শিবিরের শত মাসুদ এরেস্ট করে ইসলামী আন্দোলনের কি কোন ক্ষতি করতে পেরেছে ?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১১ আগস্ট, ২০১৪, ০১:৫০:৪০ রাত



শিবিরের শত মাসুদ এরেস্ট করে ইসলামী আন্দোলনের কি কোন ক্ষতি করতে পেরেছে ?

পারভীন আপা ,"পরিস্থিতি আবার একটু গরম গরম মনে হচ্ছে ।তাই ময়দানের কাজ কমানো উচিত মনে হচ্ছে।"

আপার ভীতু ভীতু চেহারা দেখে আমি জানতে চাইলাম ,গরম আর ঠান্ডা কিভাবে বুঝলেন?

আরে আপা জানেন না? ডঃ মাসুদ ভাই সহ ছাত্র শিবিরের ১৯/২০ জন কাল এরেস্ট করেছে কালকে?

আচ্ছা আপা,শিবিরের শত মাসুদ এরেস্ট করে ইসলামী আন্দোলনের কি কোন ক্ষতি করতে পেরেছে ?বরং কাজ আরো বেড়েছে। কারন নিজের দায়িত্বের সাথে আরো উনার রেখে যাওয়া কাজের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে।

আপা ক্রিকেট খেলা দেখেন ? সেখানে কি দেখেছেন ? ক্রিকেট খেলার মাঠে একজন খেলোয়ার রান আউট হলে কি অন্য খেলোরার রা ভয়ে মাঠ ছেড়ে পালায় ? নাকি আগে থেকে এমন ভাবে রেডি থাকে যেন একজন আউট হলে পরবর্তি জন মাঠে নামতে বিন্দু পরিমান সময়ও নষ্ট না হয়। আর যে নামে সে বাকি ওভার গুলো শেষ করার নিয়তেই মাঠে আসে। কারন তার টার্গেট থাকে যে আমাকে প্রতি বলে চার /ছক্কা তুলে যত তাড়াতাড়ি সেঞ্চুরী করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়া যায় । তা হলেই বিভিন্ন কোম্পানীর সব অফার গুলো লাভ করা যাবে।

আপা, ইসলামী আন্দোলনের মত নেয়ামত পেয়েও আখিরাতের আমল কুড়ানোর ময়দানে আসা ঈমানদার সৈনিকদের মুখে এই সব কথা মানায় না। আমরা ক্রিকেট খেলোয়ারদের চেয়ে বিচক্ষনতার সাথে শয়তানদের শয়তানির মাঝে দিয়েই প্রতি বলে চার /ছক্কা তুলে যত তাড়াতাড়ি সেঞ্চুরী করে জান্নাতুল ফেরদাউসের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ মুত্তাকিন হয়ে যেতে হবে। আর আল্লাহর কোরানের দেওয়া সব অফার লাভ করতে হবে ইনশাল্লাহ ।

ডঃ মাসুদরা দলের ক্যাপ্টিন তাই তারা প্রথম থেকে নেমে খেলতে খেলতেএখন আল্লাহর হুকুমেই কিছু ক্ষনের জন্য রান আউট করেছে শয়তানরা । ইসলাম কায়েমের সব ওভার শেষ না হওয়া পর্যন্ত অলরাউন্ডার মুসলমান হিসাবে ময়দানে ঠিকে থাকতে হবে। কোন অবস্থ্যাতেই দেহবল, মনবল ও ইমানীবল হারানো যাবে না।জীবনে শেষ ওভার মৃত্যুপর্যন্ত ঈমানী এলেমী ও আমোলী যোগ্যতা নিয়ে তাগুত শক্তির মুকাবিলায় ময়দানে টিকে থাকতে হবে।শয়তানের জেল জুলুম নির্যাতন নিষ্পেষন দেখে ঈমান হারায়ে বাংলাদেশকে গাজা বানানো যাবেনা। তাগুতের শক্তি কোন দিন কোরানের শক্তির উপর বিজয়ী হতে পারেনি।ইনশাল্লাহ এখনো পারবেনা ।

"ভালভাবে জেনে রাখো দুনিয়ার এ জীবন, একটা খেলা, হাসি তামাসা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান সন্তুতি ও অর্থ-সম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।"সুরা হাদীদ ২০

"হে ঈমানদারগণ! তোমাদের কী হলো , যখনই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হলো, অমনি তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে? তোমরা কি আখেরাতের মোকাবিলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছো? যদি তাই হয় তাহলে তোমরা মনে রেখো, দুনিয়ার জীবনের এমন সাজ সরঞ্জাম আখেরাতে খুব সামান্য বলে প্রমাণিত হবে৷" সুরা তাওবা ৩৮

"পৃথিবীতে এবং তোমাদের নিজেদের ওপর যেসব মুসিবত আসে তার একটিও এমন নয় যে, তাকে আমি সৃষ্টি করার পূর্বে একটি গ্রন্থে লিখে রাখিনি৷ এমনটি করা আল্লাহর জন্য খুবই সহজ কাজ৷ "সুরা হাদীদ ২২

"তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে ? অথচ এখনো আল্লাহ দেখেনইনি, তোমাদের মধ্যে কে তাঁর পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তাঁর জন্য সবরকারী৷" আলে ইমরান ১৪২

