বন্ধু !তুমি আবার ফিরে আসবে।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ আগস্ট, ২০১৪, ১২:২০:০১ রাত
বন্ধু !তুমি আবার ফিরে আসবে।
বন্ধু ,তুমি তোমার বন্ধুদের তালিকা
থেকে আমাকে না হয় দূরে সরিয়ে দিলে ...
একবার বলো কিভাবে তুমি তা পারলে ?
কিন্তু বলো তো ,তুমি কি সত্যি মন থেকে
আমার স্মৃতি গুলো মুছে ফেলতে পেরেছো??
আমি জানি তুমি কখনো তা পারবে না
কারন তুমিই তো আমাকে বন্ধু্ত্ব শিখিয়েছিলে ...
আমাকে যতই তুমি ভুলতে চাইবে
ততই আজ বা কাল একদিন ঠিকই
আমার কথা তোমার মনে পড়বে ...
সেদিন তোমার সেই বন্ধুত্বের দাবী নিয়ে
আবার আমার কাছে বন্ধু ফিরে আসবে...।
আমার বিশ্বাস একদিন তোমার অভিমান ভাঙ্গবে
আমার দোষ গুলো ক্ষমা করে, গুন গুলো মনে ভাসবে
প্রথম দিনের মতই বন্ধু তুমি আবার ফিরে আসবে ,
তুমি তো বলতে,শুধু ইহকালে নয় পরকালেও বন্ধুত্ব রাখবে,
জীবনে-মরনের পরেও আমার হৃদয় বন্ধুর বিরহে কান্দবে।
( ফ্রেন্ডলিস্ট থেকে ব্লক করে দেওয়া একজন বন্ধুর স্মরনে অন্য বন্ধুর স্মৃতিচারন)
বিষয়: বিবিধ
২৮১৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ ধরণের শৈল্পিক-নারী-চরিত্র ধারণ না করে, সরাসরি সত্য-লিখুন আমাদেরকে জানানোর জন্য – কে সেইজন, যার জন্য আপনি কবিতা লিখে ফেললেন?
এটাও নারী-চরিত্র।
আমার সন্মানিত জ্ঞানী গুনী ধার্মিক পরোপকারী সাদামনের বন্ধুকে যদি আজ ক্ষনস্থায়ী দুনিয়াতে নাইবা পেলাম। ইনশাল্লাহ কাল আল্লাহ আরশের নীচে পাব। আপনার সাথে তখন না হয় পরিচয় করিয়ে দেব ।
মন্তব্য করতে লগইন করুন