077
সত্যলিখন লিখেছেন :
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৯
203274
হতভাগা লিখেছেন : এসব নবী রাসূলদের জন্য আল্লাহই নির্ধারন করে রেখেছেন । উনারা যদি এখনকার নারীদের মত হতেন তাহলে নবী রাসূলদের আল্লাহর হুকুম পৌছানো দূর্বিষহ হয়ে যেত । ঘরের সমস্যাই মেটাতে উনাদের জীবন পার হয়ে যেত ।

আল্লাহ তার মনোনিত বান্দাদের এসব কঠিন দুনিয়াবী সমস্যা থেকে আগলে রেখেছিলেন । সাধারণ মানুষরা উনাদের মত এত সৌভাগ্যবান না।
২৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৫
203296
ইমরান ভাই লিখেছেন : হতভাগা,
নেককার স্ত্রী যেমন নবী (সা) এর সময় ছিলো এখনো আছে থাকবে।
যারা নেককার আল্লাহ তাদেরকে নেককার স্ত্রীই উপহার দেন। আর যারা বদকার তাদের দেন লাক্সফটোজেনিকদের মতো।

এ ব্যাপারে কোরআনেও একটি আয়াত আছে।

“দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য”।
(সূরা নূর, আয়াত: ২৬)

এই হাদীস সবার জন্যই প্রযোয্য তবে পুরুষকেও হতে হবে সচ্চরিত্রবান।

খারপ কাজ করলাম আর বউ চাই ১০০%ভালো তাহলে তো খাইছে...Rolling Eyes
259156
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৬
পবিত্র লিখেছেন : খুবি সুন্দর লিখেছেন! অনেক ভালো লাগলো!! Happy Happy
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
203083
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।জাযাকাল্লাহু খাইরান ।
১০
259164
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৩
আফরা লিখেছেন : ভালই লাগল আপু ।
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:২২
203079
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :

২৮ আগস্ট ২০১৪ রাত ১০:৩০
203085
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:৩১
203086
আফরা লিখেছেন : ভাইয়া এটা তো আমি আপনাকে বদদুয়া দেই নাই আমি শুধু বাস্তবতাই বুঝাতে চেয়েছি ।এমন মেয়ে কি আছে ছিড়া কাপড় পড়তে আর গাছ তলায় থাকতে রাজী হবে ।আপনি যদি এমন মেয়ে আশা করেন তাহলে তো সারা জীবন অপেক্ষাই করতে হবে তাই না.....। সূর্যের পাশে হারিকেন @
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:৩৫
203089
পবিত্র লিখেছেন : পবিত্র লিখেছেন : @আফরা:
স্বামীর ভালবাসা পেলে মেয়েরা দুনিয়ার সব কিছু্র মোহ ছেড়ে ছিড়া কাপড় আর খালি পেটে গাছ তলায়ও জান্নাতী সুখে বসবাস করতে পারে
একথাটার অর্থ হলো স্বামীর সুখ-দুঃখ, বিপদ-আপদ সর্বাবস্থায় সাথে থাকে। দুঃসময়ে ছেড়ে না যায় এবং স্বামীকে উৎসাহ দিয়ে মনোবল বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে স্বামীর মঙ্গলের জন্য দোআ করে। যত্তদুর সম্ভব স্বামীকে সাহায্য করে।

আফরা লিখেছেন : অভাব যখন দুয়ারে আসে ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

এটা কক্ষনো ভালো দ্বীনদার-পরহেজগার মেয়ের কাজ হতে পারে নাহ্! এরা মেয়ের নামে কলন্ক!
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:৪৫
203092
সত্যলিখন লিখেছেন : আপু তুমি জানো না ।এমন বহু মেয়ে আছে এই বাংলার বুকে। ভালবাসে তো মানুষ কে ,এই ভালবাসায় তো কোন চাওয়া পাওয়া লোভ লালসা আর হারাবার কিছুই থাকে না । এখানে ভালবাসা পালাবে কেন ? ভালবাসা কি বালুরবাধ ? জোয়ার বাটায় আসে আর যায় । ভালবাসা তো সুখে দুঃখে দুই জন দু'জনার ।এই সময় ভালবাসার মাধ্যমেই আপন করে দুইজন দুই জন কে আকড়িয়ে রাখে । তখন সব কিছু থেকে এই ভালবাসাই ধৈর্য্যের ও বাচার শেষ সম্ভল হয়ে দাড়ায় । তাই অভাবের সময়ি প্রকৃত ভালবাসা এসে খাচায় বাসা বাধে। আমাদের মা বাবার ভালবাসা আর ধৈর্য্যের মাধ্যমেই আজকের ফসল আমরা ।
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:৪৮
203094
আফরা লিখেছেন : ধন্যবাদ পবিত্র আপু সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ।
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:৫২
203095
আফরা লিখেছেন : আমি আসলেই কথাটা বুঝতে ভুল করেছি ।ভাইয়া তাই আপনি আমার কথায় কষ্ট নিয়েন না ।আমি অনেক অনেক সরি ভাইয়া ।সূর্যের পাশে হারিকেন @
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:৫৬
203097
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এমন মেয়ে কি আছে ছিড়া কাপড় পড়তে আর গাছ তলায় থাকতে রাজী হবে।
--------------------------
আপনি যদি এমন মেয়ে আশা করেন তাহলে তো সারা জীবন অপেক্ষাই করতে হবে তাই না.....।