"মনমরা হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো৷"আলে ইমরান





বিষয়: বিবিধ

১৬৮৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253073
১১ আগস্ট ২০১৪ রাত ০২:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একটি আদর্শকে গ্রেপ্তারের মাধ্যমে শেষ করা যাবে না।ব্যক্তি নির্বর যারা নয় তাদের ব্যক্তি গ্রেপ্তারে কিছু যায় আসে না। অনেক ধন্যবাদ
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:১৯
197221
সত্যলিখন লিখেছেন : ."....তারা যদি আমার দুই পা কেটে নেয় .আমি দুই হাত দিয়ে লড়াই করবো ।হাত কেটে নিলে মুখ দিয়ে প্রতিবাদ করবো।যদি তারা আমার জিহবা কেটে নেয়. তাহলে আমি চক্ষু দিয়ে চেয়ে থাকবো।তারা যদি আমার চক্ষু উপড়ে ফেলে. আমি অন্তর দিয়ে ইসলামের বিজয়ের জন্যপ্রর্থনা করবো.."...।-----...-----"*...শহীদ আব্দুল মালেক।".*
253082
১১ আগস্ট ২০১৪ রাত ০২:১৫
আফরা লিখেছেন : জুলুম নির্যাতন করে সত্যকে দাবিয়ে রাখা যাবে না ।
১১ আগস্ট ২০১৪ সকাল ০৫:২১
197198
কাহাফ লিখেছেন : সাময়িক ভাবে হয়তো কিছুটা আড়ালে যায় শুধু.............।
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:২৯
197226
সত্যলিখন লিখেছেন : জালিমরা আমাদের হীরার কনা গুলো কে যেখানেই রাখুক না কেন তারা সেখানেই তাদের গুনাবলী অক্ষুন্ন রেখে আলো ছড়াতে থাকবেই ।এটাই ইসলামের ধর্ম।
253094
১১ আগস্ট ২০১৪ রাত ০৩:১৯
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : এক মাসুদ ভাই জেলে গেছেতো কি হইছে। এখন হাজার মাসুদ প্রস্তুত আছে তাদেত অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করার জন্য
১৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৮
199222
সত্যলিখন লিখেছেন : “হে আল্লাহ!
তুমি আমার অন্তর আলোকময়
কর। আমার কর্ণ আলোকময় কর।
আমার চোখ জ্যোতির্ময় কর।
আমার সম্মুখ আলোকময় কর।
আমার পশ্চাৎ আলোকময় কর।
আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার
পিছনে জ্যোতি ছড়িয়ে দাও।
হে বিশ্ব জাহানের প্রতিপালক,
আমার নূরকে তুমি বৃহদাকার
করে দাও। ”

[মুসলিম ১২৭৯]
253099
১১ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৬
বাজলবী লিখেছেন : একের পর এক ইসলামী অান্দোলনের নেতা কর্মীদের গ্রেপ্তার করে জারজ অাওয়ামী সরকার তাদের পতনের শেষ ধাপে এগিয়ে যাচ্ছে।
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩২
197228
সত্যলিখন লিখেছেন :
253102
১১ আগস্ট ২০১৪ সকাল ০৫:২০
কাহাফ লিখেছেন : মুমিনরা কখনো পরাজিত হয় না,হতে পারে না।
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৪
197229
সত্যলিখন লিখেছেন :
253107
১১ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৪

Your server does not support the GD function required to process this type of image.

"> জ্ঞান পিপাসু লিখেছেন : প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন বাড়াবাড়ি শুরু করে তেমনিই করতেছে BAL রা । তাই বলে ঈমানী শক্তি বাড়বে বই কমবে না। জিতে রহো পুত্তর....
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৫
197230
সত্যলিখন লিখেছেন :
253122
১১ আগস্ট ২০১৪ সকাল ০৯:০১
হতভাগা লিখেছেন : Skull Skull Skullএবার তোর কি হবেরে শিবির
১১ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৬
197208
কাহাফ লিখেছেন : হাসিনা পুত্র জয়ের কাছে এব্যাপারে তথ্য আছে......। 3:-O 3:-O 3:-O 3:-O 3:-O 3:-O 3:-O 3:-O 3:-O
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩০
197227
সত্যলিখন লিখেছেন :
১১ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৬
197384
স্বপন২ লিখেছেন : @হতভাগা, শিবির কেয়ার জাহেলিয়াত।
253168
১১ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৬
আমি মুসাফির লিখেছেন : রাত যত আধারই হোক ভোর হবেই ইনশা আল্লাহ।


সুরা আল এমরান ১২০ নং আয়াত- তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের ওপর কোন বিপদ এলে তারা খুশী হয়। তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো, তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোন কৌশল কার্যকর হতে পারে না। তারা যা কিছু করছে আল্লাহ‌ তা চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন।
১১ আগস্ট ২০১৪ রাত ০৯:১৬
197391
সত্যলিখন লিখেছেন :
255487
১৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৬
মোশারোফ লিখেছেন : মনমরা হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো৷"আলে ইমরান
১৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৭
199221
সত্যলিখন লিখেছেন : “হে আল্লাহ!
তুমি আমার অন্তর আলোকময়
কর। আমার কর্ণ আলোকময় কর।
আমার চোখ জ্যোতির্ময় কর।
আমার সম্মুখ আলোকময় কর।
আমার পশ্চাৎ আলোকময় কর।
আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার
পিছনে জ্যোতি ছড়িয়ে দাও।
হে বিশ্ব জাহানের প্রতিপালক,
আমার নূরকে তুমি বৃহদাকার
করে দাও। ”

[মুসলিম ১২৭৯]

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File