দুইটা বিষয়েইতো আল্লাহই ভালো জানেন, যেহেতু তিনিই সব কিছুর খবর রাখেন।


অনেক লম্বা একটা কমেন্ট লিখছিলাম উপরের দুইটি কথার ব্যাপারে নিজের অবস্থান নিয়ে ও নিজেকে ডিফেন্ড করে। কথা বাড়ালে অনেক কথা আসবে। আমি চাইনা পাবলিক প্লেসে এসব বিষয়ে কথা বাড়াতে। তাছাড়া আমি ব্লগের সব বোনদেরকে সম্মান ও শ্রদ্ধা করি। তাই নিজের অসম্মান হলেও বোনদেরকে সম্মান দিলাম।

আল্লাহ্ আমাদের সহায় হোন।
২৮ আগস্ট ২০১৪ রাত ১১:০৪
203098
ইমরান ভাই লিখেছেন : বউ যদি হয় লাক্স ফটোজেনিক তাহলে আফরার কথা ঠিক।

তবে বউ যদি হয় আফরার মতো দ্বীন দার তাহলে পবিত্রর কথা ঠিক।

বউ যদি পাখি ড্রেস নাপেয়ে আত্বহত্যা করে তাহেল আফরা ঠিক।

বউ যদি স্বামীর যা আছে তাতেই খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ তাহলে পবিত্র ঠিক।


আমি আমার বউয়ের উদাহরন দিতে পারি আলহামদুলিল্লাহ! সে আমার সাথেই ছিলো আমার দুঃখের সময় এবং সুখের সময়। তার চাওয়া খুবই কম। আমাকে ছাড়া কিছুই চায় না। আমি বিদেশে যাবো শুনলে কান্নার শেষ থাকে না।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমার মতোই দিয়েছেন।

তাই মেয়ে যদি হয় আফরার মতো তাহলে ভালোবাসা জানলা দিয়ে কখোনোই পালাবে না এবং ছেড়া কাপড়ে হলেও স্বামীর সাথে সেলাইকরে পড়বে কিন্তু স্বামীকে ছেড়ে যাবে না। (উদাহরন: মরিয়ম/হাজেরা/আসিয়া (রা)দের মতো হবে ইনশাআল্লাহ।)

(এই কমেন্টটি আমার বউ ই আমাকে করার জন্য হেল্প করেছে।)
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৫
203164
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @আফরা - আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
না, আমি মনে কিছু রাখিনি। কষ্টও পাইনি। ইট্স ওক্কে Good Luck বরঞ্চ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারনে যে.... আপনি যদি ওই প্রতি-মন্তব্যটা না করতেন, আমিও একটু অভিমানের সূরে জবাবটা দিতাম না। তখন "পবিত্র" আপুনিও এত্ত সুন্দর ব্যাখ্যাটা লিখতো না। তো....... আমরা সবাই এই সাংক্ষেতিক কথাটার বাস্তবিক ব্যাখ্যাথেকে বঞ্চিত হতাম। ....... কি? হতাম না?

তাই আপনাকে ও পবিত্র আপুনিকে আমার প্রিয় হাতুড়ি ফুল দিলুম.... এই নিন হাতুড়ি ফুল Time Out Rose Time Out Rose Time Out খুব সুন্দর ফুল, তাইনা? Love Struck Love Struck
-----------------------------------
@ইমরু দাদা..... তোমার ব্যাখাওতো মা শা আল্লাহ্ Tongue এক্কেবারে কন্টেম্প্রারি বিষয় নিয়ে... সাথে ভাবিমণির এ্যাডভার্টাইজমেন্টও পেলাম ফ্রিতে Big Grin I Don't Want To See তাই তোমার জন্য ফুল বিহীন হাতুড়ি, এই নাও Time Out Time Out Time Out Big Hug Big Hug
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫২
203173
ইমরান ভাই লিখেছেন :

সবার জন্য হাতুড়ি ফুল আর আমার জন্য ফুলবিহীন হাতুড়ি...
১১
259328
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৬:১২
নিশা৩ লিখেছেন : খুব কাছ থেকে দেখা একটি ঘটনা। যেখানে স্ত্রী স্বামীর শত অবহেলা ও দায়িত্বহীনতা সত্ত্বেও ধ্যর্য ধরে সংসার করে গেছে এবং যাচ্ছে। ভরন-পোষন না পেয়েও তার সংসার ছেড়ে যায় নি। একপক্ষের ছাড় দেয়াতে যদি একটি সংসার টিকে যেতে পারে তবে দু'জনের ভালবাসায় সেটা যে জান্নাতে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই। অনেক ভাল লাগল লেখাটি। এই ভালবাসা তিনটির কাছে জগতের সব ধন-সম্পদ তুচ্ছ। Rose
১২
259421
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৪
আবু জারীর লিখেছেন : ভালো লাগল
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File